বেঙ্গালুরু: ফোনে হনুমান চালিশা (Hanuman Chalisa) চালিয়ে শুনছিলেন। আর তার জেরে আক্রান্ত হতে হয়েছে বেঙ্গালুরুর (Bengaluru Shopkeeper) এক দোকান মালিককে ! এমনই গুরুতর অভিযোগ করেছেন এক যুবক। বেঙ্গালুরুর ওই দোকান মালিকের নাম মুকেশ। বছর ২৬- এর ওই যুবকের অভিযোগ, তিনি নিজের ফোনে হনুমান চালিশা চালিয়ে শুনছিলেন। তাতেই আশপাশের কিছু লোক ক্ষেপে যান। এখানেই শেষ নয়। মুকেশের অভিযোগ, ওই ব্যক্তিরা হুমকি দিয়ে বলেছিলেন যে আজানের সময় যদি হনুমান চালিশা চালানো থাকে তাহলে দোকানে ভাঙচুর চালাবেন। হুমকি শুনে মুকেশ বলেছিলেন তখন আজানের সময় ছিল না। এরপরেই ওই ব্যক্তিরা দোকান থেকে টেনে বের করে মুকেশকে মারধর করেন। যাঁরা মারধর করেছেন সকলেই স্থানীয় বাসিন্দা। আগেও তাঁদের দেখেছেন বলে দাবি করেছেন মুকেশ। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। ইতিমধ্যেই তিনজন গ্রেফতারও হয়েছে। জানা গিয়েছে, মুকেশই ওই দোকানের মালিক।
এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও এক্স মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সংবাদসংস্থা পিটিআই- এর ওই ভিডিওতে দেখা গিয়েছে, বক্তব্য রাখছেন বিজেপি নেতা তেজস্বী সূর্য। ভয়ঙ্কর অভিযোগ করেছেন তিনি। তেজস্বীর কথায়, যেহেতু মুকেশ কন্নড় ভাষা ভালভাবে পড়তে জানেন না, তাই তিনি গোটা ঘটনা পুলিশকে মুখে বলেছিলেন এবং তাঁরা অভিযোগ লিখে নিয়েছিলেন। কিন্তু এফআইআর- এ নাকি আসল ঘটনাই নাকি লেখা হয়নি ! তেজস্বীর অভিযোগ, এফআইআর- এ লেখা হয়েছিল যে ব্লুটুথ স্পিকারে জোরে গান বাজিয়েছেন মুকেশ। তার জেরেই ঘটনা ঘটেছে। অথচ মোবাইলে হনুমান চালিশা চালানোর ঘটনার কোনও উল্লেখই করা হয়নি ওই এফআইআর- এ। এদিকে একাধিক জায়গায় এমনকি বিভিন্ন মিডিয়াতেও গোটা ঘটনার বিবরণ দিয়েছেন মুকেশ। কিন্তু সেই ঘটনার কোনও উল্লেখই করা হয়নি এফআইআর- এ। এমনই গুরুতর অভিযোগ করেছেন বিজেপি নেতা তেজস্বী সূর্য। এক্স মাধ্যমে এই ভিডিও প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে শোরগোল। জানা গিয়েছে, এই এফআইআর দায়ের হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানোর জন্য শাস্তি), ৫০৪ (শান্তি ভঙ্গ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান), ১৪৯, ৩০৭ (হত্যার চেষ্টা) এবং আরও কয়েকটি ধারায়।
এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। কর্নাটক কংগ্রেস শাসিত রাজ্য হওয়ার ফলে এই ঘটনার জন্য সরাসরি সেই রাজ্যের শাসকদলের দিকেই আঙুল তুলেছেন তিনি। অমিত মালব্যর কথায়, 'কর্নাটকে কংগ্রেস জয়ী হওয়ার পর থেকেই বেঙ্গালুরুতে আইনশৃঙ্খলার সম্পূর্ণ বিপর্যয় ঘটেছে। সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে, গুলি চালানো হয়েছে এবং এখন মৌলবাদীরা একটি দোকানে ঢুকে মালিককে মারধর করেছে। কংগ্রেসকে ভোট দিন এবং তাদের তুষ্টিকরণের রাজনীতির শিকার হন।'