কলকাতা: করোনা পরিস্থিতিতে (Corona Situation) আরও একটা বছর পার। তবে নতুন বছর মানেই নতুন কিছুর সূচনা। পুরোনোকে বিদায় জানিয়ে নতুন স্বপ্ন বোনার দিন শুরু। করোনার দ্বিতীয় ঢেউ (Second Wave) থেকে রাজ্যে ফের স্কুলমুখী পড়ুয়াদের একাংশ। ২০২১ সালে শিক্ষাক্ষেত্রে কী কী ঘটনা ঘটল? ফিরে দেখা তারই এক ঝলক...


স্কুল খোলা: করোনার ধাক্কায় প্রায় ১০ মাস পর চলতি বছর ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ স্কুল খোলে রাজ্যে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খোলে স্কুল। তবে নানা বিধি মানতে হবে বলে জানায় সরকার। বলা হয়, স্কুলে দূরত্ব-বিধি মেনে এক বেঞ্চে দু’জনের বসার ব্যবস্থা, মাস্ক পরে থাকা, হাত বার বার স্যানিটাইজ় করা, টিফিন পিরিয়ড না থাকায় স্কুলে কিছু না খাওয়া এবং খেলাধুলো থেকে বিরত থাকার মতো সব করোনা-বিধি মানতে হবে।




ফের বন্ধ স্কুল: এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ হয়ে যায় স্কুল। ফের গৃহবন্দি হয় পড়ুয়ারা। পিছিয়ে যায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মতো একাধিক পরীক্ষা। ঠিক ছিল চলতি বছর জুন মাসে মাধ্যমিক পরীক্ষা হবে। তার আগে এপ্রিলেই ঘোষণা করা হয় চলতি বছরের মতো বাতিল একাদশ শ্রেণির পরীক্ষা। তাহলে কীভাবে হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক? ওঠে সেই প্রশ্ন।


বাতিল আইসিএসই-সিবিএসই: ১৪ এপ্রিল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করে কেন্দ্র। আইসিএসই বাতিলের কথা জানানো হয় সিআইএসসিই-র তরফে। করোনা আবহে বাতিল হয়ে যায় সিবিএসই-র দ্বাদশের পরীক্ষাও। সিআইএসসিই জানিয়ে দেয় বাতিল হচ্ছে আইএসসি।


বাতিল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক: গত ২৭ মে মুখ্যমন্ত্রী বলেছিলেন, জুলাইয়ে উচ্চ মাধ্যমিক এবং অগস্টে মাধ্যমিক পরীক্ষা হবে। কিন্তু করোনা আবহে পরীক্ষা নিয়ে বিভিন্ন ধরনের মতামতের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে রাজ্য সরকার। ৭ জুন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, চলতি বছরের মতো বাতিল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক  পরীক্ষা।





কীভাবে মূল্যায়ন? তাহলে কীভাবে হবে মূল্যায়ন? মধ্যশিক্ষা পর্ষদ জানায়, নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিকের ফলাফল। ৫০-৫০ শতাংশ হারে ২০২১-এর মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে। এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বসা যাবে পরীক্ষায়। পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। একইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ  ২০১৯-র মাধ্যমিকের ৪টি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশ, ২০২০র একাদশের বার্ষিক পরীক্ষার ৬০ শতাংশ নম্বর, সেইসঙ্গে  দ্বাদশের প্রজেক্ট-প্র্যাক্টিক্যালের নম্বর যুক্ত করে  উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে। সেই অনুযায়ী চলতি বছর জুলাই মাসে প্রকাশিত হয় দুই পরীক্ষার আগে।


জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা: এই দুই ফল প্রকাশের আগে করোনা আবহে অফলাইন পরীক্ষা হয় গত ১৭ জুলাই এই রাজ্যে। করোনাকালে প্রথম পরীক্ষাকেন্দ্রে হাজির থেকে পরীক্ষা দেন ৯২ হাজারের বেশি পরীক্ষার্থী। রাজ্যের পরীক্ষার্থী ৬০ হাজার ১০৫ জন। অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড-সহ ভিনরাজ্যের পরীক্ষার্থী ৩২ হাজারের বেশি।




অপসারিত মহুয়া দাস: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট বিতর্কের জেরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে অপসারিত করা হয়। মহুয়া দাসের জায়গার নতুন সভাপতি হন চিরঞ্জীব ভট্টাচার্য। চিরঞ্জীব ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। যদিও মহুয়া দাসের এই অপসারণের কারণ সম্পর্কে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি। সরকারি সূত্রে অবশ্য দাবি করা হয়, এটি রুটিন বদলি।


বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা:  কখনও শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে, কখনও বা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, একাধিকবার হবু শিক্ষকদের বিক্ষোভ- আন্দোলন দেখেছে এই শহর। গত ২৪ অগাস্ট বিক্ষোভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৫ শিক্ষিকার। বদলি সহ একাধিক দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন শিক্ষক ঐক্য মঞ্চের সদস্য।  বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, তাঁরা সকলেই পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্য। 


ফের খুলল স্কুল: ২৫ অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন ১৬ নভেম্বর থেকে খুলবে স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। করোনার দ্বিতীয় ঢেউয়ের ত্রাস কাটিয়ে ছাত্রছাত্রীদের জন্য খোলে স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। কোভিড বিধি মেনে ক্লাস শুরু করে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা। 




SSC Group-C, SSC Group-D: মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ করা হয়েছে বলে হাইকোর্টে দায়ের হয় মামলা হয়। সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিলেও পরে তা খারিজ হয়ে যায়। গ্রুপডির পাশাপাশি গ্রুপ সি কর্মী নিয়োগও দুর্নীতির অভিযোগে হাইকোর্টে দায়ের হয় মামলা। এই মামলায় ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দেয় আদালত।




মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের টেস্ট: ২০২১ নভেম্বর মাস থেকেই ওমিক্রন আতঙ্ক শুরু হয় সারা বিশ্বে। এই আতঙ্কের আবহে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নেয় যে আগামী বছরের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট নিতে হবে ডিসেম্বরের মধ্যে। পরীক্ষা কোনও কারণে বাতিল হলে মূল্যায়নের জন্য এই সিদ্ধান্ত বলে জানান সংসদ সভাপতি।


দেখুন ভিডিও: বাতিল একাধিক পরীক্ষা, করোনার ধাক্কা সামলে স্কুলমুখী পড়ুয়ারা, ফিরে দেখা ২০২১-এর শিক্ষার আঙিনা


Education Loan Information:

Calculate Education Loan EMI