West Bengal News Live Updates: রাজধানী এক্সপ্রেসে সোনা পাচারের ছক ! বর্ধমান স্টেশন থেকে উদ্ধার প্রায় ৩ কেজি বাট
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
রাজধানী এক্সপ্রেসে সোনা পাচারের ছক! বিপুল পরিমাণ সোনাপাচারের ছক বানচাল। বর্ধমান স্টেশন থেকে উদ্ধার প্রায় ৩ কেজি সোনার বাট।শিয়ালদা-অমৃতসর এক্সপ্রেস ও হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে তল্লাশি। শুল্ক দফতর ও আরপিএফের যৌথ অভিযান। উত্তরপ্রদেশের মেরঠের দুই যুবকের থেকে ৩টি সোনার বাট উদ্ধার।
পুলিশের সাহায্যেই গরু পাচারের বিস্ফোরক দাবি শুভেন্দুর। আসানসোল-রানিগঞ্জ-বাঁকুড়া সার্কিট ব্যবহারের অভিযোগ। বিএসএফ কী করছে? পাল্টা প্রশ্ন তৃণমূলের।
সাকেত-ইস্যুতে নির্বাচন কমিশনের যাচ্ছে তৃণমূল। জনপ্রনিধিত্ব আইন ভেঙে সাকেতকে গ্রেফতারের অভিযোগ। কাল নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের ৫ সদস্যের সংসদীয় দল। প্রতিনিধি দলে আছেন সৌগত, কল্যাণ, ডেরেক, সুখেন্দুশেখর ও মৌসম।
টেট দিয়ে ফেরার পথে মুর্শিদাবাদে দুর্ঘটনা। বহরমপুর থেকে জঙ্গিপুরে ফেরার পথে দুর্ঘটনা। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, জখম ৩ পরীক্ষার্থী
TET-এর অ্যাডমিট কার্ডে ঠিকানা ভুল থাকায় চরম ভোগান্তিতে পড়তে হল পরীক্ষার্থীদের। কেউ দেরি করে পৌঁছলেন পরীক্ষাকেন্দ্রে। কারও আবার পরীক্ষাই দেওয়া হল না। যদিও, পর্ষদ সূত্রে দাবি করা হয়েছে, পরিবর্তিত পরীক্ষা কেন্দ্রের কথা ওয়েবসাইটে জানানো হয়েছিল।
টেটের শেষেও দেশপ্রিয় পার্কের তীর্থপতি ইনস্টিটিউশনে অশান্তি। বায়োমেট্রিক মেশিন খারাপ হয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের বিক্ষোভ । বিক্ষোভের জেরে অসুস্থ এক পরীক্ষার্থী। এখনও কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। ৫ বছর পরেও নির্বিঘ্নে হল না টেট, দিনভর দুর্ভোগ।
হাওড়ার ডোমজুড়ের মাকড়দহে তৃণমূলের কর্মিসভায় হাতাহাতি। হাওড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পুরনো কর্মীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগে ক্ষোভ।
জগৎবল্লভপুরের তৃণমূলের ব্লক সভাপতি-ঘনিষ্ঠদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এরপরই দু'পক্ষের মধ্যে বচসা-হাতাহাতি। জখম উভয়পক্ষের দুই তৃণমূল কর্মী
পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা উদ্ধার গলসিতে । আজ ফের ১টি জারিকেন ভর্তি বোমা উদ্ধার গলসির পুরষায়। মোট ৩০টি তাজা বোমা উদ্ধার করল বম্ব স্কোয়াড। বোমাগুলিকে নিষ্ক্রিয় করল সিআইডির বম্ব স্কোয়াড। গতকাল ৪টি জারিকেন ভর্তি বোমা উদ্ধার হয়
শুভেন্দুর মুখে ফের ডিসেম্বর-সাসপেন্স। `আরও কোণঠাসা হবে সরকার, অর্থনৈতিক দেউলিয়া হবে সরকার`। গরুপাচারকাণ্ডে আরও গ্রেফতার হবে, হুঙ্কার বিরোধী দলনেতার
৫ বছর পর একদিকে যখন রাজ্যে প্রাথমিকে টেট হল, অন্যদিকে তখন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্না অবস্থানে ২০১৪ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।
নন্দীগ্রামে গিয়ে ডিসেম্বর-ডেডলাইন নিয়ে শুভেন্দুকে আক্রমণে কুণাল। শ্যামল আদকের গ্রেফতারি নিয়ে শুভেন্দুকে পাল্টা আক্রমণে কুণাল। বেইমান বলে শুভেন্দু অধিকারীকে আক্রমণে কুণাল ঘোষ।
দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই ৫ বছর পরে রাজ্যে প্রাথমিকের টেট সম্পন্ন হল। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া পরীক্ষা শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে। যাদবপুর বিদ্যাপীঠে পরীক্ষার্থীদের ঢুকতে না দেওয়ার অভিযোগে বিশৃঙ্খলা। বিধাননগরের একটি স্কুলেও একই অভিযোগে উত্তেজনা ছড়ায়। কয়েকটি জেলা থেকে বিক্ষিপ্ত বিশৃঙ্খলার খবর এসেছে।
দমদমের নাগেরবাজারে ভরদুপুরে বৃদ্ধার রহস্যমৃত্যু। ছাতাকল এলাকায় বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধা। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা।
'মাথায় আঘাতের চিহ্ন রয়েছে'। লুঠের উদ্দেশ্যে খুন বলে অভিযোগ পরিবারের। 'দুপুরে বাগান পরিষ্কার করতে বাড়িতে আসে এক ব্যক্তি'। 'বিকেলে বৃদ্ধার আর্তনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা'। 'রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা'। খুন করা হয়েছে বৃদ্ধাকে, অভিযোগ পরিবারের।
খোয়া গিয়েছে সোনার গয়না, দাবি পরিবারের।
কামারহাটিতে তৃণমূল কর্মীর ওপর হামলা। তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ পরিবারের। জনবহুল এলাকায় তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্রের কোপ।
গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নিয়ে এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল নেতৃত্বের।
চিংড়িঘাটার পর শিয়ালদা, ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য । টেট পরীক্ষা চলাকালীন টাকি বয়েজের সামনে বেপরোয়া গতির তাণ্ডব । পরপর বাইক ও গাড়িতে ধাক্কা বেপরোয়া গাড়ির। আহত বাইক আরোহী সহ ২।
টেট বয়কট করে এসএলএসটি চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন মুর্শিদাবাদের এক চাকরিপ্রার্থী। চাকরিপ্রার্থী শহিদুল্লার প্রশ্ন মেধা তালিকা ভুক্ত হয়ে তাঁর চেয়ে কম নম্বর পাওয়া প্রার্থীরা চাকরি করছেন কীভাবে?
৩ দিন পার, অনশনে অনড় মেডিক্যাল কলেজের পড়ুয়ারা । জট কাটাতে মঙ্গলবার স্বাস্থ্যভবনে বৈঠক । স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠক কলেজ কর্তৃপক্ষ ও আন্দোলনরত পড়ুয়াদের। মঙ্গলবারের বৈঠকে থাকবেন স্বাস্থ্যসচিবও।
অ্যাডমিট কার্ডে ঠিকানা ভুল। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থেকে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় চলে যান পরীক্ষার্থী। তাঁর দাবি, সেখানে পৌঁছে জানতে পারেন পরীক্ষা কেন্দ্র কল্যাণনগর বিদ্যাপীঠ খড়়দায়। কোনওমতে আমতলা থেকে খড়দার পরীক্ষা কেন্দ্রে পৌঁছন পরীক্ষার্থী। যদিও অনেকে ওই পরীক্ষাকেন্দ্রে সঠিক সময়েই পৌঁছেছেন
নিশ্ছিদ্র নিরাপত্তায় সম্পন্ন হল প্রাথমিক টেট পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে গেলেন খোদ পর্ষদ সভাপতি গৌতম পাল। ঘুরে দেখলেন ব্যবস্থাপনা।
মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বিক্ষোভ অবস্থানে ২০১৪ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের মধ্যে অনেকে গেছেন টেট পরীক্ষা দিতে।
টেট বানচাল করতে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ শিক্ষামন্ত্রীর। 'আজও ভুয়ো প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ছড়ানো হয়েছিল। সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছে পর্ষদ', কোথাও টেটের প্রশ্ন ফাঁস হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শুরু হল প্রাথমিকের টেট পরীক্ষা। ১২টা থেকে আড়াই ঘণ্টা পরীক্ষা। পাঁচ বছর পর রাজ্যে টেট হচ্ছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় পরীক্ষা।
১১টার পরেও পরীক্ষাকেন্দ্রের বাইরে অনেক টেট পরীক্ষার্থী। কেউ ঢুকতে পারলেন, অনেকে ঢুকতে পারলেন না পরীক্ষাকেন্দ্রে। সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের উপর সিদ্ধান্তের ভার ছাড়ল পর্ষদ: সূত্র।
ঘোষণা হয়ে গিয়েছে আগেই। সেই মতো শীঘ্রই বারাণসীর ধাঁচে কলকাতায় শুরু তেহ চলেছে গঙ্গা আরতি। গঙ্গা আরতির জন্য কলকাতার বাবুঘাটকে চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। এই ঘাটেই দুর্গাপ্রতিমা বিসর্জন হয়। ইতিমধ্যেই শুরু হয়েছে গঙ্গা আরতির প্রস্তুতি। পুরসভা জানিয়েছে, গঙ্গা আরতির গ্রাফিকাল ডিজাইন তৈরি করা হয়েছে। গঙ্গামূর্তি ও যে প্রদীপদানি ব্যবহার করা হবে, তা নির্বাচনও হয়ে গিয়েছে।
তিনদিন পার। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশনে অনড় কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। গতকাল রাতে অনশন মঞ্চে হাজির হন স্বাস্থ্য দফতরের কর্তারা। সমাধান সূত্র মেলেনি। ২২ ডিসেম্বরই ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে বলে ফের একবার দাবি করেছেন আন্দোলনরত মেডিক্যাল পড়ুয়ারা। পাশাপাশি, পড়ুয়াদের হেনস্থাকারী চিকিৎসক-অধ্যাপকের শাস্তি ও ঘেরাও চলাকালীন কলকাতা মেডিক্যাল কলেজের সেন্ট্রাল ল্যাবরেটরি বন্ধ রেখে রোগীদের ভোগান্তির জন্য কারা দায়ী, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
লালবাগের সদরঘাটে ঝুঁকি নিয়ে নৌকা পারাপার। সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে অনিশ্চয়তা। কোথাও আবার যানজটে আটকে পরীক্ষার্থীরা।
টেট পরীক্ষা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা। ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ ছয় জেলায়। দুই মেদিনীপুর, দুই দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদে ইন্টারনেটে নিয়ন্ত্রণ।
আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের কিংপিন গ্রেফতার। পাচারের সময় গ্রেফতার। মণিপুর থেকে উত্তরবঙ্গ হয়ে বাংলায় মাদক পাচারের চেষ্টা চলছিল।
বহরমপুরে যানজটে টেট পরীক্ষার্থীরা। রাজ্য সরকারের তরফে পরিষেবা বাড়ানোর নির্দেশ। সরকারি, বেসরকারি বাস, ট্রেন, মেট্রো পরিষেবা নির্বিঘ্ন করার প্রচেষ্টা।
মেট্রোর পিলারে ধাক্কা বেপরোয়া গাড়ির। ফের দুর্ঘটনা চিংড়িঘাটায়। আহত ৪।
ছাত্র সংসদের নির্বাচন-সহ ৩ দফা দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজে অনির্দিষ্টকালের জন্য অনশন অব্যাহত। এরই মধ্যে অসুস্থ কয়েকজন পড়ুয়া। জট কাটাতে শনিবার সন্ধেয় হাসপাতালে যান, স্বাস্থ্যসচিব।
আজ প্রাথমিকের টেট। পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে বলে, বিস্ফোরক অভিযোগ করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। নজর রাখতে খোলা হয়েছে কন্ট্রোলরুম। আগাম প্রশ্ন জানাতে ১০ লক্ষ টাকা চেয়ে পরীক্ষার্থীদের কাছে ফোন আসছে। পাল্টা চাঞ্চল্যকর দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
প্রেক্ষাপট
কলকাতা: আজ প্রাথমিকের টেট (Primary TET)। পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে বলে, বিস্ফোরক অভিযোগ করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। নজর রাখতে খোলা হয়েছে কন্ট্রোলরুম। আগাম প্রশ্ন জানাতে ১০ লক্ষ টাকা চেয়ে পরীক্ষার্থীদের কাছে ফোন আসছে। পাল্টা চাঞ্চল্যকর দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
ছাত্র সংসদের নির্বাচন-সহ ৩ দফা দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College Strike) অনির্দিষ্টকালের জন্য অনশন অব্যাহত। এরই মধ্যে অসুস্থ কয়েকজন পড়ুয়া। জট কাটাতে শনিবার সন্ধেয় হাসপাতালে যান, স্বাস্থ্যসচিব।
বাস করছেন পাকা বাড়িতে। অথচ নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পের তালিকায়! বেনিয়ম সন্দেহে পাকা বাড়ির ছবি তুলেছিলেন পঞ্চায়েত কর্মী। রেগে অগ্নিশর্মা বাড়ির মালিক। প্রশাসনের নির্দেশে সার্ভে চলাকালীন এবার সরকারি কর্মীকে হেনস্থার অভিযোগ উঠল হুগলির গোঘাটে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
তমলুকের কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ব্যাঙ্কের চেয়ারম্যানকেই নিশানা করলেন বিরোধী দলনেতা। জবাব দিয়েছেন তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানও।
বৈষ্ণবঘাটায় তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুললেন এক দোকান মালিক। দোকানের বাইরে গ্রিল লাগাতে গেলে মারধরের পাশাপাশি, ২ লক্ষ টাকা চাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। কমন প্যাসেজে গ্রিল লাগানোয় আবাসিকরাই আপত্তি জানান বলে দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর।
তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত এখনও। এবার এনিয়ে ট্যুইটে সরব হয়েছেন বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -