সঞ্চয়ন মিত্র ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee)? জেল সূত্রে খবর, অসুস্থ বোধ করায় এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে শারীরিক পরীক্ষার (medical test) জন্য এসএসকেএম হাসপাতালে (SSKM) নিয়ে আসা হয়েছিল। সেখান বেশ কয়েকটি এক্স-রে (X-Ray) হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্তের। পরে জেলে ফেরত যাওয়ার পথে তিনি বলেন, 'শরীর ভাল নেই, ভাল থাকার চেষ্টা করছি।'
কী হল আজ?
এসএসসি নিয়োগ দুর্নীতিতে গত মাসেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। আপাতত দুজনেই জেলে। এর মধ্যে খবর, শারীরিক ভাবে ভাল নেই পার্থ। আইনজীবীরাও আগেই আদালতে তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। বলা হয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর হিমোগ্লোবিনের মাত্রা কমেছে, বেড়েছে ক্রিয়েটিনিনের মাত্রা। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, শনিবার হঠাতই অসুস্থ বোধ করেছিলেন পার্থ। চিকিৎসকের পরামর্শ মতো তাঁর কয়েকটি এক্স রে করানোর দরকার ছিল। সেই জন্যই বিকেল চারটের সময় এসএসকেএম হাসপাতালের সেন্ট্রাল ল্যাবরেটরিতে নিয়ে আসা হয়। তখন এক বার হুইলচেয়ারে বসে বলেন, ভাল নেই। পরে হাসপাতাল থেকে বেরোনোর সময়ও এবিপি আনন্দর প্রশ্নের উত্তরে বলেন, 'শরীর ভাল নেই, ভাল থাকার চেষ্টা করছি।'
প্রেক্ষাপট...
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় টানা প্রায় উনিশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। একই সঙ্গে গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে। তদন্তকারীদের দাবি, অর্পিতার দুই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা, বিপুল সোনার গয়না, বিদেশি মুদ্রা ও অসংখ্য সম্পত্তির নথি বেরিয়েছে। মিলেছে ভুয়ো সংস্থার হদিশও। কিন্তু এই বিপুল সম্পত্তির উৎস সম্পর্কে জানতে চাইলে যুক্তিযুক্ত ব্যাখ্যা মেলেনি, দাবি তদন্তকারীদের। তাঁদের ধারণা, এর সঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতির ঘনিষ্ঠ যোগ থাকতে পারে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তৃণমূলকে তীব্র আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা। যদিও দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, 'কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক।কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক।' উল্লেখ্য, গরুপাচার মামলায় দলের আর এক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। তবে এক্ষেত্রে তাঁর পাশে দাঁড়ানোর বার্তাই দিয়েছেন মমতা।
আরও পড়ুন:প্রচুর টাকা নিয়ে 'সরকারি গাড়িতে' ঝাড়খণ্ডে পার্থ-ঘনিষ্ঠ, অভিযান IT দফতরের: PTI