করোনা আতঙ্কে ঘরছাড়া উত্তর-পূর্ব ভারত ও নেপালের মানুষ, ছাদ দিতে স্যাঁলোর দরজা খুলে দিলেন মালিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 May 2020 02:33 PM (IST)
বেঙ্গালুরুতে উত্তর-পূর্ব ভারত ও নেপাল থেকে আসা বহু আইটি কর্মী ও শ্রমিক ঘর হারিয়েছেন। তাঁদের জন্যই স্যাঁলোর দরজা খুলে দিয়েছেন রাহুল রাই।
NEXT
PREV
বেঙ্গালুরু: করোনা ভাইরাসের থাবা সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর থেকেই চিনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে বহু দেশ। শুধু তাই নয়, চিনাদের সঙ্গে শারীরিক গড়নে মিল থাকলেই, ঘৃণার শিকার হচ্ছেন তাঁরা। এমন অভিযোগ উঠছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই। কোথাও তাদের উপর থুতু ছিটানোর অভিযোগ, কোথাও তাঁদের দোকানে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন রকম নিগ্রহের শিকার হচ্ছেন চিনা ও চিনা-সুলভ দেখতে মানুষরা, অভিযোগ উঠছে বারবার। বেঙ্গালুরুতে উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে আসা মানুষদের হোটেল-মেস থেকে বার করে দেওয়া হচ্ছে বলে অভিযেগ উঠছে।
এবার তাদের পাশে এসে দাঁড়ালেন বেঙ্গালুরুবাসী এক সহৃদয় ব্যক্তি। শহরের এক স্যালোঁর মালিক তাঁর দরজা খুলে দিলেন এমন ছাদ-হারাদের আশ্রয় দিতে। বেঙ্গালুরুতে উত্তর-পূর্ব ভারত ও নেপাল থেকে আসা বহু আইটি কর্মী ও শ্রমিক ঘর হারিয়েছেন। তাঁদের জন্যই স্যাঁলোর দরজা খুলে দিয়েছেন রাহুল রাই।
তিনি জানিয়েছেন, মানুষের পাশে দাঁড়ানোর এই তো সময়।
বেঙ্গালুরু: করোনা ভাইরাসের থাবা সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর থেকেই চিনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে বহু দেশ। শুধু তাই নয়, চিনাদের সঙ্গে শারীরিক গড়নে মিল থাকলেই, ঘৃণার শিকার হচ্ছেন তাঁরা। এমন অভিযোগ উঠছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই। কোথাও তাদের উপর থুতু ছিটানোর অভিযোগ, কোথাও তাঁদের দোকানে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন রকম নিগ্রহের শিকার হচ্ছেন চিনা ও চিনা-সুলভ দেখতে মানুষরা, অভিযোগ উঠছে বারবার। বেঙ্গালুরুতে উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে আসা মানুষদের হোটেল-মেস থেকে বার করে দেওয়া হচ্ছে বলে অভিযেগ উঠছে।
এবার তাদের পাশে এসে দাঁড়ালেন বেঙ্গালুরুবাসী এক সহৃদয় ব্যক্তি। শহরের এক স্যালোঁর মালিক তাঁর দরজা খুলে দিলেন এমন ছাদ-হারাদের আশ্রয় দিতে। বেঙ্গালুরুতে উত্তর-পূর্ব ভারত ও নেপাল থেকে আসা বহু আইটি কর্মী ও শ্রমিক ঘর হারিয়েছেন। তাঁদের জন্যই স্যাঁলোর দরজা খুলে দিয়েছেন রাহুল রাই।
তিনি জানিয়েছেন, মানুষের পাশে দাঁড়ানোর এই তো সময়।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -