West Bengal News Live Updates: শাসক দ্বারা আক্রান্ত হলেই পাশে দাঁড়াবে বিজেপি, জানালেন শুভেন্দু
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের সব খবর একনজরে
শতবর্ষের আলোয় মধ্য কলকাতার ক্লাব ‘১৯২৩ ছাত্র সমিতি’। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেরিয়ে শহর প্রদক্ষিণ করল বর্ণাঢ্য শোভাযাত্রা। বছরভর চলবে নানা অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা।
বিধানসভায় একমাত্র বিরোধী বিধায়ক বিজেপিরই আছে। শাসক ও সরকারের দ্বারা যে আক্রান্ত হবে, বিধানসভার একমাত্র বিরোধী হিসেবে তাদের পাশে গিয়ে দাঁড়াবে বিজেপি। মন্তব্য শুভেন্দু অধিকারীর।
গৃহবধূর আপত্তিকর ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ। দিঘায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার পড়শি যুবক। অভিযুক্তর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
লাঠিচার্জের অভিযোগ অস্বীকার পুলিশের। পড়ে গিয়ে পা ভেঙেছেন বৃদ্ধা, দাবি পুলিশের। মূক-বধির নাবালিকাকে শ্লীলতাহানিতে অভিযুক্ত পলাতক।
পুলিশকে ‘বাধা’ গ্রামবাসীদের একাংশের। পুলিশকে হেনস্থার অভিযোগ। পুলিশই লাঠিচার্জ করেছে, পাল্টা দাবি গ্রামবাসীদের। পুলিশের মারে এক বৃদ্ধার পা ভেঙে গিয়েছে বলে অভিযোগ।
কোচবিহারে তুফানগঞ্জে শ্লীলতাহানিতে অভিযুক্তকে ধরতে ‘আক্রান্ত’ পুলিশ।
পেট্রোল আনতে পাঠিয়েছিলেন লালন শেখের ভাগ্নে ডলার। বগটুই অগ্নিকাণ্ডে বিস্ফোরক দাবি করলেন ধৃত টোটোচালক রিটন শেখ। ঘটনার পর থেকেই মামা লালনের মতো উধাও ভাগ্নে।
উপনির্বাচনে হারের ধাক্কার মধ্যেই অস্বস্তিতে বিজেপি। রাজ্য ও জেলা নেতৃত্বের দিকে তোপ দেগে পদ ছেড়ে দিলেন মুর্শিদাবাদের বিধায়ক-সহ ৩ জন। বিক্ষোভের রেশ নদিয়া জেলাতেও। পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনুপম হাজরা।
পাচারের আগেই উদ্ধার ৬২ কেজি ওজনের জীবন্ত কচ্ছপ। আলিপুরদুয়ার থানা পুলিশের তৎপরতায় কচ্ছপটিকে তুলে দেওয়া হয়েছে বক্সা বনদফতরের হাতে।
হাঁসখালিকাণ্ডে ডিএনএ টেস্টের জন্য মূল অভিযুক্ত-সহ ৩ জনের নমুনা সংগ্রহ করল সিবিআই। নির্যাতিতার মা-বাবারও নমুনা সংগ্রহ।
ঝাড়খণ্ডের মুরির একটি কারখানায় হানা কেন্দ্রীয় গোয়েন্দাদের। কারখানার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে চায় সিবিআই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
তপন কান্দুকে খুনের পর কোন পথে পালিয়েছিল আততায়ীরা? জানতে বাংলা পেরিয়ে ঝাড়খণ্ডে হানা সিবিআইয়ের
বালিগঞ্জ ফাঁড়ি থেকে রিপন স্ট্রিট পর্যন্ত মিছিল বালিগঞ্জের পরাজিত সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের। সায়রার নেতৃত্বে ধন্যবাদজ্ঞাপক মিছিল।
আমতার সারদা দোলুই পাড়ায় ভোগ খেয়ে অসুস্থ প্রায় ৫০ জন। অসুস্থরা বাগনান ও আমতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
দলীয় শৃঙ্খলা সবার আগে। আগে দলীয় নেতৃত্বকে অভিযোগ জানান। অভিযোগের কোনও বাস্তবিকতা না থাকলে সন্দেহ জাগে। এরকম বক্তব্য অত্যন্ত দুঃখজনক। প্রতিক্রিয়া সুকান্তর।
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে তপন কান্দুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। পরে প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে যান বিরোধী দলনেতা। দুই মৃত্যুর ঘটনাতেই তদন্ত করছে সিবিআই।
বগটুইকাণ্ডের মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রী উডবার্ন ওয়ার্ড থেকে তাঁকে আর ফিরতে দেবেন না। ফিরতে দিলে সব কুকীর্তি ফাঁস করে দেবে। বিস্ফোরক দাবি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের।
তপন কান্দুর স্ত্রীর সঙ্গে কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুঙেন্দু অধিকারী।
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের প্রতিবাদে মিছিল শুভেন্দু অধিকারীর। নিহত কাউন্সিলরের ছবিতে মালা দিলেন বিরোধী দলনেতা।
জেলার সমস্ত পদাধিকারীদের গুরুত্বহীন করে রাখা হয়েছে। একা সব সিদ্ধান্ত গ্রহণ করছেন জেলা সভাপতি। অভিযোগ বিজেপির নদিয়া উত্তর জেলা কমিটির ওই নেতাদের। উচ্চপদস্থ নেতাদের জানানো হয়েছে, প্রতিক্রিয়া জেলার বিজেপি নেতৃত্বের।
এবার নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ্যে। ক্ষোভ জানিয়ে পদ থেকে অব্যাহতি চাইলেন নদিয়া বিজেপির ১০ জন নেতা। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতিকে পাঠানো চিঠিতে স্বাক্ষর ১০ জনের।
ভাদুর ট্যাক্স কনসালটেন্টকে তলব সিবিআইয়ের। ২০১৭ সাল থেকে ভাদু শেখের ট্যাক্স ফাইলের নথি বাজেয়াপ্ত।
ভাদুর বাড়ি থেকে উদ্ধার দুটি ডায়েরি ও একটি পকেট নোটবুক। সেখান থেকে আর্থিক লেনদেনের হিসাব পেয়েছেন গোয়েন্দারা।
বিধানসভা ভোটে দল তাঁকে পাণ্ডবেশ্বরে প্রার্থী না করায় ক্ষোভপ্রকাশ, বিক্ষুব্ধ বিজেপি নেতা জিতেন চট্টোপাধ্যায়ের সমালোচনা দলীয় বিধায়কের। কোন্দলের জেরে আসানসোলে হেরেছে বিজেপি, কটাক্ষ তৃণমূলের।
ধানতলায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ। ভাইরাল অডিও ঘিরে বিতর্ক।
রিলে অনশনে এসএসসি চাকরিপ্রার্থীরা, সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, অসুস্থ ৩।
আসানসোল লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণা হতেই বিস্ফোরক পশ্চিম বর্ধমানে বিজেপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা জিতেন চট্টোপাধ্যায়। ফেসবুক পোস্টে দলীয় নেতাদের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। বিক্ষুদ্ধ বিজেপি নেতার দাবি, ভোট প্রচারের শেষ দিনে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হলেও সশরীরে পাশে দাঁড়াননি দলের জেলা নেতৃত্ব। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রে উপ নির্বাচনে হারের দায় সেইসব নেতাদের নিতে হবে বলে দাবি করেছেন বিক্ষুদ্ধ বিজেপি নেতা।
মুর্শিদাবাদে প্রকাশ্যে বিজেপির কোন্দল, ফেসবুকে সরব অনুপম হাজরা। "কেন এত ইস্তফা? রাজ্য বিজেপির গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা উচিত। কেন এত ইস্তফা ? আসল রহস্যটা কী ?। যাঁদের এতদিন গুরুত্ব দেওয়া হল, তাঁরা দল ছেড়ে চলে গেছেন। আর যাঁরা এতদিন মাটি কামড়ে পড়েছিলেন, তাঁরা ইস্তফা দিচ্ছেন।" ফেসবুকে সরব বিজেপি নেতা অনুপম হাজরা।
পেশাদার অপরাধীর মতো পালিয়ে বেড়াচ্ছিল সোমনাথ। পুলিশকে বিভ্রান্ত করতে ৮ জায়গা বদল। খবর সূত্রের। বাজেয়াপ্ত ধৃতদের মোবাইল ফোন, গাড়ি।
সাংগঠনিক রদবদলকে কেন্দ্র করে মুর্শিদাবাদে বিজেপির কোন্দল প্রকাশ্যে। রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। আজ বহরমপুরে সাংবাদিক বৈঠকে দলের একনায়কতন্ত্র ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে জেলা সভাপতি শাখারভ সরকার ও রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন তিনি।মুর্শিদাবাদের বিধায়কের সঙ্গে ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র-সহ জেলা নেতৃত্বের একাংশ। প্রয়োজনে পাল্টা সংগঠন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন দুই বিজেপি বিধায়ক। আবেগের বশে এই ঘটনা, কোন্দল ঢাকতে দাবি জেলা সভাপতির।
বনগাঁয় বাবাকে গুলি করে, পুড়িয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলি। মৃতের নাম হাসানুর গোলদার।স্থানীয় সূত্রে খবর, পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে বিবাদ চলছিল ছেলে আশানুরের। অভিযোগ, তার জেরেই বাবাকে গুলি করে, পুড়িয়ে মারে ছেলে।
রাজ্যজুড়ে মহিলাদের ওপর নির্যাতন ও শান্তিনিকেতনে নাবালিকা গণধর্ষণকাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে বামেদের বিক্ষোভ। শান্তিনিকেতন থানা থেকে এক কিলোমিটার দূরে বোলপুর-শান্তিনিকেতন রোডের ধারে তৈরি হয়েছে ধর্না মঞ্চ। এদিন সেখানে গিয়ে বিক্ষোভ দেখান নানুরের প্রাক্তন সিপিএম বিধায়ক শ্যামলী প্রধান-সহ বাম নেতা, কর্মীরা। পুরোটাই নাটক, বাম-বিক্ষোভকে কটাক্ষ তৃণমূলের।
দশদিনে পা দিল শহিদ মিনারে এসএসসি-র শারীরশিক্ষা, কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের রিলে অনশন কর্মসূচি। আজ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে স্মারকলিপি জমা দিতে যান আন্দোলনকারীদের চার প্রতিনিধি। অভিযোগ, সেখানে দুর্ব্যবহার করেন সিভিক ভলান্টিয়াররা। এরপর কালীঘাট থানা ওই চারজনকে আটক করে। এরপর তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হয়। ওই চারজনের নিঃশর্ত মুক্তির দাবিতে এরপর শহিদ মিনারে চত্বরে মিছিল করেন এসএসসি-র চাকরিপ্রার্থীরা। রিলে অনশন মঞ্চে ৩ জন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়।
২০ এপ্রিল থেকে শুরু হওয়া বেঙ্গল গ্লোবাল বিজনেস সাম্মিটে প্রধানমন্ত্রীর আসা নিয়ে সংশয় তৈরি হয়েছে। রাজ্যের শিল্প সম্মেলনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রধানমন্ত্রী এই বিজনেস সাম্মিটে থাকবেন কিনা, সে ব্যাপারে নবান্ন থেকে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এদিকে, পিআইবি-র তরফে জানানো হয়েছে, আগামী ১৮ থেকে ২০ এপ্রিল গুজরাতে থাকবেন নরেন্দ্র মোদি। ফলে ২০ এপ্রিল গুজরাতের কর্মসূচি সেরে কলকাতায় শিল্প সম্মেলনের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী আসতে পারবেন কিনা, সেব্যাপারে সংশয় তৈরি হয়েছে।
বসিরহাটে নৃত্যশিল্পীকে খুনের অভিযোগ। ভাড়া বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ। মৃতের লিভ-ইন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম তসলিমা বিবি। পরিবার সূত্রে খবর, মাদক-মামলায় জেলবন্দি তসলিমার স্বামী। সম্প্রতি বাড়ি ভাড়া নিয়ে এক যুবকের লিভ-ইন করছিলেন ওই নৃত্যশিল্পী। গতকাল ওই বাড়ি থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। যদিও মৃতের পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরেই লোক পাঠিয়ে খুনের হুমকি দিচ্ছিলেন নৃত্যশিল্পীর স্বামী। জেলে গিয়ে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেফতার আরও ১। অনুপম দত্ত খুনে পাটনা থেকে গ্রেফতার ধনঞ্জয় কুমার। ট্রানজিট রিমান্ডে ধৃতকে নিয়ে আসা হয়েছে ব্যারাকপুরে। ধৃতকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। খুনে ব্যবহৃত অস্ত্র কেনা হয়েছিল ধনঞ্জয়ের থেকে, পুলিশ সূত্রে খবর। বাপি পণ্ডিতকে অস্ত্র বিক্রির অভিযোগে গ্রেফতার ধনঞ্জয় কুমার।
৫ দিনের মাথায় গ্রেফতার বেহালাকাণ্ডে মূল অভিযুক্ত। গ্রেফতার মূল অভিযুক্ত তথা বহিষ্কৃত তৃণমূল নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়। বারবার মোবাইল ফোন, সিম বদল করেও হয়নি শেষরক্ষা। হাওড়ার জয়পুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে গ্রেফতার আরও ৬ জন, খবর পুলিশ সূত্রে। ধৃতদের মোবাইল ফোন, গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
৫ দিনের মাথায় গ্রেফতার বেহালাকাণ্ডে মূল অভিযুক্ত। গ্রেফতার মূল অভিযুক্ত তথা বহিষ্কৃত তৃণমূল নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়। বারবার মোবাইল ফোন, সিম বদল করেও হয়নি শেষরক্ষা। হাওড়ার জয়পুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে গ্রেফতার আরও ৬ জন, খবর পুলিশ সূত্রে। ধৃতদের মোবাইল ফোন, গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
৫ দিনের মাথাতেও অধরা বেহালাকাণ্ডের মূল অভিযুক্ত। পুলিশের আশ্বাসের পরেও আমলার পরিবারও আতঙ্কে।
হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্ত ব্রজ ওরফে সোহেল গয়ালি-সহ তিনজনের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করল সিবিআই। সূত্রের খবর, নির্যাতিতার মা-বাবারও ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। হাঁসখালির ধর্ষণ-খুনের মামলায় পুলিশ যাঁদের বয়ান নিয়েছিল, এবার তাঁদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। খবর সূত্রের।
নদিয়ার চাকদায় স্ত্রীকে খুন করে আত্মঘাতী রেলকর্মী। রেললাইন থেকে উদ্ধার হয় রেলকর্মীর দেহ। পাশেই গুরুতর জখম অবস্থায় পড়েছিলেন তাঁর মা। এরপর বাড়ি থেকে উদ্ধার হয় রেলকর্মীর স্ত্রীর রক্তাক্ত দেহ। চাকদার বাসিন্দা দেবাশিস রায় রেলের কাঁচরাপাড়া ওয়ার্কশপের কর্মী। পরিবার সূত্রে খবর, গত ফেব্রুয়ারিতে বিয়ের পর থেকেই স্ত্রী শ্বশুরবাড়িতে থাকতে চান না বলে রেলকর্মীর সঙ্গে ঝগড়া হত। গতকাল ফোনে যোগাযোগ করতে না পেরে ভাড়াবাড়িতে হাজির হন গৃহবধূর পরিবারের সদস্যরা। তালা ভেঙে ভিতরে ঢুকে স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দেহে আঘাতের চিহ্ন ছিল। এর আগে সকালে চাকদা স্টেশনের কাছে রেললাইনে মেলে স্বামীর মৃতদেহ। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করে মাকে নিয়ে আত্মহত্যা করতে যান স্বামী, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।>>
কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বেশ কয়েকটি গ্রাম। সবথেকে ক্ষতিগ্রস্ত তররুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেল ৫টা নাগাদ বাঁকুড়পাদা ও পালানিয়া গ্রামের ওপর দিয়ে বয়ে যায় মিনি টর্নেডো। উড়ে যায় বাড়ির চাল, ঘরের উপর উপড়ে পড়ে গাছ। ক্ষতিগ্রস্ত ৩০টির বেশি বাড়ি। প্রায় ১০০ একর ধানজমিরও ক্ষতি হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দাঁতনের বিডিও।
গভীর রাতে মহেশতলার আক্রায় বাড়িতে আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে মা ও দুই ছেলের। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে বলে স্থানীয়দের অনুমান। স্থানীয়দের দাবি, গতকাল রাত ১টা নাগাদ গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় ভেঙে পড়ে বাড়ির টালির চাল। দাউদাউ করে আগুন ধরে যায়। স্থানীয়রা হাত লাগানোয় আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও বাড়ি থেকে উদ্ধার হয় মা ও ৮ বছরের ছেলের অগ্নিদগ্ধ দেহ। সিলিন্ডার ফেটে আগুন লাগে কিনা, সেইসময়ে বাড়ির অন্য সদস্যরা কোথায় ছিলেন, খতিয়ে দেখছে পুলিশ।
আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বইতে পারে ঝোড়ো হাওয়াও। তীব্র গরমে জেরবার দক্ষিণবঙ্গবাসীকে কিছুটা স্বস্তি দিয়ে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
আসানসোল দক্ষিণ-সহ ৬টি বিধানসভাই তৃণমূলের। দুঃখপ্রকাশ করে মোদিকে ট্যুইট অগ্নিমিত্রার। দমন-বিদ্বেষের রাজনীতিমুক্ত লক্ষ্যে পদক্ষেপ, ট্যুইট অভিষেকের।
পর্যটন কেন্দ্র হিসেবে জলপাইগুড়িকে নতুন করে সাজানোর উদ্যোগ নিল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৩ কোটি টাকা। তবে এই প্রকল্প নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
কলকাতা পুলিশের আধুনিকীকরণের উদ্যোগ। আলিপুর বডিগার্ড লাইন্সে ১০টি ভ্রাম্যমান তদন্তকারী যান ও ১৮টি ভ্রামমান শৌচাগারের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ৪টি মোবাইল কিচেনেরও উদ্বোধন হয়। পাশাপাশি পুলিশ কর্মী ও সাধারণ মানুষের সুবিধায় কলকাতা পুলিশের তরফে একটি ডায়গনস্টিক সেন্টার চালু হয়। যেখানে ২৪ ঘণ্টা মিলবে পরিষেবা।
প্রেক্ষাপট
কলকাতা : কলকাতা পুলিশের (Kolkata Police) আধুনিকীকরণের উদ্যোগ। আলিপুর বডিগার্ড লাইন্সে ১০টি ভ্রাম্যমান তদন্তকারী যান ও ১৮টি ভ্রামমান শৌচাগারের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ৪টি মোবাইল কিচেনেরও উদ্বোধন হয়। পাশাপাশি পুলিশ কর্মী ও সাধারণ মানুষের সুবিধায় কলকাতা পুলিশের তরফে একটি ডায়গনস্টিক সেন্টার চালু হয়। যেখানে ২৪ ঘণ্টা মিলবে পরিষেবা।
আলিপুরদুয়ারের (Alipurduar) ভাটিবাড়ি আউটপোস্টের ওসি-কে হেনস্থা। স্থানীয় একটি বাড়িতে ঢোকার চেষ্টার অভিযোগ। ভাটিবাড়ি আউটপোস্টের ওসি পার্থ বর্মনকে হেনস্থার ছবি ভাইরাল। সিভিল ড্রেসে থাকা ভাটিবাড়ি আউটপোস্টের ওসি-কে হেনস্থা। ওসি-কে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।
বেহালার (Behala) চড়কতলার পর এবার বৌবাজারের জাকারিয়া স্ট্রিটে ধুন্ধুমার। তৃণমূল কাউন্সিলরের উপর হামলার অভিযোগ উঠল নির্দল কাউন্সিলরের স্বামীর অনুগামীদের বিরুদ্ধে। যদিও অভিযুক্তর দাবি, দুষ্কৃতীদের এনে হামলা চালান তৃণমূল কাউন্সিলরই। দু’পক্ষের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে ২ অভিযুক্তর বাড়িতে সিবিআই। নরেন কান্দু ও সত্যবান প্রামাণিকের বাড়িতে সিবিআই। নরেন ও সত্যবানের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় গোয়েন্দারা। বাজেয়াপ্ত করা হল অপর অভিযুক্ত আসিক খানের বাইকও।
মহেশতলায় ভিলেজ পুলিশের মাথায় মদের বোতল ভাঙল মদ্যপ। রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে মদ কিনতে যাওয়ার প্রতিবাদ করতেই হামলার অভিযোগ। ভাঙা মদের বোতল দিয়ে ভিলেজ পুলিশের বুকে আঘাত। নববর্ষের রাতে মহেশতলার ময়নাগড়ের ঘটনা। হামলাকারীকে গ্রেফতার করেছে কালীতলা থানার পুলিশ।
শিবপুরের ফোরশোর রোডে ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। পুলিশ সূত্রে খবর, প্রসেনজিৎ সামন্ত নামে ওই এসআই বাগনানের বাড়ি থেকে স্কুটারে চড়ে হাওড়া আদালতে ডিউটি করতে যাচ্ছিলেন। শিবপুরের ফোরশোর রোডে বাইকে ধাক্কা মারে ট্রেলার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -