WB News Live Updates: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, এসএসসির চেয়ারম্যানের হলফনামা তলব হাইকোর্টের

WB News Live Updates: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 Mar 2022 02:34 PM
WB News Live Updates : সিমেস্টারে ১জন ছাত্র উত্তীর্ণ হতে না পারায় বসিরহাট কলেজে তাণ্ডব

সিমেস্টারে ১জন ছাত্র উত্তীর্ণ হতে না পারায় বসিরহাট কলেজে তাণ্ডব। টিএমসিপির বিরুদ্ধে কলেজে ভাঙচুর, শিক্ষক নিগ্রহের অভিযোগ। পড়ুয়াদের ক্ষোভ, এতে সংগঠনের কোনও যোগ নেই, অভিযোগ উড়িয়ে দাবি টিএমসিপির।

WB News Live : গরম পড়তেই রানিগঞ্জের একাধিক গ্রামে তীব্র জলসঙ্কট

গরম পড়তেই রানিগঞ্জের একাধিক গ্রামে তীব্র জলসঙ্কট। প্রতিবাদ জানাতে সরকারি আধিকারিককে খালি বোতলের মালা পরালেন তৃণমূল নেতা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, সাফাই পঞ্চায়েতের। ট্যাঙ্কারের সাহায্যে এলাকায় জল সরবরাহ করা হচ্ছে, জানাল ব্লক প্রশাসন।

WB News Live Updates : ‘নাম বদলে’ হুঁশিয়ারি

প্রকল্পে টাকা ঢালবে কেন্দ্র, আর কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজের নামে চালাবে রাজ্য! এটা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এমনটা চলতে থাকলে রাজ্যকে টাকা দেওয়া হবে না। কলকাতায় এসে এভাবেই সুর চড়ালেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল।

WB News Live : দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে জোড়া হত্যাকাণ্ড

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে জোড়া হত্যাকাণ্ড। ডাক্তার দেখানোর নাম করে ডেকে এনে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী। দুই স্ত্রী-র মধ্যে অশান্তির জেরে খুন বলে জেরায় স্বীকার করেছে অভিযুক্ত। এমনটাই দাবি তদন্তকারীদের।

WB News Live Updates : KYC আপডেটের নামে মেসেজ পাঠিয়ে প্রতারণা

KYC আপডেটের নামে মেসেজ পাঠিয়ে প্রতারণার অভিযোগ। হাওড়ার শিবপুরের বাসিন্দার অভিযোগ, লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য শেয়ার করতেই ৩ ধাপে ৯০ হাজার টাকা উধাও হয়ে যায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। এখনই সতর্ক হোন, বলছেন সাইবার বিশেষজ্ঞরা।

WB News Live : রাজ্যে আরও ৮টি নতুন থানা

রাজ্যে আরও ৮টি নতুন থানা। দমদম থানা ভেঙে নাগেরবাজার থানা গঠনের সিদ্ধান্ত। বীজপুর থানা ভেঙে জেটিয়া থানা গঠন। নৈহাটি থানা ভেঙে হালিশহর, শিবদাসপুর থানা গঠন। বেলঘরিয়া থানা ভেঙে কামারহাটি, দক্ষিণেশ্বর থানা। জগদ্দল থানা ভেঙে বাসুদেবপুর থানা গঠন। টিটাগড় থানা ভেঙে মোহনপুর থানা গঠনের সিদ্ধান্ত।

WB News Live Updates : এবিভিপি কর্মীকে মারধরের অভিযোগে উত্তপ্ত দঃ দিনাজপুরের তপন

এবিভিপি কর্মীকে মারধরের অভিযোগে উত্তপ্ত দঃ দিনাজপুরের তপন। থানায় অভিযোগ দায়েরের পরে বাড়িতে এসে মাকে হুমকি, হামলা চালানোর অভিযোগ। থানায় যাওয়ার সময় ফের হামলার অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।

WB News Live : মদন মিত্রর স্বরযন্ত্রে টিউমারের অস্ত্রোপচার হবে আগামীকাল

মদন মিত্রর স্বরযন্ত্রে টিউমারের অস্ত্রোপচার হবে আগামীকাল। টিউমারের অবস্থান জানার জন্য আজ তাঁর অপটিক্যাল ফাইবার ল্যারিঙ্গোস্কোপি করা হয়। গলায় ব্যাথা রয়েছে, কথা বলতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক।

WB News Live Updates : বাঁশদ্রোণীর এইচ এল সরকার রোডে ভস্মীভূত হয়ে গেল সুতোর কারখানা

বাঁশদ্রোণীর এইচ এল সরকার রোডে ভস্মীভূত হয়ে গেল সুতোর কারখানা। দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।  দমকলের ৩টি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

WB News Live : হরিদেবপুরে নিজের বাড়িতেই বেসরকারি সংস্থার কর্মীকে খুনের অভিযোগ

হরিদেবপুরে নিজের বাড়িতেই বেসরকারি সংস্থার কর্মীকে খুনের অভিযোগ।  শৌচালয় থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। বাড়িতে একাই থাকতেন ওই ব্যক্তি।  তদন্তে লালবাজারের হোমিসাইড শাখার পাশাপাশি সায়েন্টিফিক উইং ও ফরেন্সিক দল। 

WB News Live Updates : দুর্গাপুরে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল দুই কিশোরী

দুর্গাপুরে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল দুই কিশোরী।তার জেরে তৃণমূল নেতার নেতৃত্বে বেহাল রাস্তা সারানোর দাবিতে ঘণ্টাতিনেক ধরে চলল অবরোধ। পুরসভার টোল ট্যাক্স অফিসেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

WB News Live : ছাত্র নেতা আনিস খানের মৃত্যুতে বাম ছাত্র যুব সংগঠনের কলেজ স্ট্রিট থেকে মিছিল

ছাত্র নেতা আনিস খানের মৃত্যুতে বাম ছাত্র যুব সংগঠনের মিছিল, কলেজ স্ট্রিট থেকে শুরু হয়েছে মিছিল

WB News Live Updates : 'নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির শিকড় অনেক গভীরে, দোষীদের খুঁজে বের করতে হবে, মন্তব্য হাইকোর্টের

'নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির শিকড় অনেক গভীরে, দুর্নীতির হাজার হাজার ইঁদুর কমিশনকে কুরে কুরে খাচ্ছে’ দোষীদের খুঁজে বের করতে হবে, মন্তব্য হাইকোর্টের

WB News Live : জয়প্রকাশ-প্রসঙ্গে খোঁচা সুকান্তরও

‘বিজেপির বহিষ্কৃত সহ সভাপতি তৃণমূলের রাজ্য সহ সভাপতি’, বোঝাই যাচ্ছে বিজেপির দম আছে, জয়প্রকাশ-প্রসঙ্গে খোঁচা সুকান্তরও।

WB News Live Updates : জয়প্রকাশের তৃণমূলে যোগ নিয়ে পাল্টা আক্রমণে লকেট

‘তৃণমূলের সঙ্গে যাদের সেটিং, দল ছাড়লেই মঙ্গল, দলের মধ্যে এখনও ৩-৪জন আছেন, বিদায় হলেই মঙ্গল, যারা ভিতরে থেকে দলের নামে বদনাম করবে, সবাই বুঝতে পারছে’, জয়প্রকাশের তৃণমূলে যোগ নিয়ে পাল্টা আক্রমণে লকেট

WB News Live : হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তালাবন্ধ বিশ্বভারতীর হোস্টেল!

হাইকোর্টের নির্দেশের ২৪ ঘণ্টা পরও খুলল না বিশ্বভারতীর হস্টেল। রেজিস্ট্রারের অফিসের বাইরে অবস্থান পড়ুয়াদের। সেন্ট্রাল অফিসের বাইরে অপেক্ষায় কর্মীরা। 

WB News Live Updates : কালিয়াচক বিধ্বংসী আগুনে পুড়ে ছাই প্রায় ২৫টি ফলের দোকান

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ২৫টি ফলের দোকান। ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন । বুধবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার চৌরঙ্গী এলাকার ফল বাজারে।

WB News Live : শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, এসএসসির চেয়ারম্যানের হলফনামা তলব হাইকোর্টের

"নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির শিকড় অনেক গভীরে।" দোষীদের খুঁজে বের করতে হবে, মন্তব্য হাইকোর্টের। এসএসসির চেয়ারম্যানের হলফনামা তলব হাইকোর্টের। ১১ মার্চ বেলা ১২.৩০-এর মধ্যে হলফনামা পেশের নির্দেশ। সংরক্ষিত আসনের গণিত শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে ত্রুটি রয়েছে, মানল এসএসসি-র। 

WB News Live Updates : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরলেন ঘোলার সুন্দর চক্রবর্তী

ইউক্রেন ফেরত সুন্দর চক্রবর্তী। উত্তর ১৪ পরগনার ঘোলার শ্যামশ্রী পল্লির বাসিন্দা। সুন্দর ভিনিৎশিয়া ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পড়ুয়া। হাঙ্গেরি সীমান্ত পেরিয়ে সোমবার বাড়ি ফেরেন। ডাক্তারি পড়ার কী হবে? ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ইউক্রেন ফেরত পড়ুয়া।

WB News Live : ত্রিশঙ্কু পুরসভা দখলে জয়ী নির্দল প্রার্থীকে গোপন ডেরায় লুকিয়ে রাখার অভিযোগ বেলডাঙায়

পুরভোটের পরেও মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভায় অব্যাহত নির্দল-তরজা। ত্রিশঙ্কু পুরসভা দখলে জয়ী নির্দল প্রার্থীকে গোপন ডেরায় লুকিয়ে রাখার অভিযোগ তুললেন আরেক জয়ী নির্দল প্রার্থী। বেলডাঙা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ভরত ঝাওর নিজেও নির্দল হিসেবে ভোটে লড়ে জয়ী হয়েছেন। তাঁর দাবি, পুরভোটে জয়ী ৩ নির্দল প্রার্থী তৃণমূলকে নিঃশর্ত সমর্থনের আশ্বাস দিলেও তাঁদের মধ্যে শুধু ৩ নম্বর ওয়ার্ডের জয়ী নির্দল প্রার্থীকেই গোপন ডেরায় লুকিয়ে রাখা হয়েছে। দলের বিধায়কের ওপর ক্ষোভের কারণেই নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন বলে দাবি প্রাক্তন পুর চেয়ারম্যানের। অভিযোগ অস্বীকার বেলডাঙার তৃণমূল বিধায়কের। ১৪ আসনের বেলডাঙা পুরসভায় তৃণমূল ৭টি, বিজেপি ৩টি এবং নির্দল ৪টি ওয়ার্ডে জয়ী হয়েছে। >>

WB News Live Updates : সল্টলেকে কলকাতা পুলিশের আবাসনের ১১ তলা থেকে পড়ে কলেজ পড়ুয়ার মৃত্যু

সল্টলেকে কলকাতা পুলিশের আবাসনের ১১ তলা থেকে পড়ে কলেজ পড়ুয়ার মৃত্যু। মৃতের নাম পার্থসারথি পাল। মৃত সল্টলেকের AE ব্লকের বাসিন্দা। প্রতিবেশীদের দাবি, সকাল সোয়া ১০টা নাগাদ ভারী কিছু পড়ার আওয়াজ পান। এরপর বছর তেইশের ওই কলেজ পড়ুয়াকে আবাসনের নীচে পড়ে থাকতে দেখা যায়।বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ১১ তলা থেকে উদ্ধার মৃতের জুতো মাস্ক। মিলেছে মোবাইল ফোনও। আত্মহত্যা নাকি, অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ। 

WB News Live : রাজ্যপালের ভাষণের দিন অসংসদীয় কাজকর্ম, সাসপেন্ড ২ বিজেপি বিধায়ক

দুই বিজেপি বিধায়ক সাসপেন্ড। চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড দুই বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, সুদীপ মুখোপাধ্যায় সাসপেন্ড। রাজ্যপালের ভাষণের দিন অসংসদীয় কাজকর্মের জন্য সাসপেন্ড। সাসপেন্ড করা হল রাজ্যপালের ভাষণে বারবার ব্যাঘাত ঘটানোর জন্য।

WB News Live Updates : মদন মিত্রর ভোকাল কর্ডে টিউমার, আগামীকাল অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিত্সকদের

মদন মিত্রর ভোকাল কর্ড অর্থাৎ স্বরযন্ত্রে টিউমার। ভর্তি এসএসকেএমে। আগামীকাল অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিত্সকদের। হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে মদন মিত্রর রক্তের নমুনা সংগ্রহ করা হয়। একইসঙ্গে করোনা পরীক্ষার জন্যও নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আগামীকাল অস্ত্রোপচারের জন্য অপটিক্যাল ফাইবার ল্যারিঙ্গোস্কোপ যন্ত্র দিয়ে টিউমারের পুঙ্খানুপুঙ্খ অবস্থান যাচাই করার পরীক্ষা করা হবে। মদন মিত্রর জন্য তৈরি মেডিক্যাল বোর্ডে রয়েছেন ইএনটি বিভাগের অরুণাভ সেনগুপ্ত, এন্ডোক্রিনোলজি বিভাগের শুভঙ্কর চৌধুরী, ফুসফুস বিশেষজ্ঞ সোমনাথ কুণ্ডু-সহ আরও ৫টি বিভাগের বিশেষজ্ঞ চিকিত্সকরা।

WB News Live : বাজেট অধিবেশনের শুরুর দিনের ঘটনা প্রসঙ্গে মমতার করা মন্তব্যকে কটাক্ষ করে ট্যুইট রাজ্যপালের

পবিত্র বিধানসভার মধ্যে রাজ্যপালকে ‘ঘেরাও কিংবা অবরোধ’-এর প্রশংসা করার অথবা এর পিছনে কোনও যুক্তি খোঁজার কারণ থাকতে পারে না। কোথায় যাচ্ছি আমরা! কেনই বা এটা করা হচ্ছে! অধিবেশনকক্ষের ভিতরের ‘অব্যবস্থা’কে কি মাননীয় মুখ্যমন্ত্রী সাধুবাদ জানালেন! গণতন্ত্রকে প্রস্ফূটিত করতে আমাদের সবাইকে কাজ করতে হবে। গতকাল দলের সাংগঠনিক বৈঠকে বিধানসভার বাজেট অধিবেশনের শুরুর দিনের ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যকে কটাক্ষ করে ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের।

WB News Live Updates : আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও খুলল না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেল

আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও খুলল না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেল। আদালতের নির্দেশের ২৪ ঘন্টা পরেও খুলল না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেল। তালাবন্ধ সেন্ট্রাল অফিস এবং সেন্ট্রাল লাইব্রেরিও। টানা দশদিন ধরে অবস্থান বিক্ষোভ ছাত্রদের। রেজিস্ট্রারের অফিসের সামনে চলছে বিক্ষোভ

WB News Live : মদন মিত্রের ভোকাল কর্ডে টিউমার, অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে মেডিক্যাল বোর্ড

মদন মিত্রের ভোকাল কর্ডে টিউমার, ভর্তি এসএসকেএমে। অস্ত্রোপচারের সিদ্ধান্ত এসএসকেএমের চিকিত্সকদের। কাল অস্ত্রোপচার হবে কিনা, সিদ্ধান্ত নিতে আজ বৈঠক । সকাল ১১টায় বৈঠকে বসবে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড। মদন মিত্রর রক্তের নমুনা সংগ্রহ। করোনা পরীক্ষার জন্যও নমুনা সংগ্রহ ।

WB News Live Updates : দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা ২ কিশোরীর, দুর্গাপুরে বেহাল রাস্তা সারানোর দাবিতে অবরোধ

দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা দুই কিশোরীর।  দুই পণ্যবাহী ডাম্পারের রেষারেষি থেকে অল্পের জন্য রক্ষা। তার জেরে দুর্গাপুরে বেহাল রাস্তা সারানোর দাবিতে ঘণ্টাতিনেক ধরে অবরোধ। দুর্গাপুর পুরসভার টোল ট্যাক্স অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্থানীয়দের। বিক্ষোভের নেতৃত্বে তৃণমূলের বরো চেয়ারম্যানের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভা ও আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের টানাপোড়েনের জেরে দীর্ঘদিন ধরে বেহাল ২৯ নম্বর ওয়ার্ডের সগরভাঙা এলাকায় বনফুল সরণি। পুরসভা ও ADDA-র ঘাড়ে দায় চাপানোর পাশাপাশি এলাকার বিজেপি সাংসদ ও বিধায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতার ছেলে। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live : হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েত আধিকারিককে মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে

১০০ দিনের কাজের বিল পাসে দেরি হওয়া নিয়ে বচসার জেরে পঞ্চায়েত আধিকারিককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ঠিকাদারি করেন তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলে শেখ হাসিদুল। অভিযোগ, বিল পাসে দেরির কথা বলে তিনি গতকাল পঞ্চায়েত আধিকারিক পার্থ দেব উপাধ্যায়কে মারধর করেন। হাসপাতালে ভর্তি পঞ্চায়েত আধিকারিক। হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পলাতক। এই ঘটনায় অস্বস্তিতে তৃণমূল। কটাক্ষ করেছে বিজেপি।

WB News Live Updates : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন ঝাড়গ্রামের রঘুনাথপুরের রূপম

আতঙ্কে বাঙ্কারে কাটাতে হয়েছে। পরিবারের কেটেছে নিদ্রাহীন রাত। অবশেষে ফিরল স্বস্তি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন ঝাড়গ্রামের রঘুনাথপুরের রূপম মণ্ডল। ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিলেন রূপম। আরও অনেক ভারতীয় পড়ুয়ার মতোই আটকে পড়েছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে বাড়ি ফিরে আসেন রূপম। খুশি পরিবারের সদস্যরা।

WB News Live : ইছাপুরে মহিলা খুনের ঘটনায় ২ দিনের মধ্যে কিনারা , গ্রেফতার অভিযুক্ত

ভিখারিকে টাকা দিতে রাজি না হওয়ায় একাকী মহিলাকে খুন। উত্তর ২৪ পরগনার ইছাপুরে মহিলা খুনের ঘটনায় ২ দিনের মধ্যে কিনারা করল পুলিশ। গ্রেফতার অভিযুক্ত। রবিবার বাড়ি থেকে উদ্ধার হয় ৭২ বছরের সিক্তা চট্টোপাধ্যায়ের গলাকাটা মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, অসহায়, দুঃস্থদের টাকাপয়সা দিয়ে সাহায্য করতেন মহিলা। অভিযুক্ত  তাঁর কাছে ভিক্ষা নিতে আসত। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকবছর আগে ছিনতাই করতে গিয়ে পা কাটা যায় ধৃত অঞ্জন চৌধুরীর। মহিলা তাঁকে নকল পায়ের জন্য ১৫ হাজার টাকা দেবেন প্রতিশ্রুতি দেন। অভিযোগ, রবিবার সেই টাকা চাইতে আসে অভিযুক্ত। এ নিয়ে মহিলার সঙ্গে বচসার জেরে গলায় শাড়ির আঁচল পেঁচিয়ে শ্বাসরোধ করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে ফল কাটার ছুরি দিয়ে গলার নলি কেটে দেয় বলে অভিযোগ

WB News Live Updates : তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদেরই অনাস্থা হাবড়ার পঞ্চায়েতে !

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদেরই অনাস্থা! পুরভোট মিটতেই চেনা ছবি ফিরল বাংলার গ্রামীণ রাজনীতিতে। উত্তর ২৪ পরগনার হাবড়ার কুমড়া গ্রামপঞ্চায়েতে দলীয় প্রধানের অপসারণ চেয়ে বিডিওকে অনাস্থাপত্র দিলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা।

WB News Live : জামুড়িয়ায় সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু ১০ বছরের বালকের

জামুড়িয়ার বাহাদুরপুরের একটি বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল ১০ বছরের বালকের। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ ভেঙে পড়ে। চাপা পড়ে আহত হন একই পরিবারের ৬ জন। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেয় দয়াময় মণ্ডলের বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ হয়। স্থানীয়রাই বাড়ির বাসিন্দাদের উদ্ধার করে বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। বালকের মৃত্যুতে স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিকাঠামো না থাকার অভিযোগে তৈরি হয় উত্তেজনা। জামুড়িয়া-পাণ্ডবেশ্বর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পুলিশের আশ্বাসে একঘণ্টা পর অবরোধ ওঠে।  

WB News Live Updates : জোড়াবাগানে লরির ধাক্কায় মৃত্যু পথচারীর

জোড়াবাগানে লরির ধাক্কায় মৃত্যু হল পথচারীর। মঙ্গলবার মধ্যরাতে যদুলাল স্ট্রিটে এক পথচারীকে ধাক্কা মারে একটি লরি।  তাঁকে উদ্ধার করে পিজি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। পলাতক চালক। 

WB News Live : হরিদেবপুরে বাড়ি থেকে উদ্ধার ব্যক্তির রক্তাক্ত ও পচাগলা মৃতদেহ

হরিদেবপুর থানা এলাকার চকরামপুরে, বাড়ি থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত ও পচাগলা মৃতদেহ। মৃতের নাম বাপ্পা ভট্টাচার্য। বয়স ৫০ বছর। তাঁর স্ত্রী কর্মসূত্রে ব্যাঙ্গালোর ও বিবাহিত মেয়ে সোদপুরে থাকেন। পুলিশ সূত্রে খবর, দু-দিন ধরে বাবা ফোন না ধরায় এক প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করেছিলেন মৃতের মেয়ে। মঙ্গলবার বিকেলে ওই প্রতিবেশী বাড়িতে গিয়ে দেখেন, দু-তলার ঘরে মৃত অবস্থায় পড়ে আছেন ওই ব্যক্তি। ঘরের দরজা ভেজানো ছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খুন না অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

WB News Live Updates : ভোকাল কর্ডে সমস্যা নিয়ে এএসকেএমে ভর্তি মদন মিত্র

হঠাৎ অসুস্থ মদন মিত্র। ভোকাল কর্ডে সমস্যা নিয়ে ভর্তি হলেন এএসকেএমে।

প্রেক্ষাপট

কলকাতা : পরীক্ষায় ফেল করেও গ্রুপ ডি চাকরি ! গ্রুপ ডি-তে (Group D) ৯০ জনের ভুয়ো চাকরি মামলা। এসএসসি রিপোর্ট (SSC Report) অসম্পূর্ণ, ফের রিপোর্ট তলব হাইকোর্টের । নির্দিষ্ট ৩ প্রশ্নের উত্তর চাইল আদালত। মেধা তালিকা না থেকেও চাকরি কীভাবে ? মেধা তালিকায় পিছনে থাকাদের নিয়োগ কীভাবে ? জাতিগত সংরক্ষণ মানা হয়েছে ? ১৭ মার্চের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ এসএসসি কে, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।


পানীয় জলের সংকট না মেটায়, জনস্বাস্থ্য কারিগরি দফতরের ইঞ্জিনিয়ারকে খালি জলের বোতলের মালা পরালেন তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির সভাপতি। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। দীর্ঘদিন ধরেই একাধিক গ্রামে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে জানানো হয়েছে, পাইপলাইনে সমস্যার কারণেই এই সংকট দেখা দিয়েছে। এদিন ইঞ্জিনিয়ার এলাকায় গেলে, তাঁকে খালি বোতলের মালা পরিয়ে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া। হাতে খালি বালতি নিয়ে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় ইঞ্জিনিয়ারকে।


বন্যপ্রাণী সংরক্ষণ আইন ভাঙার অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের। ১৫ জানুয়ারি শিকল বাঁধা অবস্থায় বেজির সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ ওঠে শ্রাবন্তীর বিরুদ্ধে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তলব অভিনেত্রীকে। জিজ্ঞাসাবাদের পর শ্রাবন্তীর দাবি, 'শ্যুটিং করছিলাম, কারও একটা বেজি ছিল। আমি ধরে আদর করছিলাম।'


রাজ্য মন্ত্রিসভায় দফতরের রদবদল হল।  পরিবহণের পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব গেল ফিরহাদ হাকিমের হাতে। এতদিন পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে। চন্দ্রিমাকে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হল। এই রদবদলের ফলে মন্ত্রিসভায় বাড়তি দায়িত্ব পেলেন ফিরহাদ।  


যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে প্রাণ হাতে করে কোনওরকমে দেশে ফিরেছেন দুর্গাপুরের যমজ বোন। দেশে ফিরেও সেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। এবার মেডিক্যাল কোর্সের কী হবে? তা নিয়েই বাড়ছে দুশ্চিন্তা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.