West Bengal News Live Updates: মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বান
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময়ই আছড়ে পড়ে হড়পা বান। এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। তবে বাড়তে পারে মৃতের সংখ্যা। নিখোঁজ অনেকে। NDRF-কে উদ্ধারকাজে নামানো হয়েছে।
দুর্গা প্রতিমা বিসর্জন করতে গিয়ে মুর্শিদাবাদের সাটুইয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে মোট দুই জনের। অন্য ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদেরই সামসেরগঞ্জের ধুলিয়ানে। ওই এলাকার কাঞ্চনতলা গঙ্গাঘাটে এই ঘটনা ঘটেছে। সেখানে প্রতিমা বিসর্জন করতে গিয়ে নৌকা থেকে জলে পরে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির।
মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বান নিখোঁজ প্রায় ৩০ থেকে ৪০ জন। মৃত দুজন, জানালেন জেলাশাসক। প্রশাসন সূত্রে খবর, মালবাজার শহর ও চা বাগান সংলগ্ন অঞ্চল থেকে বেশ কিছু পুজো কমিটি মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের জন্যে এসেছিল। উদ্ধারকাজের জন্য নামানো হচ্ছে এনডিআরএফকে।
বিসর্জনের সময় বাবুঘাটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে পুরসভার পে লোডারের ধাক্কায় আহত এক শিশু। পে লোডারের চালককে বেধড়ক মারধর করেন এক বারোয়ারির সদস্যরা। মার খান পুরসভার এক কর্মীও। কোনওক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে বিসর্জনের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম।
নর্থ বম্বে সর্বজনীনের মুখার্জি বাড়ির পুজোয় ঢাকের তালে পা মেলালেন পরিচালক অনুরাগ বসু।
সল্টলেকে ইজেডসিসি-র পুজো। দেবীবরণ, সিঁদুর খেলায় মাতলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আরামবাগে পারুল মিলন মঞ্চ ক্লাবে দেবী বরণ করে সিঁদুর খেলায় সামিল হন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। দক্ষিণেশ্বরে সিঁদুরখেলায় মাতলেন লকেট চট্টোপাধ্যায়।
রীতি মেনে বেলুড়মঠে প্রতিমা বিসর্জন। সকালে মঠে হয় দশমী পুজো। রীতি মেনে ঘট বিসর্জনের পর দর্পণে হয় দেবী দর্শন। বিকেলের পর মূল মন্দিরে সন্ধ্যারতির পর শুরু হয় বিসর্জনের প্রস্তুতি। শেষে ঢাক-ঢোল বাজিয়ে সন্ন্যাসী ও মহারাজদের শোভাযাত্রা, জয়ধ্বনি দিয়ে দেবীকে নিয়ে যাওয়া হল শ্রীশ্রীমায়ের ঘাটে।
হাজরা পার্কের উমা বরণের পর সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
অশুভ শক্তির বিনাশ। শুভ শক্তির জয়। দিল্লি থেকে দেহরাদুন, দুর্গাপুর থেকে খড়গপুর। দেশের বিভিন্ন প্রান্তে রীতি মেনে রাবণ দহন।
দক্ষিণেশ্বরে সিঁদুর খেলায় মাতলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
একসময় একদলে থাকলেও, এখন দু’জনই আলাদা দলে। একজন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অপরজন প্রবীর ঘোষাল, তিনি আছেন বিজেপিতে। বিসর্জনের দিন দু’জনকেই দেখা গেল একসঙ্গে। আগের মুডে। শ্রীরামপুরের ৫ ও ৬-এর পল্লি পুজোর বিসর্জনে দু’জনেই একসঙ্গে পা মেলালেন ঢাকের তালে।
বিসর্জন চলাকালীন বাবুঘাটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ধাক্কা মারে কলকাতা পুরসভার পে-লোডার। এরপরই উত্তেজনা ছড়ায়। পে লোডার চালককে মারধর করা হয়। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পুর কর্মীরাও। ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম।
জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজোর বয়স ৫১৩ বছর। দুই ভাই বিশু ও শিশু সিংহ অসমে পুজো শুরু করেন। এঁদের পরবর্তী প্রজন্মের হাত ধরে কোচবিহার রাজবাড়ি ও জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে পুজো শুরু হয়। বৈকুণ্ঠপুর রাজবাড়িতে দেবী প্রতিমা তপ্ত কাঞ্চন বর্ণের। দশমীর দিন প্রতিমা বিসর্জনের আগে শূন্যে গুলি ছুড়ে দেবীকে সম্মান জানান রাজ পরিবারের সদস্যরা। সিঁদুর খেলার পর রথে চাপিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রথা মেনে নিরঞ্জনে অংশ নেন রাজ পরিবারের সদস্যরা।
হাসিমুখে উমা বিদায়। বরণের পর দেবীপ্রতিমার বিসর্জনের জন্য প্রস্তুত মল্লিকবাড়ির সদস্যরা।
বালিগঞ্জ সার্কুলার রোডের একটি আবাসনে দেবীবরণ করলেন অভিনেত্রী পাওলি দাম।
আজ দশমী। রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ির পুজো ২৮৭ বছরের পুরনো। বিদায় বেলায় রাজবাড়ির সদস্যদের সঙ্গে সিঁদুরখেলায় মাতলেন মহিলারা। এখানে মায়ের দর্পণে বিসর্জন হয়।
মন্ত্রী মানস ভুঁইয়ার বাড়ির পুজোর বয়স সাড়ে ৪০০ বছরের বেশি। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের কোলন্দা গ্রামে ভুঁইয়া বাড়ির পুজোয় মিশে আছে ঐতিহ্য ও সাবেকিয়ানা। কথিত আছে, ভুঁইয়া পরিবারের পূর্বপুরুষ বর্গীদের অত্যাচার থেকে বাঁচতে কেলেঘাই নদীর পাড়ে বসবাস শুরু করেন। সেখানেই দুর্গাপুজো শুরু হয়। পরে স্বপ্নাদেশ পেয়ে দেবীকে নিজেদের বাড়ি সংলগ্ন মন্দিরেই প্রতিষ্ঠা করেন তাঁর উত্তরসূরীরা। একসময় শূন্যে গুলি ছুড়ে কুমারী পুজো ও সন্ধি পুজো শুরু হত। এখনও পুজো উপলক্ষ্যে দেশবিদেশ থেকে জড়ো হন ভুঁইয়া পরিবারের সদস্যরা।
উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের পুজোর বয়স ৮৬ বছর। এবারের থিম, বর্ষামঙ্গল। হিরের গয়নায় সাজানো হয়েছে প্রতিমাকে। যা দেখতে দশমীর সকালেও মণ্ডপে উপচে পড়া ভিড়। শুক্রবার দেবী বরণ ও সিঁদুর খেলা।
বিসর্জন চলাকালীন বাবুঘাটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ধাক্কা মারে কলকাতা পুরসভার পে লোডার। একজন জখম হওয়ার আশঙ্কা। এরপরই উত্তেজনা ছড়ায়। পে লোডার চালককে মারধর করা হয়। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পুর কর্মীরাও। পুলিশের সামনেই মারধর করা হয় বলে পুর কর্মীদের অভিযোগ। এদিন বিসর্জন উপলক্ষ্যে গঙ্গার ঘাটে পুলিশি নিরাপত্তা ছিল ঢিলেঢালা।নিরঞ্জনের সময় নিয়ম না মেনে প্রচুর মানুষ ঘাটের ধারে ভিড় করেন।
সল্টলেকের ইজেডসিসি-তে বঙ্গ বিজেপির দুর্গাপুজো। দশমীর সকালে শুরু হয়েছে সিঁদুর খেলা। প্রতিমা বরণ করে ঢাকের তালে, মহিলাদের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁকে দেখতে হাসপাতালে ছুটলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। চিকুনগুনিয়ায় আক্রান্ত ডোনা। ভর্তি রয়েছেন বেসরকারি হাসপাতালে।
রাজ্যবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "নিশ্চয়ই দশমীতে মন খারাপ হয়। কিন্তু মা আসবেন বলে আমরা উৎসাহিত হয়। এটা মায়ের চলে যাওয়া নয়, মা আমাদের মনেই থাকেন।"
প্রাণের উৎসবে কাছাকাছি দুই বাংলা। বিজয়া দশমীতে মিলনোত্সবের সাক্ষী ইছামতী। এপারে টাকি, ওপারে সাতক্ষীরা।মাঝখানে ইছামতী। এদিন আন্তর্জাতিক জলসীমার নিয়ম মেনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এরপর এপার-ওপার বিজয়ার শুভেচ্ছা বিনিময়।
অসুস্থ ডোনা গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডস হাসপাতালে ভর্তি সৌরভ-পত্নী। সূত্রের খবর, চিকুনগুনিয়ায় আক্রান্ত ডোনা।
বসিরহাটের টাকির রায় চৌধুরীদের পুবের বাড়ির দুর্গাপুজো। দশমী পুজো শেষ হওয়ার পর সিঁদুর খেলায় মাতেন বাড়ির মহিলারা। এরপর রাজবাড়ির দালান থেকে ২৪ জন বাহকের কাঁধে চড়ে ইছামতী নদীর রাজবাড়ি ঘাটে নিয়ে গিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
আজ উমাকে বিদায় জানানোর পালা। সকাল থেকেই শোভাবাজার রাজবাড়িতে শুরু হয়েছে বিসর্জনের প্রস্তুতি৷
দশমীর সকালে পুজোর পর দর্পণে বিসর্জন হয়। এরপর প্রতিমাকে বরণ করে, কনকাঞ্জলি দিয়ে বিদায় জানানো হয় মহামায়াকে৷ এরপর বাহকের কাঁধে চেপে, শোভাবাজার রাজবাড়ি থেকে শোভাযাত্রা করে বাগবাজার ঘাটে রওনা দেন ঘরের মেয়ে।
আরামবাগ পুরসভার ২ নম্বর ওয়ার্ডে নিজের পাড়ায় পারুল মিলন মঞ্চ ক্লাবে দেবী বরণ করে সিঁদুর খেলায় মাতলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার।
পুজো শেষে হাসি মুখে মাকে বিদায়৷ মিষ্টি মুখ, সিঁদুর খেলা, কোলাকুলি দিয়ে শারদোৎসবের সমাপ্তি হল চোরবাগানের চট্টোপাধ্যায় বাড়িতে৷ বিদায় পর্ব কানে কানে বলে দেওয়া, আবার এসো মা।
মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ির পুজো ৩০০ বছরের বেশি পুরনো। সকাল থেকে শুরু হয়েছে দেবী বরণের প্রস্তুতি। মাকে বরণ করার পর শুরু হয় সিঁদুর খেলা। এরপর দর্পণে বিসর্জন। দুপুরের পর কাটি গঙ্গায় প্রতিমা নিরঞ্জন হবে।
মন্ত্রী মানস ভুঁইয়ার বাড়ির পুজোর বয়স সাড়ে ৪০০ বছরের বেশি। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের কোলন্দা গ্রামে ভুঁইয়া বাড়ির পুজোয় মিশে আছে ঐতিহ্য ও সাবেকিয়ানা। কথিত আছে, ভুঁইয়া পরিবারের পূর্বপুরুষ বর্গীদের অত্যাচার থেকে বাঁচতে কেলেঘাই নদীর পাড়ে বসবাস শুরু করেন। সেখানেই দুর্গাপুজো শুরু হয়। পরে স্বপ্নাদেশ পেয়ে দেবীকে নিজেদের বাড়ি সংলগ্ন মন্দিরেই প্রতিষ্ঠা করেন তাঁর উত্তরসূরীরা। একসময় শূন্যে গুলি ছুড়ে কুমারী পুজো ও সন্ধি পুজো শুরু হত। এখনও পুজো উপলক্ষ্যে দেশবিদেশ থেকে জড়ো হন ভুঁইয়া পরিবারের সদস্যরা।
৫০০ বছরেরও বেশি পুরনো কোচবিহার শহরে দেবীবাড়ির পুজো। মা দুর্গা এখানে বড়দেবী বলে পূজিতা। দশমীর সকালে দেবী বরণের পর শুরু হয় সিঁদুরখেলা। রাজা নরনারায়ণের হাতে শুরু হওয়া এই পুজোর বিসর্জনের রীতি আজও একই রয়েছে। রশিতে টেনে ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা। মূল কাঠামো অক্ষত রেখে দেবীর দুটি হাত, পায়ের পাতা, অসুর, বাঘ, সিংহকে খণ্ডিত করে যমুনা দিঘির জলে বিসর্জন দেওয়া হয়।
আজ বিজয়া দশমী। সকালে বেলুড়মঠে দশমী পুজো শুরু হয়েছে। রীতি মেনে ঘট বিসর্জনের পর দর্পণে দেবী দর্শন। সন্ধেয় মূল মন্দিরে সন্ধ্যারতির পর শুরু হবে নিরঞ্জনের আনুষ্ঠানিক প্রস্তুতি।
পাঁচদিনের উৎসব শেষ৷ কাল থেকে ফের শুরু গতানুগতিক রুটিন৷ কলকাতার বিভিন্ন জায়গায় চলছে সিঁদুর খেলার প্রস্তুতি। বেলা গড়ালেই মুদিয়ালি ক্লাবে সিঁদুর খেলা শুরু হবে। তার আগে চলছে প্রস্তুতি।
দশমীর ভোরে নিউটাউনে বেপরোয়া গতির বলি বাইক আরোহী। গুরুতর আহত তাঁর সঙ্গী। ভোর ৪টে নাগাদ নিউটাউনে রাম মন্দির আইল্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোস্টে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েন দুই বাইক আরোহী। হাসপাতালে নিয়ে গেলে চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। তাঁর সঙ্গীকে পাঠানো হয় আরজি কর হাসপাতালে। দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশের দাবি। অন্যদিকে, নবমীর রাতে সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটা যাওয়ার পথে, গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক দম্পতি ও তাঁদের শিশু। চালক পালানোর চেষ্টা করায়, ট্রাফিক পুলিশ তত্পর হয়। বাইপাস ধাবার সামনে গাড়ি আটক করে প্রগতি ময়দান থানার পুলিশ। গাড়ি চালককে আটক করা হয়। চালক মত্ত অবস্থায় থাকায় দুর্ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ।
মহিষাদল রাজবাড়ির পুজোয় ঢাক বাজালেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া। কখনও আবার ঢাকের তালে নাচলেন অভিনেত্রী-বিধায়ক।
ইডি-র ৮ জন উচ্চপদস্থ আধিকারিকের কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হল। কারও মেয়াদ বাড়ানো হল ২ বছর, কারও মেয়াদ বাড়ল ৩ বছর। মেয়াদ বাড়ল ইডি-র অ্যাডিশনাল ডিরেক্টর সোনিয়া নারাঙ্গ, যোগেশ শর্মার। মেয়াদ বাড়ল জয়েন্ট ডিরেক্টর সুদেশ কুমার শেওরানের মতো আধিকারিকদের। এই আধিকারিকদের অনেকেই কয়লা, গরু পাচার ও এসএসসি দুর্নীতিকাণ্ডের তদন্তে যুক্ত। আগামীদিনে এই তদন্তকে সবচেয়ে গুরুত্ব দিতে চাইছে ইডি, তা এই পদক্ষেপেই স্পষ্ট, মত ওয়াকিবহাল মহলের।
আজ বিচ্ছেদের বিজয়া। বাপের বাড়ি থেকে আজই যাত্রা উমার। দেবী বাপের বাড়ির ছুটি কাটিয়ে পাড়ি দেবেন কৈলাসে৷ আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ সকাল থেকে মন্ডপে মন্ডপে দেবী বরণের প্রস্তুতি৷ সকালে হবে ঘট বিসর্জন। এরপর সিঁদুরখেলা। তারপর গঙ্গার ঘাটে মা-কে বিদায় জানানোর পালা। কোলাকুলিতে হবে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ৷ হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷
বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পাল্টা কি এবার সংসদে? সংসদের স্ট্যান্ডিং কমিটির মাথায় বসানো হল লকেট চট্টোপাধ্যায়কে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এলেন লকেট চট্টোপাধ্যায়। বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ না পাওয়ায় পাল্টা চাল বিজেপির?খাদ্য ও উপভোক্তা সংসদীয় কমিটির মাথায় বসানো হল লকেট চট্টোপাধ্যায়কে। মঙ্গলবারই সংসদীয় কমিটিগুলি পুনর্গঠিত করা হয়েছে। প্রথা ভেঙে সম্প্রতি পিএসি-র চেয়ারম্যান পদ দেওয়া হয়নি বিজেপিকে। তাই কি পাল্টা স্ট্যান্ডিং কমিটির মাথা থেকে সরানো হল সুদীপকে? প্রশ্ন রাজনৈতিক মহলের।
প্রেক্ষাপট
কলকাতা: বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ না পাওয়ার পাল্টা কি এবার সংসদে? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee) সরিয়ে সংসদের স্ট্যান্ডিং কমিটির মাথায় বসানো হল লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee)।
দেশে তৃতীয় বড় দল তাও কোনও কমিটির মাথায় নেই (TMC), প্রতিক্রিয়া ডেরেক ও’ব্রায়েনের। যোগ্য মনে করা হয়নি, তাই রাখা হয়নি, মন্তব্য লকেটের। যা হয়েছে তা নিয়ম মেনে, প্রতিক্রিয়া শমীকের।
ইডি-র (Enforcement Directorate) ৮ জন উচ্চপদস্থ আধিকারিকের কার্যকালের মেয়াদ বাড়ল ২ থেকে ৩ বছর। এঁদের অনেকেই কয়লা, গরু পাচার (Cattle Smuggling Case) ও এসএসসি (SSC Scam) দুর্নীতিকাণ্ডের তদন্তে যুক্ত, খবর ইডি সূত্রে।
বাংলার দূর্গাপুজোর স্বীকৃতি প্রাপ্তির কৃতিত্ব কেন্দ্রের। কলকাতায় এসে বিতর্ক উস্কালেন মন্ত্রী মীনাক্ষী লেখি। রাজ্যে এসে বাচালতা, মানুষ জানে কোনটা সত্যি। পাল্টা কুণাল।
আজ বিচ্ছেদের বিজয়া (Durga Puja 2022)। মাকে বিদায় জানানোর পালা৷ পুজো মণ্ডপ থেকে গঙ্গার ঘাটে শুরু তারই প্রস্তুতি। আরও একটা বছরের অপেক্ষা৷ ‘আবার এসো মা’।
নবমীর রাতে কলেজ স্কোয়ারে আড্ডায় সৌগত-তাপস রায়-জ্যোতিপ্রিয়। ঢাকের বোল আর শঙ্খধ্বনিতে নবমীর বিষণ্ণতা। সন্ধ্যারতি, স্তোত্রপাঠে আসন্ন বিচ্ছেদের বিজয়া।
সন্ধে নামতেই অরূপ বিশ্বাসের সুরুচি সঙ্ঘের পুজোয় গেলেন ফিরহাদ হাকিম। পাশাপাশি বসে উপভোগ করলেন লাইট অ্যান্ড সাউন্ড শো।
নবমীতে নর্থ বোম্বে সর্বজনীনে ধুনুচি নাচ রানি মুখোপাধ্যায়ের। মায়ের সামনে কোমর দোলালেন মুখোপাধ্যায় বাড়ির সদস্যদের সঙ্গে। এলেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী।
ঐতিহ্য আর সাবেকিয়ানায় উত্তর কলকাতার সেরা বাগবাজার সর্বজনীন। পুজো। ম্যাডক্স স্কোয়্যারের বালিগঞ্জ দুর্গাপুজো সমিতি পেল ঐতিহ্য ও সাবেকিয়ানায় দক্ষিণের সেরার শারদ আনন্দ পুরস্কার।
সমসাময়িক ভাবনায় সেরার সম্মান ছিনিয়ে নিল শোভাবাজার বড়তলা। অভিনব মাতৃরূপে গলফ গ্রিন শারদোত্সব। ইতিহাস চেতনায় হরিদেবপুর আদর্শ। শিকড়ের সন্ধানে সেরা বেহালা নতুন সঙ্ঘ।
বিদেশেও উমাবন্দনা৷ করোনা-কাঁটা কাটিয়ে পুজোর আনন্দে জার্মানি-বেলজিয়াম-গ্রেট ব্রিটেন। সান ফ্রান্সিসকোতেও শারদোত্সবে মাতলেন প্রবাসী বাঙালিরা।
রাসবিহারীতে প্রতিবাদ কর্মসূচিতে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির কড়া নিন্দা। বইয়ের স্টলে রাজনৈতিক স্লোগান কেন? সবটাই নাটক, কটাক্ষ কুণালের।
বিজয়ার আগেই দুঃসংবাদ। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ধসে মৃত্যু নেহরু মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটের ১০ শিক্ষার্থী পর্বতারোহীর। আটকে আছেন ৩ বাঙালি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -