West Bengal News Live Updates:'আপনাদের ছেলেমেয়েদের চাকরি হোক’, ছটপুজোয় মুখ্যমন্ত্রীর মুখে কর্মসংস্থান

West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ABP Ananda Last Updated: 30 Oct 2022 11:56 PM
West Bengal Live Updates: নৈহাটির শিবদাসপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু

নৈহাটির শিবদাসপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু। অবশেষে ২৭ ঘণ্টা পর গ্রেফতার মূল অভিযুক্ত সহ ২ জন। নৈহাটিকাণ্ডে আমডাঙা থেকে গ্রেফতার। 

WB News Live Updates: ছটপুজোয় মুখ্যমন্ত্রীর মুখে কর্মসংস্থান

ছটপুজোয় মুখ্যমন্ত্রীর মুখে কর্মসংস্থান। বিকেলে হেস্টিংসের কাছে তক্তাঘাট ও দইঘাটে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। ছটপুজো উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB News Live Updates: জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের স্বাদ কলকাতায়

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের স্বাদ কলকাতায়। মধ্য কলকাতার অক্রুর দত্ত লেনে বউবাজারের স্টার অফ প্যারাডাইসের পুজো এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। চন্দননগরের মতো আলোয় সেজেছে গোটা পাড়া। রবিবার নাচ-গানে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রতিমা এল মণ্ডপে। বউবাজারের স্টার অফ প্যারাডাইসের এবারের থিম ‘এক টুকরো চন্দননগর’।

West Bengal Live Updates: গাড়ি চালাতে চালাতেই ভিডিও কল, উল্টে গেল মিনিডোর

গাড়ি চালাতে চালাতেই ভিডিও কল, উল্টে গেল মিনিডোর। হাওড়ার ডোমজুড়ে মিনিডোর উল্টে আহত ২০ জন  । ছটপুজো সেরে ফেরার পথে মিনিডোর দুর্ঘটনা। মিনিডোর উল্টে শিশু, মহিলা-সহ আহত ২০ জন। গুরুতর আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি ৬ জন। চালক পলাতক, আটক মিনিডোর 

WB News Live Updates: শাসকের সম্মিলনী-বিবাদ

বিজয়া সম্মিলনী ঘিরে ফের প্রকাশ্যে এসে পড়ল তৃণমূলের বিবাদ। এক জেলায় আলাদা করে অনুষ্ঠান করলেন বিধায়ক ও ব্লক নেতৃত্ব। একে অন্যের অনুষ্ঠানেও হাজির ছিলেন না কেউ। গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal Live Updates: সুকান্তর মুখে ফের ‘ডিসেম্বর-ডেডলাইন’

সুকান্তর মুখে ফের ‘ডিসেম্বর-ডেডলাইন’। ‘তৃণমূলে মুষলপর্ব শুরু হয়েছে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে, তত বাড়বে সংঘাত। তৃণমূল সরকার আর বেশিদিন থাকবে না। ডিসেম্বরে ঠান্ডা পড়বে, সরকারে কাঁপুনি ধরে যাবে’, নৈহাটিকাণ্ডে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

WB News Live Updates: 'শুভেন্দু-সুকান্তরা একে অন্যকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে'

শুভেন্দু-সুকান্তরা নিজেদের জাহির করতে মরিয়া হয়েই একে অন্যকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে। নৈহাটিকাণ্ডে বিজেপি সহ বিরোধীদের আক্রমণ প্রসঙ্গে প্রতিক্রিয়া কুণাল ঘোষের।

West Bengal Live Updates: বারবার কেন সন্ত্রাস ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায়?

কাঁকিনাড়ার পর শিবদাসপুর, দুষ্কৃতী-দৌরাত্ম্যে মৃত আরও ১। বারবার কেন সন্ত্রাস ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায়?  প্রশ্নে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকার আইনশৃঙ্খলা

WB News Live Updates: মতুয়া-রাজনীতি

নাগরিকত্ব আইন কার্যকরের প্রতিশ্রুতি দিলেও তা রাখেনি বিজেপি সরকার। পঞ্চায়েত ভোটের আগে সেই অসন্তোষ হাতিয়ার করেই বিজেপিকে বিঁধলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

West Bengal Live Updates: মেদিনীপুরে ছটপুজোর অনুষ্ঠানে বিপত্তি, ভেঙে পড়ল মঞ্চের ছাদ

মেদিনীপুরে ছটপুজোর অনুষ্ঠানে বিপত্তি। হঠাত্‍ই ভেঙে পড়ল মঞ্চের ছাদ! ছটপুজো উপলক্ষে আজ স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে মেদিনীপুরের ডিএভি ঘাটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রিত ছিলেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া, জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার দীনেশ কুমার, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান-সহ আরও অনেকে। 

WB News Live Updates: 'সরকার ছুটি কাটাচ্ছে, তাই বাড়ছে ডেঙ্গি', কটাক্ষ শুভেন্দুর

রাজ্যের ডেঙ্গির বাড়বাড়ন্ত অবস্থা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন,  "ভয়ঙ্কর অবস্থা। সরকার নেই। সরকার ছুটি কাটাচ্ছে। দুর্গাপুজোয় ১১দিন, কালীপুজোয় ৮দিন, ছুটি আর ছুটি"। 

West Bengal Live Updates: পোস্টারে ‘নিখোঁজ’ কাউন্সিলর

তৃণমূল কাউন্সিলর চায়না কুমারীর দেখা নেই। বর্ধমান পুরসভার রসিকপুরে সন্ধান চাই লিখে কাউন্সিলরের নামে পোস্টার পড়ল। দলকে কলুষিত করতে বিরোধীরাই পোস্টার লাগিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। পাল্টা গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ বিজেপির। 

WB News Live Updates: ‘নিখোঁজ’ বিজেপি নেতা

দলীয় কর্মীরা জানতেন, মেয়ের বাড়ি যাচ্ছেন।  মেয়ের দাবি, তাঁর বাড়িতে আসছেন বলে জানিয়েছিলেন বাবা। আবার স্ত্রীকে ‍বলেছিলেন, দলীয় মিটিং-এ যাচ্ছেন। প্রায় ৪দিন পার...! খোঁজ নেই এখনও! কোথায় গেলেন জলপাইগুড়ির দোমোহনির ১৬/৪৯ বুথের বিজেপি সভাপতি জগদীশ রায়? বীরভূমে তৃণমূল বুথ সভাপতি নিখোঁজের ঘটনায় যখন রাজ্য-রাজনীতিতে শোরগোল

West Bengal Live Updates: কাঁকিনাড়ার পর শিবদাসপুর, দুষ্কৃতী-দৌরাত্ম্যে মৃত আরও ১

কাঁকিনাড়ার পর শিবদাসপুর, দুষ্কৃতী-দৌরাত্ম্যে মৃত আরও ১। নৈহাটির শিবদাসপুরে গুলি, বোমাবাজি, নিহত তৃণমূল কর্মী

WB News Live Updates: তৃণমূল অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূলেরই ব্লক সভাপতি

মুর্শিদাবাদের সালারে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগে গ্রেফতার দলের ব্লক সহ সভাপতি-সহ ৩ জন। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।

West Bengal Live Updates: তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় খুন?

তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে আদালতে মামলা চলাকালীনই অভিযোগকারী বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। প্রধানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের। মালদার গাজোলের বৈরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিজেপি ছেড়ে তৃণমূলে আসায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গেরুয়া শিবির, দাবি প্রধানের। ঘটনার সূত্রপাত মাসছয়েক আগে। তৃণমূল প্রধান সুবোধ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন বিজেপি কর্মী ধনঞ্জয় সরকার। বিষয়টি পরে আদালতে গড়ায়। এর মধ্যেই বুধবার রাতে বাড়ির কাছেই আমবাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় অভিযোগকারী বিজেপি কর্মীকে উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। তৃণমূল প্রধানের দিকেই আঙুল তুলেছে মৃতের পরিবার। অভিযোগ অস্বীকার প্রধানের।

WB News Live Updates: জগদ্ধাত্রী পুজোয় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত বাড়ানো হল লোকাল ট্রেনের সংখ্যা

জগদ্ধাত্রী পুজোয় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত বাড়ানো হল লোকাল ট্রেনের সংখ্যা ,খবর রেল সূত্রে। যাত্রী সুবিধার্থে সারারাত চলবে লোকাল ট্রেন। 

WB News Live Updates: নৈহাটির শিবদাসপুরে গুলিবিদ্ধ তৃণমূলকর্মীর মৃত্যু

উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু। গতকাল রাতে নৈহাটির শিবদাসপুরে গুলি-বোমাবাজির ঘটনায় বছর পঞ্চাশের জাকির হোসেনের বুকে, পেটে ও হাতে গুলি লাগে। সকালে কল্যাণীর জেএনএম হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল কর্মীর। 

WB News Live: শুভেন্দুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করেছেন কাঁথির আইনজীবী আবু সোহেল। নন্দকুমার ও আসানসোলে কালীপুজোর উদ্বোধনে গিয়ে বিরোধী দলনেতা বিদ্বেষমূলক মন্তব্য করেন বলে অভিযোগ।

WB News Live Updates: দেগঙ্গায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর পঁচিশের গৃহবধূর

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর পঁচিশের গৃহবধূর। মৃত সোমা দাসের বাড়ি চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের ঠাকুরবাড়ি এলাকায়। পরিবার সূত্রে খবর, সোমবার থেকে জ্বরে ভুগছিলেন ওই গৃহবধূ। ডেঙ্গি ধরা পড়ায় মঙ্গলবার বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার স্থানান্তরিত করা হয় আরজি কর হাসপাতালে। গতকাল রাতে সেখানেই মৃত্যু হয় গৃহবধূর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। 

West Bengal Live Updates: বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে ‘খুনের চেষ্টা’ বন্ধুর

নরেন্দ্রপুরের অর্জুন পার্কে বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে ‘খুনের চেষ্টা’ বন্ধুর। ১০০ টাকা ধার মেটানো নিয়ে বিবাদের জেরেই হামলা বলে অনুমান পুলিশের। অর্জুন পার্কে ভেড়ি লাগোয়া একটি ফাঁকা জায়গায় গতকাল বিকেলে এই ঘটনা ঘটে। 

WB News Live: মেয়ো রোডের ধর্নামঞ্চে শোকপালন প্রাথমিক চাকরিপ্রার্থীদের

মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে ধর্নামঞ্চে শোকপালন ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক চাকরিপ্রার্থীদের। যাঁদের প্রিয়জনের মৃত্যু হয়েছে, এদিন তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন আন্দোলনকারীরা। ২৮ দিনে পড়ল ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক চাকরিপ্রার্থীদের অবস্থান। এখনও চাকরির দাবিতে আন্দোলনে অনড় তাঁরা।  

WB Live Updates: কোচবিহারে বিজেপি নেতার বাড়ির সামনে, রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ তৃণমূলের কর্মীদের

নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার ফরমান উদয়ন গুহর। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে পাল্টা হুমকি বিজেপির দিনহাটার শহর মণ্ডল সভাপতি অজয় রায়ের। এর প্রতিবাদে আজ সকালে বিজেপি নেতার বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে আসে দিনহাটা থানার পুলিশ। পুলিশকে মাঝখানে রেখেই পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। পরে পুলিশ দু’ পক্ষকে সরিয়ে দেয়। দলীয় নেতার বাড়িতে সভা চলাকালীন তৃণমূল কর্মীরা গালিগালাজ ও স্লোগান দিতে শুরু করে, অভিযোগ বিজেপি জেলা সভাপতি ও বিধায়ক সুকুমার রায়ের।মন্তব্য এড়িয়েছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। 

WB News Live: প্লাস্টিক ব্যবহার নিয়ে কেষ্টপুরে দুই তৃণমূল কাউন্সিলরের সংঘাত চরমে

চলতি বছরের পয়লা জুলাই থেকে ৭৫ মাইক্রনের নীচে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দেশজুড়ে নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিক ব্যবহার নিয়েই কেষ্টপুরে দুই তৃণমূল কাউন্সিলরের সংঘাত চরমে উঠল!

WB Live Updates: তৃণমূলে মুষলপর্ব শুরু হয়েছে, নৈহাটিকাণ্ডে মন্তব্য সুকান্ত মজুমদারের

সুকান্তর মুখে ফের ‘ডিসেম্বর-ডেডলাইন’। ‘তৃণমূলে মুষলপর্ব শুরু হয়েছে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে, তত বাড়বে সংঘাত। তৃণমূল সরকার আর বেশিদিন থাকবে না। ডিসেম্বরে ঠান্ডা পড়বে, সরকারে কাঁপুনি ধরে যাবে’, নৈহাটিকাণ্ডে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

WB News Live: দু’ মাসে রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত ৯৭৪৪, বর্তমানে ডেঙ্গি আক্রান্ত ৪৫ হাজার

রাজ্যে ডেঙ্গির দাপটের মধ্যেই ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, শেষ দু’ মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে তিনগুণেরও বেশি। গত দু’ মাসে রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত ৯ হাজার ৭৪৪ জন। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮১২ জন। যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এর মধ্যে ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯০২। মৃত্যু হয়েছে একজনের।


অন্যদিকে, ম্যালেরিয়া সংক্রান্ত তথ্য কেন্দ্রকে পাঠানো হলেও,  চলতি বছরের এপ্রিলের পর থেকে ডেঙ্গি সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়নি বলে অভিযোগ। এপ্রিলে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ২৩৯। সূত্রের খবর, বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ হাজার। অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। যা দেশের মধ্যে সর্বোচ্চ।

WB Live Updates: প্রায় দেড়দিন পার, এখনও নিখোঁজ নানুরের সিধাইয়ের তৃণমূলের বুথ সভাপতি

প্রায় দেড়দিন পার। এখনও নিখোঁজ নানুরের সিধাইয়ের তৃণমূলের বুথ সভাপতি শেখ বাবুলাল। ঘটনায় পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে এদিন নানুরের বাসাপাড়া ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতার পরিবার ও গ্রামবাসীরা।পুলিশ সঠিক তদন্ত করছে না বলে তৃণমূল নেতার পরিবারের অভিযোগ। শুক্রবার বিকেল ৪টে নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তৃণমূল বুথ সভাপতি। রাত ৮টা নাগাদ ফোন করলেও, কেউ ধরেনি। রাত ১০টা নাগাদ নিখোঁজ নেতার মোবাইল ফোন ও বাইক উদ্ধার করে নানুর থানার পুলিশ। যদিও তৃণমূল বুথ সভাপতি শেখ বাবুলালের হদিশ মেলেনি। 

Weather Update: আজ তাপমাত্রা ২০-র উপর, শীতের আমেজ বজায়

বাতাসে হিমের পরশ। আজ কুড়ির ওপরে কলকাতার তাপমাত্রা । তবে স্বাভাবিকের নীচে থাকায় শীতের আমেজ রয়েছে।  

WB Live Updates: ছটপুজোর দিনই পঞ্চায়েত ভোটের প্রচার ওন্দার বিজেপি বিধায়কের

ছটপুজোর দিনেই পঞ্চায়েত ভোটের প্রচারে নেমে পড়লেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। নাম ঘোষণার আগেই বিজেপির সম্ভাব্য প্রার্থীকে নিয়ে গেলেন হিন্দিভাষী ভোটারদের বাড়ি। তাঁদের হাতে উপহার তুলে দিয়ে পদ্ম-প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানালেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। পায়ের তলায় মাটি নেই, তাই উপহার দিয়ে ভোটারদের মন জেতার চেষ্টা, কটাক্ষ তৃণমূলের। মানুষ আমাদের পাশে আছে, পাল্টা দাবি বিজেপি বিধায়কের। 

WB News Live: যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেন অক্ষুণ্ণ থাকে এটা দেখবেন, বিচারকদের কাছে আর্জি মমতার

"মানুষ আশাহত হয়ে পড়লে বিচারব্যবস্থারই দ্বারস্থ হয়। বিচারব্যবস্থার উপর মানুষের অগাধ আস্থা। প্রধান বিচারপতি ইউইউ ললিত আসার পর গত দুই  মাসে বিচারব্যবস্থার সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেন অক্ষুণ্ণ থাকে এটা দেখবেন", বিচারকদের কাছে আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB Live Updates: ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের চতুর্দশতম সমাবর্তন, উপস্থিত মুখ্যমন্ত্রী

ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের চতুর্দশতম সমাবর্তন। নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও বাংলাদেশের প্রধান বিচারপতি।

WB News Live: ময়নাগুড়িতে রহস্যজনকভাবে নিখোঁজ বিজেপির বুথ সভাপতি

পঞ্চায়েত ভোটের আগে জলপাইগুড়ির ময়নাগুড়িতে রহস্যজনকভাবে নিখোঁজ বিজেপির বুথ সভাপতি। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার মেয়ের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন দোমোহনির ১৬/৪৯ বুথের বিজেপি সভাপতি জগদীশ রায়। তারপর থেকেই তাঁর খোঁজ মিলছে না বলে পরিবারের দাবি। গতকাল রাতে ময়নাগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে। বিজেপির অভিযোগ, নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

WB Live Updates: তৃণমূল প্রধানের বিরুদ্ধে আদালতে মামলা চলাকালীনই খুন হলেন অভিযোগকারী

তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে আদালতে মামলা চলাকালীনই খুন হলেন অভিযোগকারী। মালদার গাজোলের বৈরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মাসছয়েক আগে তৃণমূল প্রধান সুবোধ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় সরকার। বিষয়টি পরে আদালতে গড়ায়। এর মধ্যেই বুধবার রাতে বাড়ির কাছেই আমবাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় অভিযোগকারীকে উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। তৃণমূল প্রধানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযোগ অস্বীকার প্রধানের। প্রতিবাদ করলেই মুখ বন্ধের চেষ্টা হচ্ছে, তৃণমূলকে নিশানা বিজেপির। অন্যায় করলে দল পাশে নেই, প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের।

WB News Live: পশ্চিম মেদিনীপুরের লালগড় রেঞ্জের লক্ষ্ণণপুর গ্রামে পূর্ণবয়স্ক হাতির রহস্যমৃত্যু

পশ্চিম মেদিনীপুরের লালগড় রেঞ্জের লক্ষ্ণণপুর গ্রামে পূর্ণবয়স্ক হাতির রহস্যমৃত্যু। আজ সকালে ধানজমির পাশ থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। ময়নাতদন্তে জানা যাবে মৃত্যুর কারণ, জানিয়েছে বন দফতর।

WB Live Updates: নৈহাটিতে মৃত্যু গুলিবিদ্ধ ব্যক্তির, নেপথ্যে মাদকচক্রের রমরমা?

নৈহাটির শিবদাসপুরে গুলি-বোমাবাজির নেপথ্যে মাদকচক্রের রমরমা? তেমনই দাবি স্থানীয়দের। গ্রামবাসীদের দাবি, যার নেতৃত্বে হামলা চলে, সেই নাবালক অভিযুক্তের মাদকের কারবার রয়েছে। কয়েকমাস আগে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেফতারও হয়। কিছুদিন হোমে কাটিয়ে ফিরে আসার পর ফের হামলা। স্থানীয়দের দাবি, মাদক কারবারের প্রতিবাদ করেছিলেন জাকির হোসেন। সেই কারণেই তাঁকে নিশানা করে অভিযুক্ত। হামলা চালানোর আগে এলাকায় আলো নেভানো হয়েছিল বলে দাবি স্থানীয়দের। যদিও পুলিশের দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরেই হামলা। গতকাল সকালে অভিযুক্তের দাদাকে মারধর করা হয়। তার বদলা নিতেই রাতে হামলা। দাবি পুলিশের। 

WB News Live: শালিমার স্টেশনের ৫ নম্বর গেটের কাছে বেশ কয়েকটি দোকানে আগুন

ছটপুজোর দিন ভোরে হাওড়ার শালিমার স্টেশনের ৫ নম্বর গেটের কাছে বেশ কয়েকটি দোকানে আগুন। কমপক্ষে ৮টি দোকান পুড়ে ছাই। স্থানীয় সূত্রে খবর, ভোর ৫টা নাগাদ একটি দোকান থেকে পরপর কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের ২টি ইঞ্জিনের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

WB Live Updates: দুষ্কৃতীরা তৃণমূলের নেতা হয়ে গিয়ে কাটমানি খাচ্ছে, বললেন দিলীপ

পাড়ায় পাড়ায় বোমা-গুলি। দুষ্কৃতীরা তৃণমূলের নেতা হয়ে গিয়ে কাটমানি খাচ্ছে, এদিকে তৃণমূলের লোক বলে পুলিশ তাদের ধরছে না। নৈহাটির শিবদাসপুরে গুলি-বোমাবাজির ঘটনায় প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। 

WB News Live: ডাকাতির ছক বানচাল করল মালদার মানিকচক থানার পুলিশ

ডাকাতির ছক বানচাল করল মালদার মানিকচক থানার পুলিশ।৩টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার ঝাড়খণ্ডের দুই বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মানিকচকের রামুটোলা এলাকায় অভিযান চালায় পুলিশ। ঝাড়খণ্ড থেকে গঙ্গা পার হয়ে মানিকচকে পৌঁছতেই আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ ফিটু শেখ ও রোহন শেখ নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ডাকাতির উদ্দেশ্যেই অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা মানিকচকে এসেছিল বলে পুলিশের দাবি। দলের বাকিদের খোঁজ চলছে।

WB Live Updates: অটোর লাইনে দাঁড়ানো মহিলাদের কটূক্তি, প্রতিবাদী যুবককে মারধরের অভিযোগ

অটোর লাইনে দাঁড়ানো মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায়, যুবককে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বেলেঘাটা থানা এলাকায়। ডার্বি দেখে ফেরার সময়, বেলেঘাটা-শিয়ালদা অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন অনির্বাণ দাস। অভিযোগ, কয়েকজন মত্ত যুবকের সঙ্গে লাইনে দাঁড়ানো যাত্রীদের বচসা বাধে। মহিলাদের কটূক্তি করা হয়। অনির্বাণ প্রতিবাদ করায়, মত্ত যুবকরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। দুই অভিযুক্তকে আটক করেছে বেলেঘাটা থানার পুলিশ।

Chhat Puja: আজ ও কাল ছটপুজো, রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ঢোকায় নিষেধাজ্ঞা

আজ ও কাল ছটপুজো। রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে KMDA। সোমবার বিকেল ৪টে পর্যন্ত সরোবরে প্রবেশ নিষেধ। সরোবরের চারপাশে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বিভিন্ন গেটে টাঙানো হয়েছে বিকল্প জলাশয়ের তালিকা। প্রশাসনের উদ্যোগে খুশি পরিবেশপ্রেমী ও প্রাতর্ভ্রমণকারীরা। অন্যদিকে, ছটপুজো উপলক্ষ্যে গঙ্গার ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে চলবে নজরদারি। গোটা শহরে ১৭৩টি পুলিশ পিকেট তৈরি করা রয়েছে। 

WB News Live: দক্ষিণ ২৪ পরগনার পর হুগলি, পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার

দক্ষিণ ২৪ পরগনার পর হুগলি। পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার। বেঙ্গল এসটিএফের জালে এক অস্ত্র পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ডানকুনি হাউজিং মোড়ে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে মাশাদুল মণ্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ৫টি আগ্নেয়াস্ত্র ও একটি রাইফেল। ধৃতের বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে। বিহারের পাটনা থেকে অস্ত্র এনে মুর্শিদাবাদে পাচারের পরিকল্পনা ছিল বলে পুলিশের দাবি। পাচার চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় এক অস্ত্র ব্যবসায়ীকে।

Fuel Price: জ্বালানির দাম অপরিবর্তিত শহরে, পেট্রোল ১০৬.০৩, ডিজেল ৯২.৭৬ টাকা

আজও জ্বালানির দাম অপরিবর্তিত শহর কলকাতায়। লিটার প্রতি পেট্রোলের দাম পড়ছে ১০৬.০৩ টাকা। ৯২.৭৬ টাকা দাম পড়ছে লিটার প্রতি ডিজেলের। 


 

WB Live Updates: ভেড়ি ও এলাকা দখলের লড়াইয়েই নরেন্দ্রপুরে নাবালকদের লক্ষ্য করে বোমাবাজি!

নরেন্দ্রপুরে নাবালকদের লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ! শাসকদলের দু’পক্ষের ভেড়ি ও এলাকা দখলের লড়াইয়েই বোমাবাজির ঘটনা। পাশাপাশি সন্ত্রাস তৈরির চেষ্টার অভিযোগ তুললেন স্থানীয় তৃণমূল কর্মীদেরই একাংশ! এদিকে এই ঘটনায় ধৃত ৭ জনের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

WB News Live: উত্তর ২৪ পরগনার শিবদাসপুরে চলল গুলি, সঙ্গে বোমাবাজি, গুলিবিদ্ধ ১

এবার উত্তর ২৪ পরগনার শিবদাসপুরে চলল গুলি, সঙ্গে বোমাবাজি। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ১ জন। বোমার আঘাতে জখম হয়েছেন আরও ২ জন। আহতদের ভর্তি করা হয়েছে কল্যাণীর জেএনএম হাসপাতালে। জখম ৩ জনের মধ্যে ২ জন তাদের কর্মী বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

প্রেক্ষাপট

কলকাতা: নৈহাটির (Naihati) কাছে এবার শিবদাসপুরে গুলি-বোমা (Shootout)। ১জনের শরীরে ৩টি গুলি, আরও ২জন বোমায় আহত। আনা হল জেএনএম হাসপাতালে। 


কাঁকিনাড়াকাণ্ডের ৪দিনেই ব্যারাকপুর কমিশনারেটে (Barrackpore Commissionerate) তাণ্ডব। বিরোধীদের হাত দেখছে শাসকদল। তৃণমূল  (TMC) মানেই তো গুলি-বোমা, পাল্টা বিজেপি (BJP)। 


আত্মঘাতী চাকরিপ্রার্থী, বিচারের দাবিতে বামেদের থানা অভিযান ঘিরে রণক্ষেত্র লালগোলা। ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। 


ইনসাফ চেয়ে লালগোলায় বাম অভিযানে তুলকালাম। দোষীরা কেন বাইরে? প্রশ্ন মীনাক্ষীর। আইনশৃঙ্খলা হাতে তোলার চেষ্টা, পাল্টা শান্তনু। 


"মানিক মুখ খুললে অনেক উইকেট পড়বে। ডিসেম্বরে সরকার কাঁপবে", ফের সুকান্তর মুখে ডিসেম্বর ডেডলাইন। আগে পদ বাঁচান, পাল্টা শান্তনু। 


মানিকের (Manik Bhattacharya) দুর্নীতি নিয়ে সব জেনেও চুপ করে বসেছিলেন পার্থ। অভিযোগ পাঠিয়ে দিয়েছিলেন খোদ অভিযুক্তের কাছেই! কোর্টে দাবি ইডির (ED)। 


পর পর ৩ বার। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ফের মানিক-ঘনিষ্ঠ তাপসকে ইডির জিজ্ঞাসাবাদ। "আমি যেহেতু সংগঠনে ছিলাম, তাই ডেকেছে", দাবি তাঁর। 


 আসছেন না অমিত শাহ। ৫ নভেম্বর নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক স্থগিত। অন্য কর্মসূচি আছে, রাজ্যকে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। 


নরেন্দ্রপুরে বোমাবাজি। নেতার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তৃণমূলকর্মীদের। এক তৃণমূলকর্মী বলেন, "ওরাই বোমা মজুত করেছিল। বোমা মারলে কি সামান্য আহত হত?"


বিবেকের পর নলহাটির তৃণমূল বিধায়কের ভ্রাতৃবধূ। কালো টাকা সাদা করতে লটারির কোটি টাকা জেতার দাবি বিজেপির। আপনারাও কাটুন, পাল্টা তৃণমূল। 


ফের জামিনের আর্জি খারিজ, জেলেই অনুব্রত। প্রভাবশালী, গরুপাচারে যুক্ত থাকার প্রমাণ থাকার দাবি সিবিআইয়ের।


ফের খারিজ জামিনের আর্জি। চিটফান্ডকাণ্ডে জেলেই তৃণমূলের হালিশহর পুরসভার চেয়ারম্যান। সিবিআইয়ের কেস ডায়েরি তলব। 


ডেঙ্গি আক্রান্ত হয়ে এবার কলকাতা পুলিশের এএসআইয়ের মৃত্যু। উদ্বিগ্ন লালবাজার। পুরসভার কমিশনারের সঙ্গে কথা বললেন সিপি। 


যুবভারতীতে সবুজ-মেরুন ঝড়। ইস্টবেঙ্গলকে ২-০ গোলে ওড়াল মোহনবাগান। বুমো-মনবীরের গোলে বাজিমাত। টানা ৭টি ডার্বি জয়ের নজির। 


যুবভারতীয় ডার্বির ম্যাচেই শোকের ছায়া। ইস্টবেঙ্গল সমর্থকের মৃত্যু। হৃদরোগে আক্রান্ত হয়ে বাগুইআটির যুবকের মৃত্যু, জানালেন চিকিৎসকরা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.