West Bengal News Live Updates: ‘১৩ সেপ্টেম্বর কিছু একটা ঘটাতে চান মুখ্যমন্ত্রী', আশঙ্কা শুভেন্দুর
West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
বিজেপির নবান্ন অভিযান নিয়ে আশঙ্কা শুভেন্দু অধিকারীর। শান্তিপূর্ণ মিছিলে হামলা চালালে পাল্টা জবাবের হুঁশিয়ারি। নবান্ন অভিযানের প্রস্তুতিতে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিল। এদিনের মিছিলের সময়েই তৃণমূল-বিজেপি বচসায় উত্তপ্ত এলাকা।
চিটফান্ড মামলায় সিবিআইয়ের দ্বিতীয় তলবেও হাজিরা এড়ালেন উত্তর ২৪ পরগনার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। ১৫ দিন সময় দেওয়ার আবেদন জানিয়ে আইনজীবী মারফৎ সিবিআইয়ের অফিসে চিঠি পাঠান তিনি। অন্যদিকে, বর্ধমান সানমার্গ মামলায় গ্রেফতার হালিশহরের পুরপ্রধান রাজু সাহানিকে কাল ফের তোলা হবে আদালতে।
বীরভূমে একব্যক্তির বাড়ি থেকে উদ্ধার প্রায় ৫০ টন কয়লা। পুলিশ সূত্রে দাবি, পুরোটাই অবৈধভাবে মজুত করা হয়েছিল। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাড়ি মালিক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
রাজ্যভাগ নিয়ে বারবার রাজনৈতিক তরজা দেখা গিয়েছে উত্তরের বিভিন্ন জেলায়। এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে হুমকি পোস্ট দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতৃত্ব। যদিও ফেসবুকে পোস্টের কথা অস্বীকার করেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতৃত্ব।
বিজেপির মিছিল থেকে তৃণমূলের যাদবপুরের অফিসে হামলার অভিযোগ। বিজেপির মিছিল থেকে কটূক্তি, প্রতিবাদ করায় হামলার অভিযোগ। নবান্ন অভিযানের প্রস্তুতিতে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিল। যাদবপুরের কৃষ্ণা গ্লাস মোড়ে তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ। বিধায়কের কার্যালয় থেকে পাল্টা প্ররোচনার অভিযোগ শুভেন্দুর। আমরা পাল্টা কয়েকজনকে ছেড়ে দিলে বড় কিছু হত, হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
বাগুইআটিকাণ্ডে সাসপেন্ড আইসি এবং আইও। গাফিলতির অভিযোগে সাসপেন্ড হয়েছেন বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষ এবং তদন্তকারী অফিসার প্রীতম সিংহ। বাগুইআটি থানার নতুন আইসি হলেন শান্তনু সরকার। তিনি বিমানবন্দর থানার আইসি ছিলেন।
‘১৩ সেপ্টেম্বর কিছু একটা ঘটাতে চান মুখ্যমন্ত্রী।' বিজেপির নবান্ন অভিযান নিয়ে আশঙ্কা শুভেন্দু অধিকারীর। শান্তিপূর্ণ মিছিলে হামলা চালালে পাল্টা জবাবের হুঁশিয়ারি। নবান্ন অভিযানের প্রস্তুতিতে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিল।
বাগুইআটিতে নিহত অতনু দে’র বাড়ি যেতে গিয়ে একাধিকবার ফিরতে হয় পুলিশকেও। আজ দুপুরে স্থানীয়দের বাধার মুখে অতনু দে’র বাড়ির কাছ থেকে ফিরতে হয় পুলিশকে। শেষে, বিকেলে বিধাননগরের পুলিশ কমিশনার অতনু দে’র বাড়িতে ঢুকতে পারেন।
রাজ্যে আজও ২০০-র কোটায় করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৩০ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
বাগুইআটির ২ মাধ্যমিক পড়ুয়াকে নৃশংস খুন। বাগুইহাটি থানার সামনে বিক্ষোভ বিজেপির। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি নেতা-কর্মীরা। বাগুইআটিকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ দেখান বামেরাও।
কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ। প্রতিবাদে কলকাতায় মিছিল করল তৃণমূল। অমিত শাহের ছবিতে লেখা পাপ্পু টি-শার্ট পরে মিছিল করেন তৃণমূল নেতা-কর্মীরা। পাল্টা বীরভূমের রামপুরহাটে চোর ধরো, জেল ভরো স্লোগান তুলে বিজেপির মিছিল। অন্যদিকে, নবান্ন অভিযানের প্রচারে গড়িয়ায় মিছিল করছে বিজেপি।
বাগুইআটিতে মোমবাতি মিছিল, দোষীদের সাজার দাবিতে সোচ্চার স্থানীয়রা । এর আগে নিহত মাধ্য়মিক পরীক্ষার্থী অতনু দে-র বাড়ি থেকে বেরোনের সময় দমকলমন্ত্রী বলেন, ''ওনারা আমার বাড়িতে এসেছিলেন। আমি সিপিকে বিষয়টি দেখার কথা বলেছিলাম।''
৮৮ লক্ষ টাকা লোন নিয়ে কেনা লেক গার্ডেন্সের বাড়ি, সাংবাদিক বৈঠকে নিজেই জানালেন মলয় ঘটক। এদিন সকালেই আইনমন্ত্রীর বেশ কেয়কটি বাড়িতে তল্লাশি চালায় সিবিআিইয়ের টিম। সন্ধ্যেতে যা নিয়ে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী।
আজ হরিদেবপুর থানার অন্তর্গত কালীমন্দির এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে ২৬টি প্লাস্টিকের কার্টুনে মোট ১১৭০ কেজি নিষিদ্ধ আতশবাজি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে হারিদেবপুর থানার পুলিশ ওই পিকআপ ভ্যানটির চালক ও খালাসি সহ গ্রেফতার করে। ওই বাজিগুলিকে উদ্ধার করেছে পুলিশ।
মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন, বাগুইআটিকাণ্ডে পরিবারকে আশ্বস্ত করলেন সুজিত বসু। নিহত মাধ্য়মিক পরীক্ষার্থী অতনু দে-র বাড়ি থেকে বেরোনের সময় দমকলমন্ত্রী বলেন, ''ওনারা আমার বাড়িতে এসেছিলেন। আমি সিপিকে বিষয়টি দেখার কথা বলেছিলাম।''
জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে বিধানসভার বিএ কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। ১২ সেপ্টেম্বর বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক । সেখানেই কমিটির সদস্য হিসাবে আমন্ত্রণ চিঠি পাঠানো হয়েছে। এসএসসি দুর্নীতিকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে এই চিঠি পাঠিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষ জানিয়েছেন, এখনও পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক পদ খারিজ হয়নি। তাঁর মামলা এখনও বিচারাধীন, তাই নিয়ম মেনেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে।
মলয় ঘটকের বাড়ি সিবিআই তল্লাশি, সার্চ ওয়ারেন্ট FIR কপি দেখায়নি, বললেন অভিজিৎ ঘটক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মলয় ঘটকের ভাই জানান, তাঁরা পেশায় কী কাজ করেন তা জানতে চান আধিকারিকরা।
বাগুইআটি থানার সঙ্গে এবার প্রশ্নের মুখে বসিরহাট থানা। হাড়োয়ায় জলাধারে পাওয়া যায় অভিষেকের পচাগলা দেহ। তারপরও কেন ময়নাতদন্তের কথা ভাবেনি বসিরহাট থানা। তা নিয়ে উঠছে প্রশ্ন।
বাগুইআটিকাণ্ডে থানার আইসি কল্লোল ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। ২ মাধ্যমিক পরীক্ষার্থী খুনের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আগেই সিআইডিকে তদন্তভার দেওয়া হয়েছে। দোষীরা ছাড় পাবেন না বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আইসিকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি।
কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ। এই অভিযোগে অমিত শাহের পাপ্পু টি-শার্ট পরে পথে নামল তৃণমূল। সম্প্রতি দেশের সবথেকে বড় পাপ্পু বলে অমিত শাহকে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সিআইডি ওদের ফ্রন্টাল অর্গানাইজেশন, তৃণমূলকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বাগুআটিতে ২ মাধ্যমিক পরীক্ষার্থী খুন নিয়ে ধিক্কার জানালেন বিজেপি নেতা।
বাগুইআটিতে মাধ্যমিক পরীক্ষার্থীর খুনে সিবিআই তদন্তের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। থানার গোট ভেঙে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। থানার সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিজেপি-র।
বাগুইআটিতে ২ মাধ্যমিক পরীক্ষার্থীর খুনে ফুঁসছে এলাকা। থানার গোট ভেঙে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। থানার সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিজেপি-র। সকালে একদফা প্রতিবাদ জানায় বিজেপি-র মহিলা মোর্চা।
বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে যেকোনও মূল্যে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করতে হবে দেহ যেই মর্গে ছিল, তার আধিকারিককে। দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর।
বাগুইআটিতে জোড়া খুনকাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বিধাননগর কমিশনারেটের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ‘কেন এমন ঘটনা ঘটল? পুলিশ এতদিন কী করছিল? প্রশাসনিক বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর।
নবান্নে এসেই ডিজিকে ডেকে পাঠিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
বাগুইআটি জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর আত্মীয়র বাড়িতেও হামলা। সত্যেন চৌধুরীর আত্মীয়র বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার।
পরীক্ষার আগেই ফল প্রকাশ হয়ে গেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ গঙ্গারামপুর কলেজে! বিজ্ঞান বিভাগের স্নাতকের চতুর্থ সিমেস্টারের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল ২ সেপ্টেম্বর। অথচ, সেই পরীক্ষার ফলপ্রকাশ হয়ে যায় পয়লা সেপ্টেম্বরই।
গরুপাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ হয়ে গেল। বীরভূমের তৃণমূল সভাপতিকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।
বাগুইআটি থানার আইসি ক্লোজড। বাগুইআটিতে ২ মাধ্যমিক পরীক্ষার্থী খুনের তদন্তে সিআইডি। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী। কেউ ছাড় পাবে না, দোষীরা শাস্তি পাবে। ডিজিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী: ফিরহাদ।
বাগুইআটিতে দুই কিশোরকে খুনের ঘটনায় ক্লোজ করা হল আইসি-কে। তদন্তভার তুলে দেওয়া হল সিআইডি-র হাতে।
খুনের আগে রাজারহাটের বাইক শো-রুমে নিয়ে যাওয়া হয় ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে। ১৮ অগাস্ট নিয়ে যাওয়া হয় অতনু-অভিষেককে। বাইকের শো-রুমে গিয়ে তদন্ত পুলিশের।
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে দাখিল হল ক্যাভিয়েট। মামলাকারী সৌমেন নন্দী এই ক্যাভিয়েট দাখিল করেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চ। বহাল ছিল চাকরি বাতিল ও মানিক ভট্টাচার্যের অপসারণ। এই মামলায় যাতে কেউ চ্যালেঞ্জ করে স্থগিতাদেশ নিতে না পারে, তাই দাখেল করা হয়েছে ক্যাভিয়েট।
বাগুইআটি থানার সামনে বিক্ষোভে যোগ দিল বামেরা। বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির মহিলা মোর্চাও। খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত সতেন্দ্র চৌধুরী। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে। প্রায় ২ সপ্তাহ মর্গে ২ কিশোরের দেহ থাকলেও, খুন করা হয়েছে জানত না পুলিশ, খবর সূত্রের। ময়নাতদন্ত হয়ে গেলেও এখনও সেই রিপোর্ট হাতে পায়নি পুলিশ ।
চিটফান্ড মামলায় বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে দ্বিতীয়বার তলব করা সত্ত্বেও হাজিরা এড়ালেন তিনি। আজ সকাল ১০টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়। গতকাল তাঁকে তলব করা হলেও আইনজীবী মারফত বিধায়ক ১৫ দিন সময় চান। সিবিআই সূত্রের খবর, এরপর রাতেই তাঁকে দ্বিতীয় বার নোটিস পাঠিয়ে তলব করা হয়। তবে আজ সেই দ্বিতীয় নোটিসের প্রেক্ষিতে আইনজীবী মারফত সময় চেয়ে নেন তৃণমূল বিধায়ক।
২ মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ ও খুনের ঘটনায় বাগুইআটি থানায় বিক্ষোভ বিজেপির। বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির মহিলা মোর্চা। খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত সতেন্দ্র চৌধুরী।
পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে। প্রায় ২ সপ্তাহ মর্গে ২ কিশোরের দেহ থাকলেও, খুন করা হয়েছে জানত না পুলিশ, খবর সূত্রের। ময়নাতদন্ত হয়ে গেলেও এখনও সেই রিপোর্ট হাতে পায়নি পুলিশ।
জেল হেফাজতের মেয়াদ ফুরনোয় আসানসোল সিবিআই আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে। শরীর ভাল নেই, জেল থেকে বেরিয়ে জানালেন অনুব্রত। অসুস্থতার কারণ দেখিয়ে শর্তসাপেক্ষে জামিনের আবেদন করতে পারেন আইনজীবীরা, খবর সূত্রের।
আজই শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ। আজ ফের তাঁকে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, অসুস্থতার কারণ দেখিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির শর্তসাপেক্ষে জামিনের আবেদন করতে পারেন তাঁর আইনজীবীরা। উল্টোদিকে অনুব্রত প্রভাবশালী, এই যুক্ত দেখিয়ে জামিনের বিরোধিতা করতে পারেন সিবিআইয়ের আইনজীবী। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই।
রাজভবনের পাশে মন্ত্রীদের আবাসনেও সিবিআই। মন্ত্রী মলয় ঘটক সেখানেই রয়েছেন বলে খবর। সকাল ৮.১৫ নাগাদ মন্ত্রীদের আবাসনে সিবিআই। কলকাতায় মলয়ের বাড়িতেও কেন্দ্রীয় গোয়েন্দারা। তল্লাশি চলছে আসানসোলেও।
দুই পাড়ার বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল ভবানীপুরে। উঠেছে গুলি চালানোর অভিযোগও। তবে গুলিতে কেউ হতাহত হননি। পুলিশ গুলি চালানোর অভিযোগ স্বীকার করেনি।
পুলিশ সূত্রে খবর, ভবানীপুরে ৭১ নম্বর ওয়ার্ডে প্রথমে গন্ডগোল বাধে। পুলিশের হস্তক্ষেপে প্রাথমিকভাবে অশান্তি মেটে। পরে গভীর রাতে স্থানীয় যুবক ভিকি সাউয়ের অনুগামীরা ২ জনকে মারধর করে বলে অভিযোগ। তারপরই বেধে যায় সংঘর্ষ। ঘটনায় ৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি। অভিযোগ, উত্তেজিত জনতা ভিকি সাউয়ের বাড়ির সামনে জড়ো হলে ভিকি গুলি চালায় বলে অভিযোগ। তবে পুলিশ তা মানতে চায়নি। প্রতিক্রিয়া মেলেনি ভিকিরও। ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
চিটফান্ড মামলায় বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল সিবিআই। আজ সকাল ১০টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে। গতকাল তাঁকে তলব করা হলেও আইনজীবী মারফত বিধায়ক ১৫ দিন সময় চান। সিবিআই সূত্রের খবর, এরপর রাতেই তাঁকে দ্বিতীয় নোটিস পাঠিয়ে তলব করা হয়। সিবিআই সূত্রে খবর, রবিবার সুবোধ অধিকারীর হালিশহর ও কলকাতার বাড়ি, ফ্ল্যাট, অফিস-সহ ৫ জায়গায় তল্লাশি চালানোর পর, কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে চান এই বিপুল সম্পত্তির আয়ের উত্স। সেই কারণেই তৃণমূল বিধায়কের আয় ও তাঁর সম্পত্তির নথি চাওয়া হয়।
কলকাতার লেক গার্ডেন্সে মলয় ঘটকের বাড়িতেও সিবিআই। আসানসোল এবং কলবকাতা মিলিয়ে মোট সাত জায়গায় তল্লাশি চলছে। বুধবার সকাল থেকেই সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দারা।
ডায়মন্ড হারবার রোডে ব্যবসায়ী প্রতীক দিওয়ানের বাড়িতে কয়লা পাচারকাণ্ডে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সকাল সাড়ে ৮টায় সিবিআই অফিসাররা ব্যবসায়ীর আলিপুরের বাড়িতে যান।
কয়লাপাচার কাণ্ডের তদন্তে মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের তিন বাড়িতে এবং অফিসে সিবিআই। একযোগে তল্লাশি চালাচ্ছে আলাদা গোয়েন্দা টিম, দলে রয়েছেন মহিলা আধিকারিকরা। সকাল ৮.১৫ নাগাদ মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে পৌঁছয় সিবিআই টিম। সিবিআই তল্লাশির খবর পেয়ে মন্ত্রীর বাড়িতে পৌঁছল আসানসোল থানার পুলিশ।
২ কিশোরের খুনের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, রাজনীতিবিদদের রক্ষা করতেই ব্যস্ত পুলিশ।
বাগুইআটিকাণ্ডে নিহত ২ ছাত্রের মধ্যে অভিষেক নস্করের আজই ছিল জন্মদিন। তাঁর বাবার পরিকল্পনা ছিল, জন্মদিনে বাড়ির সামনে আয়োজন করে ছেলের বন্ধুদের মাংসভাত খাওয়াবেন। কিন্তু তা আর হল না। হাহাকার ঝরে পড়ল নিহত ছাত্রের বাবার গলায়।
কয়লাপাচার কাণ্ডের তদন্তে আজ মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে তল্লাশিতে গেল সিবিআই। চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে মন্ত্রীর বাড়ি।
২ মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধারের পর জানানো হয়েছিল বিধাননগর কমিশনারেটকে, খবর সূত্রের
ভাড়াটে খুনিদের দিয়ে খুন করানো হয়েছে বাগুইআটির ২ কিশোরকে। খুনের আগে রাজারহাটে নিয়ে গিয়ে তাদের খাবার খাওয়ানো হয়। খাওয়ানো হয় চা। পুলিশ সূত্রে খবর, ভাড়াটে খুনিদের বলা হয়েছিল, একটা কাজ করতে হবে। তার জন্য দেওয়া হবে টাকা। পুলিশ সূত্রে খবর, ২২ অগাস্টই রাত ৯টা থেকে ১০টার মধ্যে গাড়িতে খুন করা হয় ২ কিশোরকে। গাড়িতে ২ কিশোর সহ ছিল ৬ জন। তবে ঘটনার পর থেকে ২ ছাত্রেরই মোবাইল ফোন উধাও
বাগুইআটি থেকে দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ করে খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত সতেন্দ্র চৌধুরী। ঘটনায় পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে। সূত্রের দাবি, প্রায় ২ সপ্তাহ মর্গে ২ কিশোরের দেহ পড়ে থাকলেও, তাদের যে খুন করা হয়েছে তাই জানত না পুলিশ। সূত্রের খবর, এক অভিযুক্তকে গ্রেফতারের পরই পুলিশ জানতে পারে, ২ কিশোরকে খুন করা হয়েছে। শুধু তাই নয়, ময়নাতদন্ত হয়ে গেলেও এখনও সেই রিপোর্ট হাতে পায়নি পুলিশ। দুই কিশোরকে খুনের পর বাসন্তী হাইওয়ের ২টি ভিন্ন জায়গায় ফেলে যাওয়া হয় মৃতদেহ। পরিবারের দাবি, এক কোটি টাকা মুক্তিপণ চেয়ে পাঠানো হয় SMS। ঘটনায় চারজন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত অধরা।
অপহরণের পরে ২ ছাত্রকে চলন্ত গাড়িতেই খুন। বসিরহাট থেকে ফিরল ২ নিথর ছাত্রের দেহ। কান্নায় ভেঙে পড়ল বাগুইআটির জগৎপুর।
পুলিশের হাত থেকে কীভাবে বাঁচতে হবে, রীতিমতো বই ছাপিয়ে ট্রেনিং দেওয়া হয়েছিল। চোখে ধুলো দিতে এ রাজ্যের মানুষের মতো কথা বলার ধাঁচও রপ্ত করেছিল। জঙ্গি সন্দেহে এসটিএফের হাতে মুম্বই ও ডায়মন্ডহারবার থেকে ধৃত ২ সন্দেহভাজনের বিষয়ে উঠে আসছে এমনই নানা তথ্য।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার বিরোধী দলনেতাকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। তাঁর অভিযোগ, ২০১১-র পরে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। নেপথ্যে ছিলেন শুভেন্দু! অভিযোগ খারিজ করে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
বাগুইআটির দুই মাধ্যমিক পরীক্ষার্থীর অপহরণ ও খুনের ঘটনা নিয়ে শুরু হল রাজনীতিও। নিহত ছাত্রের বাড়িতে গেলে বাধা দেওয়া হয় রাজ্য বিজেপি সভাপতিকে। বিক্ষোভের মুখে ফিরে যান সুকান্ত মজুমদার। অন্যদিকে, তাঁর ফিরে যাওয়ার পর মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী
২ ছাত্রের খুনে ফুঁসছে বাগুইআটি। কোথায় মূল অভিযুক্ত? শুধু টাকার জন্যেই নৃশংস হত্যা? মোটিভ নিয়ে রহস্য।
প্রেক্ষাপট
কলকাতা: খাস কলকাতায় (Kolkata News) অপহরণের পরে ২ ছাত্রকে চলন্ত গাড়িতেই খুন। বসিরহাট থেকে ফিরল ২ নিথর ছাত্রের দেহ (Basirhat News)। কান্নায় ভেঙে পড়ল বাগুইআটির (Baguiati News) জগৎপুর। ২৪ অগাস্ট নিখোঁজ ডায়েরি। ২ সপ্তাহ ধরে বসিরহাট মর্গে পড়ে দেহ, তাও জানতে পারল না পুলিশ!
১৫দিন ধরে নিখোঁজ। ১ কোটি টাকা মুক্তিপণ চেয়ে হুমকি এসএমএস। রাজারহাটের কাছে গাড়িতেই খুন। গ্রেফতার ৪, মূল অভিযুক্ত ফেরার। বাইক কিনতে টাকা ধার দেওয়ার পরে আরও টাকা চেয়ে চাপ। খুন স্বীকার এক ধৃতের, দাবি পুলিশের। বহু পরে বসিরহাট মর্গে মিলল মৃতদেহ।
২ ভাইয়ের খুন, ক্ষোভে ফুঁসছে বাগুইআটি। বিক্ষোভের মুখে এলাকায় ঢুকতেই পারলেন না সুকান্ত। পরিবারের সঙ্গে দেখা করলেন বিধায়ক অদিতি। আস্থা নেই পুলিশে, বাগুইআটিতে জোড়া খুনে উঠল সিবিআইয়ের দাবি। বার বার পুলিশের কাছে গিয়েও লাভ হয়নি। অভিযোগ তুলে ফুঁসছে বাগুইআটি।পুলিশের ভূমিকাকে আড়াল করার চেষ্টা করেও সুর বদল শিশু সুরক্ষা কমিশনের।
বাগুইআটির দুই মাধ্যমিক পরীক্ষার্থীর অপহরণ ও খুনের ঘটনা নিয়ে শুরু হল রাজনীতিও। নিহত ছাত্রের বাড়িতে গেলে বাধা দেওয়া হয় রাজ্য বিজেপি সভাপতিকে। বিক্ষোভের মুখে ফিরে যান সুকান্ত মজুমদার। অন্যদিকে, তাঁর ফিরে যাওয়ার পর মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী।
কোনও ডিএ বাকি নেই সরকারি কর্মীদের। পুজো অনুদান মামলায় হাইকোর্টে দাবি রাজ্যের। মিথ্যে বলছে সরকার, পাল্টা কর্মচারী সংগঠন (Dearness Allowance)।
তেইশের পর ৫৪। টেটের প্রশ্নে-বিভ্রাটে ২৮ সেপ্টেম্বরের মধ্যে ৭৭জনকে চাকরি দেওয়ার নির্দেশ হাইকোর্টের। শূন্য পদে সিদ্ধান্ত নেবে রাজ্য।
কয়লাকাণ্ডে ফেরার বিনয়ের ঘনিষ্ঠের সঙ্গে নিজাম প্যালেসে বৈঠক করেছিলেন শুভেন্দু। অভিষেকের পর বিস্ফোরক কুণাল, পাল্টা শুভেন্দু।
গরুপাচারকাণ্ডে আজ অনুব্রতর জেল হেফাজতের মেয়াদ শেষ। পার্থর পথেই ভার্চুয়াল শুনানির আর্জি কর্তৃপক্ষের। জেলে গিয়ে জেরা করল সিবিআই।
আতঙ্ক বাড়িয়ে এবার বালিতে ডেঙ্গিতে তরুণ ইঞ্জিনিয়ারের মৃত্যু। সাফাই নিয়ে পুরসভার ভূমিকায় ক্ষোভ। খোঁজ নেওয়ার আশ্বাস প্রশাসকের।
রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের কাছে ডেঙ্গির তথ্য গোপনের অভিযোগ। পরিসংখ্যানে প্রশ্ন চিকিৎসকদের একাংশের। তথ্য লুকোয় কেন্দ্র, পাল্টা তৃণমূল।
তিস্তা-চুক্তি নিয়ে দ্রুত কাটবে জট। মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর আশাবাদী হাসিনা। আর্থিক সম্পর্ক আরও মজবুত হবে, বললেন মোদি।
পুজো আগেই চালু হচ্ছে টালা ব্রিজ, তার পরেই ভাঙা হতে পারে কাশীপুর রেল ওভারব্রিজ। জরাজীর্ণ অবস্থা, স্বাস্থ্য পরীক্ষার পরে সিদ্ধান্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -