বেঙ্গালুরু : ফের ধর্ষণের অভিযোগ। ফের কাঠগড়ায় সহপাঠী। গ্রেফতার ২১ বছরের ইঞ্জিনিয়ারিং ছাত্র। দক্ষিণ বেঙ্গালুরুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পুরুষ শৌচালয়ের ভিতরে ঘটে ঘটনাটি। অভিযুক্তের নাম জীবন গৌড়া। সে ষষ্ঠ সেমেস্টারে ছাত্র। বুধবার তাকে হেফাজতে নেয় পুলিশ। গত ১০ অক্টোবর ঘটে ঘটনাটি। একই কলেজের ছাত্রী নিগৃহীতা। ঘটনার পাঁচদিন পর তিনি অভিযোগ জানান। এফআইআর অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।
এফআইআর অনুযায়ী, অভিযুক্ত ও 'ধর্ষণের' শিকার ওই ছাত্রী..দুজনে একে অপরকে চেনে। সহপাঠী ছিল তারা। কিন্তু, ব্যাকলগের কারণে পিছিয়ে পড়ে ওই ছাত্র। ঘটনার দিনে, কিছু জিনিস নিতে সহপাঠীর সঙ্গে দেখা করে ওই ছাত্রী। লাঞ্চ ব্রেকের সময়, একাধিক বার ওই ছাত্রীকে ফোন করে অভিযুক্ত। সপ্তম ফ্লোরের স্থাপত্য ব্লকের কাছে তার সঙ্গে দেখা করতে বলে সে। যখন ওই ছাত্রী সেখানে পৌঁছায়, অভিযুক্ত জোর করে তাকে চুম্বন করার চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় ছাত্রী লিফ্ট ব্যবহার করে ওই জায়গা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। যদিও অভিযুক্ত তাঁকে ষষ্ঠ ফ্লোরে অনুসরণ করে। এরপর তাকে পুরুষ ওয়াশরুমে টেনে নিয়ে গিয়ে সেখানে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। রিপোর্টে আরও বলা হয়েছে যে, ঘটনার সময় গৌড়া ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয় এবং সহপাঠী ছাত্রীর ফোনটি বেজে উঠলে তা কেড়ে নেয়। অনুমান করা হচ্ছে, দুপুর ১:৩০ থেকে ১:৫০ এর মধ্যে ঘটনাটি ঘটেছে। ঘটনার কথা নিজের দুই বন্ধুকে জানান ওই ছাত্রী। এফআইআরে আরও উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত সহপাঠী পরে তাঁকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে তাঁর "পিলের দরকার আছে কিনা।"
পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী প্রথমে অভিযোগ জানাবেন কিনা তা নিয়ে দ্বিধায় ছিলেন। হতাশ হয়ে পড়েছিলেন। ভয়ও পাচ্ছিলেন। পরে তিনি তাঁর বাবা-মাকে ঘটনাটি জানান। তাঁরা মেয়েকে থানায় সঙ্গে নিয়ে এসে অভিযোগ জানান। বৃহস্পতিবার ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই ফ্লোরে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। যার জেরে তথ্যপ্রমাণ জোগাড়ে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ফরেন্সিক ও ডিজিটাল তথ্যপ্রমাণ পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনায় কর্ণাটকের শাসক দল কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি।