West Bengal News Live: কাল থেকে পেট্রোলে লিটারপ্রতি ৫ টাকা ও ডিজেলে ১০ টাকা দাম কমছে, জানাল কেন্দ্র
West Bengal News Live Updates: কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজোয় ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া থাকলেও ভিড় করা যাবে না মণ্ডপে।
স্বাস্থ্যসাথী কার্ড থাকলে রোগীকে ফেরাতে পারবে না কোনও বেসরকারি হাসপাতাল। শনি এবং রবিবারও স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাপ্রুভালের কাজ হয়। ফলে দেওয়া যাবে না ছুটির দিনের অজুহাতও। আজ এই নির্দেশ দিয়েছেন রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায়। কোনও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ যদি স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করে, তাহলে সংশ্লিষ্ট হাসপাতালের রিশেপসনে দাঁড়িয়েই, কার্ডের পিছন দিকে থাকা হেল্পলাইন নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি হেল্পলাইন নম্বরে যোগাযোগ না করা গেলে, সেক্ষেত্রে এ নিয়ে অভিযোগ জানাতে আরও চারটি হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন।
১ মাসেরও বেশি সময় ধরে চলা অনশন আন্দোলন প্রত্যাহার করলেন আর জি কর মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। অধ্যক্ষের পদত্যাগ, স্টুডেন্টস কাউন্সিল ও হস্টেল সংক্রান্ত নানা দাবিদাওয়া নিয়ে গত ৩০ সেপ্টেম্বর থেকে অনশনে বসেছিলেন তাঁরা। আন্দোলন চলাকালীন অনেকে অসুস্থ হয়ে পড়েন। তবে অনশন প্রত্যাহার করলেও, এখনই থামছে না আন্দোলন। তৈরি হয়েছে ছাত্র ঐক্য বলে একটি মঞ্চ। যে মঞ্চে আছেন আর জি কর-সহ বিভিন্ন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। তাঁরা জানিয়েছেন, ছাত্র ঐক্য নামের ওই মঞ্চের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পেট্রোল-ডিজেলে দাম কমা নিয়ে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন,'মনে রাখতে হবে কেন্দ্রীয় সরকার এক্সাইজ ডিউটি কমিয়েছে, তেলের দাম কমায়নি। এক্সাইজ ডিউটি যেমন কেন্দ্র সরকার নেয়, রাজ্য সরকারও নেয়। রাজ্য সরকারের উচিত আরও একটু এগিয়ে এসে এক্সাইজ ডিউটি কমানো। এটা তাৎক্ষণিক। এর জন্য় যে তেলের দাম ভবিষ্যতে কমবে না, তার কোনও কথা নেই।'
মধ্যরাত থেকে পেট্রোলে লিটারপ্রতি ৫ টাকা ও ডিজেলে লিটারপ্রতি ১০ টাকা কমছে। দাম কমার সিদ্ধান্তে স্বস্তিতে সাধারণ মানুষ। অল্প হলেও সমস্যা লাঘব হবে বলেই প্রতিক্রিয়া বেশিরভাগের।
পেট্রোল-ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্র। পেট্রোলে ৫ টাকা এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্র। ডিজেলে ১০ টাকা এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্রীয় সরকার। কাল থেকেই সিদ্ধান্ত কার্যকর। ‘গ্রাহকদের স্বার্থে পেট্রোল-ডিজেলে ভ্যাট কমাক রাজ্য’, রাজ্যগুলির কাছে আবেদন কেন্দ্রীয় সরকারের। রবি মরসুমে কৃষকদের সুবিধার্থেই সিদ্ধান্ত, জানাল কেন্দ্র।
খেজুরের সঙ্গে মাগুর মাঝের ঝোল। বর্ধমানের ২১৩ বছরের পুরনো কমলাকান্তের কালীপুজোয় এমনই ভোগ দেওয়ার রীতি চলে আসছে এখনও। এ পুজো, কালী সাধকের সঙ্গে জড়িয়ে আছে জনশ্রুতি। আজও পরম ভক্তিতে কমলাকান্তের কালীমন্দিরে পুজো ভিড় জমান ভক্তরা।
বুধবার দুপুরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি পুরসভার চার নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান শব্দবাজি সহ দুইজন ব্যবসায়ীকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। ধৃত দুই ব্যবসায়ীর নাম হারাধন ঘোষ ও আমান কুমার সিং।উদ্ধার হওয়া শব্দবাজির আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।
কংগ্রেসকে ভালো না লাগতে পারে। কিন্তু, কংগ্রেসকে দুর্বল করে বিজেপির হাত শক্ত করাটা বিবেচকের কাজ নয়। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে এই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
মুকুন্দপুরের AMRI হাসপাতালে দু’বছরের শিশুর কানে, সফলভাবে ককলিয়ার যন্ত্র বসানো হল। একসঙ্গে দু’কানেই বসানো হল ককলিয়ার যন্ত্র। আগরতলার বাসিন্দা ওই শিশু জন্ম থেকেই কানে শুনতে পেত না। মুকুন্দপুরের AMRI হাসপাতালে, তার কানে সফলভাবে ককলিয়ার যন্ত্র বসানো হয়েছে। চিকিৎসকদের দাবি, ধাপে ধাপে ককলিয়ার যন্ত্রটি চালু করা হবে।
শব্দবাজির বিরুদ্ধে গত দুই সপ্তাহ ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের অভিযান করেছে পুলিশ। প্রচুর পরিমাণে শব্দবাজি বাজেয়াপ্ত করা ছাড়াও গ্রেফতারের ঘটনাও ঘটেছে। বুধবার থেকে মেদিনীপুর শহরের রাস্তায় ও বিভিন্ন ব্লকেও পুলিশের পক্ষ থেকে শব্দবাজির বিরুদ্ধে মাইকিং প্রচার করল পুলিশ। বুধবার বিকেল থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন মোড়ে ছৌ নাচ সহযোগে নাটিকার মাধ্যমে এই প্রচার কর্মসূচী চালায় পুলিশ কর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত সহ একাধিক পুলিশ আধিকারিকরা নিজেরা দাঁড়িয়ে থেকে এই প্রচার চালান।
অমাবস্যার রাতে শ্যামা সঙ্গীতের সুরে ভাসতে ভাসতে, আলোয় সুসজ্জিত মন্দির চত্বরে বসে পুজো দেখতে না পারলেও, করোনা আবহে এবারও দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিতে পারবেন ভক্তরা। মন্দির খোলা থাকবে প্রায় সারারাত। তবে এবারও কঠোরভাবে মানতে হবে করোনাবিধি। মন্দির কর্তৃপক্ষের কড়া নির্দেশ, মাস্ক ছাড়া কাউকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। মন্দিরের প্রবেশ পথে বসানো হয়েছে স্যানিটাইজার টানেল।
বাস ভাড়া বাড়ছে না। ভাড়া বাড়ানো সম্ভব নয়। বাসমালিকদের জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। পরিবর্তে বিকল্প হিসেবে ব্যাটারি বিকল্প জ্বালানি কত তাড়াতাড়ি ব্যবহার করা যায়, তা নিয়ে আলোচনা করা হবে বলে জানান হয়েছে। যদিও বাস মালিকদের বক্তব্য, কেন্দ্র তেলের দাম বাড়াবে, আর রাজ্য বাসভাড়া বাড়াবে. এটা হবে না। মানুষ সমস্যায় পড়বে। এদিকে রাজ্য সরকারের তরফে সিএনজি- কোম্পানিগুলোর সঙ্গে কথা হচ্ছে।
অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে প্রতিবারের মতো এবারও মায়ের সাড়ম্বর আরাধনা। কথিত আছে, যিনি একবার এই দেবস্থানে আসেন, তিনি বারবার আসেন। ১৬৬৫ সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণ নীলাচল পাহাড়ের কোলে এই মন্দির নির্মাণ করেছিলেন। ৫১ পীঠের অন্যতম কামাখ্যায় মায়ের যোনি পড়েছিল বলে কথিত। মা এখানে দশমহাবিদ্যা রূপে পূজিত হন। কামাখ্যা মন্দিরে পুজো উপলক্ষ্য রাত পর্যন্ত মহাযজ্ঞের আয়োজন হয়েছে।
কালীপুজোতেও দর্শকশূন্য থাকবে মণ্ডপ। ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া থাকলেও ভিড় করা যাবে না মণ্ডপে। জগদ্ধাত্রী এবং কার্তিক পুজোতেও কার্যকর থাকবে একই নিয়ম। বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
দীপাবলির আগে রাজ্যে এনআইএ-র হাতে গ্রেফতার JMB জঙ্গি। ধৃত আব্দুল মান্নান বাংলাদেশের বাসিন্দা। গতকাল দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের ভাড়া বাড়ি ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়। এনআইএ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মিলেছে জাল ভোটার ও আধার কার্ড।
কালীপুজোয় পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। সোমবার এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর সেই প্রসঙ্গেই বুধবার কলকাতা হাইকোর্ট জানাল, বাজি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত। এই পর্যায়ে আর হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। তাই নতুন কোনও নির্দেশিকাও দেওয়া হচ্ছে না। তবে বাজির অপব্যবহার রুখতে ব্যবস্থা নিতে হবে রাজ্যকে।
‘বাজি সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত’, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
আগরতলা পুরসভা নির্বাচনে মনোনয়ন জমা তৃণমূলের। ৫১টি ওয়ার্ডের সবকটিতেই প্রার্থী দিল তৃণমূল। একসঙ্গে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের ৫১ জন প্রার্থী। মোট প্রার্থীর ৫০ শতাংশ মহিলা। রামনগরের বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তর ভাই তপন দত্তও তৃণমূলের প্রার্থী তালিকায়। ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট।
৫০ বছরে পা দিল বেলেঘাটা গৌর দে বাগান যুবকবৃন্দের শ্যামাপুজো। নজরকাড়া মাতৃ প্রতিমা ও আলোক সজ্জা। কালীপুজোয় এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল বেলেঘাটা গৌর দে বাগান যুবকবৃন্দ।
পি-৯৬ সিআইটি রোড স্কিম ৬-এর শ্যামা আরাধনার এবার ৮০ বছরে পা। সাবেক প্রতিমা। মণ্ডপ সজ্জাও সাবেকি। কালীপুজোয় এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল পি-৯৬ সিআইটি রোড স্কিম ৬-এর পুজো।
বীরভূমের লাভপুরেও উদ্ধার হয়েছে নিষিদ্ধ শব্দবাজি। গতকাল লাভপুর বাজারে তল্লাশি চালিয়ে ৪৫১ প্যাকেট বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। নিষিদ্ধ বাজি বিক্রির অভিযোগে কয়েকজনকে আটক করা হয়।
কালীপুজোর আগে হুগলির পাণ্ডুয়া থেকে উদ্ধার ৪৮ কেজি শব্দবাজি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সিমলাঘর কালীবাড়ি ও পাণ্ডুয়া গরুহাটতলায় অভিযান চালায় পুলিশ। নিষিদ্ধ বাজি মজুতের অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়।
উত্তর ২৪ পরগনার নৈহাটির বুদুরিয়া গ্রাম থেকে বাজি ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে কয়েক হাজার টাকার বাজি। পুলিশ সূত্রে খবর, বাজি ব্যবসায়ী নজরুল শেখ বাড়িতে বাজি তৈরি করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। তার আগেই তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
দমদম মিলন সঙ্ঘের ৪৮ বছরের পুজোর থিম ফুটবল। গোটা মণ্ডপ জুড়ে কলকাতায় খেলা বিদেশি ফুটবলারদের অজানা কাহিনি। কালীপুজোয় এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল দমদম মিলন সঙ্ঘ।
আদালতের নির্দেশ মেনে শুধুমাত্র সবুজ বাজিই ফাটানো যাবে। মাইকে নির্দেশিকা প্রচার বিধাননগর উত্তর থানার পুলিশের। পরিবেশ-বান্ধব বাজি ছাড়া অন্য বাজি ফাটানো যাবে না। নির্দেশ অমান্য করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি পুলিশের।
রেকর্ড ভোটে জয়ের পর আজ কোচবিহারের মদনমোহন মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন দিনহাটার জয়ী তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। সঙ্গে ছিলেন নির্বাচনী এজেন্ট ও জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য পার্থপ্রতিম রায়। বাংলা থেকে সাম্প্রদায়িক শক্তিকে হঠানোই লক্ষ্য, দাবি দিনহাটার জয়ী তৃণমূল প্রার্থীর। পাশাপাশি আগামীদিনে বাংলাই দেশকে পথ দেখাবে বলে জানান উদয়ন গুহ।
উপনির্বাচনে জেতার পরেই জনসংযোগে বেরোলেন গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। ভোট প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন সুন্দরবনে স্থায়ী নদী বাঁধ তৈরির। সেই মতো ভোটের ফল ঘোষণার পরের দিন সকালেই নেমে পড়লেন কাজে। নৌকায় চড়ে সুন্দরবনের গারাল নদীতে ঘুরে দেখলেন দুর্বল নদীবাঁধগুলির অবস্থা। দুর্বল নদীবাঁধ দ্রুত সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন গোসাবার জয়ী তৃণমূল প্রার্থী।
হাওড়ার সাঁকরাইলে চিপসের ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। আগুন লাগার পরই দ্রুত কর্মীদের কারখানা থেকে বের করে দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের।
পুলিশ অফিসার সেজে গাড়ি আটকে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল কলকাতা থেকে চিকিৎসা করিয়ে বীরভূমে ফিরছিলেন এক দম্পতি। অভিযোগ, রাতে তাঁদের গাড়ি পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের কাছে পৌঁছনোর পর, বাইক আরোহী দুই ব্যক্তি পুলিশ পরিচয়ে আটকায়। রাতে গাড়ি চালানোর জন্য ৪০ হাজার টাকা তোলা দাবি করে বলে অভিযোগ। এরপর দম্পতির ফোন পেয়ে সেখানা হাজির হয় কাঁকসা থানার পুলিশ। গ্রেফতার করে দুই ভুয়ো পুলিশকে। ধৃত অর্জুন দে ও প্রশান্ত চক্রবর্তী কাঁকসারই বাসিন্দা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, ধৃতরা তৃণমূল সমর্থক। এভাবেই রাজ্যজুড়ে তৃণমূল তোলাবাজি করছে বলে কটাক্ষ গেরুয়া শিবিরের। শাসক দলের পাল্টা দাবি, ধৃতদের সঙ্গে বর্তমানে দলের সম্পর্ক নেই। বিজেপি মিথ্যা অভিযোগ করছে।
গভীর রাতে নোয়াপাড়ায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্প্রসারণ প্রকল্পে দুষ্কৃতীদের হানা। নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, বাধা দেওয়ায় ঠিকাদার সংস্থার কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। খোয়া গিয়েছে বেশ কিছু সরঞ্জাম।
বাজারে প্রচুর টাকা দেনা। সেই কারণেই থিয়েটার রোডে অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে খুন করে গয়না হাতানোর ছক কষে গাড়িচালক দুধকুমার ঢল। ধৃতকে জেরা করে দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, বেহালায় এক ব্যক্তির গাড়ি চালাচ্ছিল দুধকুমার।ওই গাড়ি মালিকের বাইক অন্যকে দিয়ে টাকা নেয় সে। মালিক বাইক ফেরাতে চাপ দেওয়ায় ৩০ হাজার টাকার প্রয়োজন ছিল দুধকুমারের। এছাড়াও, বাজারে অনেক টাকা দেনা ছিল তার। সেই জন্যই থিয়েটার রোডে প্রাক্তন মালিকের ফ্ল্যাটে এসে কাজ চাওয়ার অছিলায় রেকি করে যায় রবিবার। সোমবার এসে বৃদ্ধাকে খুন করে টাকা ও গয়না হাতিয়ে চম্পট দেয়।
কালীক্ষেত্র বাংলা। রাজ্যের অন্যতম প্রাচীন কালী মন্দির মালদার জহরা কালীবাড়ি। সেখানে চণ্ডীরূপে পূজিতা হন দেবী। পুজো হয় দিনের আলোয়।
এন্টালি তরুণ সঙ্ঘের শ্যামাপুজোর এবার ৭৫ তম বর্ষ। বিশাল মণ্ডপ। এবিপি আনন্দর আলোক আনন্দ সেরা পুজোর শিরোপা পেল এন্টালি তরুণ সঙ্ঘ।
থিয়েটার রোডে বৃদ্ধা খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনের আগের রাতে বৃদ্ধার ফ্ল্যাটেই আত্মগোপন করেছিল আততায়ী। সবাই ঘুমিয়ে পড়লে শ্বাসরোধ করে হত্যা, খবর পুলিশ সূত্রে।
ইডি-মামলায় রোজভ্যালি কর্ণধারের জামিন নিয়ে বিতর্ক। সিবিআই মামলায় জামিন না পেয়েও ইডি-র মামলায় দু’-দু’বার অন্তর্বর্তী জামিন পেয়ে কীভাবে জেল থেকে বেরোলেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু? প্রশ্ন তুলে ভুবনেশ্বরের খুরদা কোর্টে পিটিশন দায়ের করল সিবিআই।
পূর্ব মেদিনীপুরের একমাত্র সতীপীঠ বর্গভীমা মন্দিরে শক্তির আরাধনার প্রস্তুতি সারা। প্রতি বছরের মতো এবারও তমলুকের সব বারোয়ারি কালিপুজো কমিটির উদ্যোক্তারা প্রথমে শোভাযাত্রা করে বর্গভীমা মন্দিরে গিয়ে পুজো দেবেন। তবে এবারও কোভিড বিধি মেনে ভক্তদের প্রতিমা দর্শন সারতে হবে।
৯ বছরে পড়ল বিজয়গড় ৬’এর পল্লির পুজো। এবারের থিম, এবার পুজো মানবতার। গোটা উৎসবকে কেন্দ্র করে যারা পিছনের সারিতে থাকেন, তাঁদেরই সামনে আনা হয়েছে। মণ্ডপে স্থান পেয়েছেন মণ্ডপসজ্জা শিল্পী, আলোক শিল্পীরা। এবিপি আনন্দর আলোক আনন্দ সেরা পুজোর সম্মান ছিনিয়ে নিল বিজয়গড় ৬’এর পল্লি।
ডানলপের হাওয়া সকালের শ্যামা আরাধনার এবার অষ্টম বছর। মণ্ডপ তৈরি হয়েছে উত্তররাখণ্ডের বদ্রিনাথ মন্দিরের আদলে। সালঙ্কারা মাতৃ মূর্তির অনির্বচনীয় রূপ। এবিপি আনন্দর আলোক আনন্দ সেরা পুজোর শিরোপা পেল হাওয়া সকাল।
অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা NEET-এর প্রথম ২০-তে বাংলার সৌম্যদীপ হালদার। রাজ্যের কৃতীদের একটা বড় অংশেরই গন্তব্য ভিন রাজ্য। সর্বভারতীয় এই প্রবেশিকায় একসঙ্গে প্রথম তেলঙ্গানা, দিল্লি, মহারাষ্ট্রের ৩ কৃতী।
পশ্চিম মেদিনীপুরের বেলদায় উদ্ধার প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি। বেআইনি শব্দবাজি বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বেলদার গুড়দলা গ্রামে অভিযান চলে। প্রায় এক কুইন্টাল নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে। অন্যদিকে, হরিপুর গ্রামে অভিযান চালিয়ে শব্দবাজি বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে শক্তি আরাধনা। থিমের অভিনবত্বে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা। এদের মধ্যে সেরা পুজো পেল আলোক আনন্দ সম্মান। লেক গার্ডেন্স কালচারাল ফ্যানস্ অ্যাসোসিয়েশনের পুজোর এবার ২১ বছরে পা। এবারের থিম, ওরা। উৎসবের আগে বিভিন্ন জেলা থেকে বহু মানুষ কলকাতায় আসেন। যাঁরা সাজিয়ে তোলেন মণ্ডপ। তাঁদের হাত ধরেই তৈরি হয় উৎসবের আবহ। মণ্ডপ শিল্পীদেরই সম্মান জানিয়ে এবিপি আনন্দর আলোক আনন্দ সেরা পুজোর সম্মান জিতে নিল লেক গার্ডেন্স কালচারাল ফ্যানস্ অ্যাসোসিয়েশন।
জলপাইগুড়ির রাজগঞ্জে স্থানীয় পুকুর থেকে উদ্ধার হল দুই সন্তান-সহ গৃহবধূর মৃতদেহ। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার স্বামী ও দুই দেওরকে গ্রেফতার করেছে পুলিশ।
হলদিয়ায় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। তাঁর সঙ্গে কথা না বলেই ২৬টি ওয়ার্ডের সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। শহর সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি। নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পাল্টা দাবি করলেন শহর সভাপতি।
বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে একটি বেসরকারি ব্যাঙ্কের ঋণ আদায়কারীকে আঘাত করে টাকা লুঠের অভিযোগ। চম্পট দেওয়ার আগে এলাকায় বোমাবাজিও করে দুষ্কৃতীরা। হাসপাতালে ভর্তি আক্রান্ত যুবক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
কাঁদতে কাঁদতে কালী মায়ের কাছে যা চেয়েছেন তাই দিয়েছেন তিনি, জানালেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার পুজোয় নিজের হাতে মাকে সোনার গয়না পরালেন তিনি। ৫৭০ ভরি গয়নায় সাজানো হল বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের কালীকে।
দীপাবলির আগে রাজ্যে এনআইএ-র হাতে গ্রেফতার JMB জঙ্গি। ধৃত আব্দুল মান্নান বাংলাদেশের বাসিন্দা। গতকাল দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়। এনআইএ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মিলেছে জাল ভোটার ও আধার কার্ড।
কলকাতায় অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম। গতকালের পর আর নতুন করে বাড়েনি দাম। এখন পেট্রোলের দাম লিটারপ্রতি ১১০.৪৯ টাকা এবং ডিজেলের দাম ১০১.৫৬ টাকা।
২৫ ঘণ্টা পার। শিয়ালদা-লালগোলা শাখায় নদিয়ার জালালখালি হল্টে এখনও চলছে রেল অবরোধ। সমস্ত ট্রেনের স্টপেজের দাবিতে গতকাল সকাল ৭টা থেকে রেল অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে একাধিক ট্রেন। কাজের দিন হওয়ায় ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।অবরোধের জেরে অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে দূরপাল্লার ট্রেন।
কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় প্রাণ গেল মৎস্যজীবীর। সোমবার দুই সঙ্গীকে নিয়ে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যান মৈপীঠ কোস্টাল থানা এলাকার কিশোরীমোহনপুরের বাসিন্দা শ্রীনিবাস মণ্ডল। সঙ্গীরা জানিয়েছেন, গতকাল নৌকায় চড়ে কাঁকড়া ধরার সময় জঙ্গল থেকে বেরিয়ে ওই মৎস্যজীবীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে বাঘ। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ের। সঙ্গীরাই রাতে দেহ ফিরিয়ে আনেন গ্রামে। এলাকায় শোকের ছায়া।
করোনাকালে কালীপুজোর জন্য গাইডলাইন প্রকাশ করল বারাসাত জেলা পুলিশ। প্রকাশ করা হয়েছে, কালীপুজোর গাইড ম্যাপও। জেলা পুলিশ সূত্রে খবর, কালীপুজো উপলক্ষে বারাসাতে প্রায় দেড় হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন।
মালদার খরবা গ্রাম পঞ্চায়েতে একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ। কাজ না করিয়েই ভুয়ো বিল বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে! লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে প্রশাসন। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন প্রধানের স্বামী। চলছে রাজনৈতিক তরজা।
৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি। দলের খারাপ ফল হওয়ার পরই ফের খোঁচা দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। নাম না করে তাঁকে জবাব দিয়েছেন দিলীপ ঘোষ।
গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে জোড়া খুনে ধৃত ভিকি ও শুভঙ্করকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। খুনের কারণ এখনও স্পষ্ট নয়, আদালতে জানালেন সরকারি আইনজীবী।
উপনির্বাচনে চারটি বিধানসভা কেন্দ্রের একটিতেও জিততে পারেনি বিজেপি। দু’টি কেন্দ্রে দ্বিতীয় স্থানের লড়াইয়ে তাদের কড়া টক্কর দিয়েছে সিপিএম। যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি রামে যাওয়া ভোট বামে ফিরতে শুরু করেছে?
ভবানীপুর ছেড়ে খড়দায় এসেও বাজিমাত করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। জয়ের ব্যবধান বাড়ল প্রায় তিন গুণেরও বেশি! উল্লেখযোগ্যভাবে ভোট কমল বিজেপির। নবম রাউন্ড পর্যন্ত দ্বিতীয় স্থানে থেকেও শেষে তৃতীয় হল সিপিএম।
চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। সবক’টিতে জিতল তৃণমূল। বিধানসভা ভোটে বিজেপির জেতা দু’টি কেন্দ্র ছিনিয়ে নিল তারা। অন্যদিকে, এই চারটি কেন্দ্রের মধ্যে তিনটিতেই জামানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপির।
থিয়েটার রোডে অভিজাত আবাসনে অবসরপ্রাপ্ত শিক্ষিকা খুনের কিনারা। ডানকুনি থেকে গ্রেফতার করা হল প্রাক্তন গাড়িচালককে। মুখ চেপে দমবন্ধ করে খুন করা হয় বৃদ্ধাকে। উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে।
সামনের বছরই হতে পারে পুরভোট। সেদিকে নজর রেখে এখন থেকেই বাঁকুড়া পুর এলাকায় জনসংযোগে নেমে পড়ল তৃণমূল। যদিও এ নিয়ে শাসক শিবিরকে কটাক্ষ করেছে বিজেপি।
প্রেক্ষাপট
অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, কলকাতা: উপনির্বাচনের ফল ঘোষণা হতেই পুরভোট নিয়ে শুরু হল আলোচনা। সূত্রের খবর, বড়দিনের আগেই কলকাতা, বিধাননগর, হাওড়ার পুরভোট এবং ফল ঘোষণা সেরে ফেলতে চায় রাজ্য। তারপর দু-তিন দফায় বাকি পুরসভায় ভোট হতে পারে। মঙ্গলবার পুর দফতর ও রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের মধ্যে এনিয়ে কথা হয়েছে।
সামনের মাসেই কি রাজ্যে পুরভোট? বড়দিনের আগেই কি কলকাতা পুরসভার ভোট এবং ফল ঘোষণা হয়ে যাবে? সূত্রের খবর, রাজ্য সরকার চাইছে, বড়দিনের আগেই কলকাতা, বিধাননগর এবং হাওড়া পুরসভার ভোট সেরে ফেলতে। ১৯ ডিসেম্বর কলকাতা-সহ এই তিন পুরসভায় ভোট হতে পারে। ফল ঘোষণা হতে পারে ২২ ডিসেম্বর। ভাইফোঁটার পরই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে। নবান্ন সূত্রে খবর, পুর ও নগরোন্নয়ন দফতর প্রাথমিক আলোচনা শুরু করেছে। প্রাথমিকভাবে ডিসেম্বরের ভোট ভেবে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কালীপুজোর পরে।
এ বিষয়ে পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘আমাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কদিন যাক, দেখতে পাবেন।’
মঙ্গলবারই চার কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এই ফলের নিরিখে তিনটি পুরসভার যে ছবি সামনে এসেছে, তাতে তৃণমূলেরই অ্যাডভান্টেজ। বিধানসভাক উপনির্বাচনের ফলের নিরিখে দিনহাটা পুরসভার ১৬টি ওয়ার্ডের সবক’টিতেই এগিয়ে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে এই সবক’টি ওয়ার্ডেই এগিয়েছিল বিজেপি। আর ২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে দিনহাটা পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে ছিল ১৫টিতে।
বিধানসভার উপনির্বাচনের ফলের নিরিখে খড়দা পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে সবক’টিতেই তৃণমূল এগিয়ে। গত বিধানসভার ফলের নিরিখেও এই সবক’টি ওয়ার্ডে তৃণমূলই এগিয়ে ছিল। আর ২০১৯ সালের লোকসভা ভোটের ফলের নিরিখে তৃণমূল ১০টি ওয়ার্ডে পিছিয়ে ছিল।
বিধানসভা ভোটে বিজেপির জেতা শান্তিপুর কেন্দ্রটি উপনির্বাচনে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। উপনির্বাচনের এই ফলের নিরিখে শান্তিপুর পুরসভার ২৪টি ওয়ার্ডের ২৩টিতে এগিয়ে তৃণমূল। একটি ওয়ার্ডে এগিয়ে সিপিএম। গত বিধানসভা ভোটের ফলের নিরিখে তৃণমূল-বিজেপির স্কোর ছিল ১২-১২। আর গত লোকসভা ভোটের ফলের নিরিখে এই ২৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে ছিল ২২টিতে।
অর্থাৎ পরিসংখ্যানেই স্পষ্ট যে, লোকসভার তুলনায় বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনে সমীকরণ পুরো পাল্টে গেছে। বিজেপির দাবি, এই কারণেই এখন পুরভোট নিয়ে তৎপর হয়েছে রাজ্য সরকার।
রাজ্যে মোট ১১২টি পুরসভায় ভোট বাকি রয়েছে। সূত্রের খবর, ডিসেম্বরে কলকাতা, বিধাননগর, হাওড়া পুরসভায় ভোট করাতে চায় রাজ্য সরকার। তারপর বাকি পুরসভাগুলিতে দু-তিন দফায় ভোট হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -