আমেরিকায় ভোটের আর মাত্র কদিন, ট্রাম্পের মোমের মূর্তি ডাস্টবিনে ফেলে দিল বার্লিনের মাদাম ত্যুসো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Nov 2020 12:03 PM (IST)
মার্কিন সময় মঙ্গলবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে সমীক্ষা বলছে, ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী জো বিডেন।
NEXT
PREV
বার্লিন: ৩ তারিখ আমেরিকায় প্রেসিডেন্ট ভোট। তার অল্প কদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোমের মূর্তি ডাস্টবিনে ফেলে দিল বার্লিনের মাদাম ত্যুসোর মোমের জাদুঘর কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, আগে থেকে ব্যবস্থা নিয়ে এই পদক্ষেপ করেছে তারা।
নোংরা ভর্তি ডাস্টবিনে পড়ে মার্কিন প্রেসিডেন্টের মূর্তি। বিনে লেখা, ডাম্প ট্রাম্প মেক আমেরিকা গ্রেট এগেন। আর রয়েছে ট্রাম্পের বেশ কয়েকটি টুইট, কোনওটায় লেখা ফেক নিউজ, আবার কোনওটায় ইউ আর ফায়ার্ড। রয়েছে আই লাভ বার্লিন-ও। একটি ট্র্যাশ ব্যাগের ওপর নাকি বসিয়ে দেওয়া হয়েছে মেক আমেরিকা গ্রেট এগেন হ্যাট।
মিউজিয়ামের মার্কেটিং ম্যানেজার অর্কিডে ইয়ালসিনডাগ বলেছেন, ডাস্টবিনে ট্রাম্পের মূর্তি ফেলে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভোট নিয়ে মোমের জাদুঘর তাদের সুপ্ত ইচ্ছা প্রকাশ করেছে। তাই আগে থেকে ব্যবস্থামূলক পদক্ষেপ হিসেবে ট্রাম্পের মূর্তি ফেলে দিয়েছে তারা।
মার্কিন সময় মঙ্গলবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে সমীক্ষা বলছে, ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী জো বিডেন।
মাদাম ত্যুসোয় সাধারণত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টদের মূর্তি স্থাপিত হয়, তাই ট্রাম্প যদি হেরেও যান, তাঁর মূর্তি মিউজিয়ামে আবার ফেরত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
বার্লিন: ৩ তারিখ আমেরিকায় প্রেসিডেন্ট ভোট। তার অল্প কদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোমের মূর্তি ডাস্টবিনে ফেলে দিল বার্লিনের মাদাম ত্যুসোর মোমের জাদুঘর কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, আগে থেকে ব্যবস্থা নিয়ে এই পদক্ষেপ করেছে তারা।
নোংরা ভর্তি ডাস্টবিনে পড়ে মার্কিন প্রেসিডেন্টের মূর্তি। বিনে লেখা, ডাম্প ট্রাম্প মেক আমেরিকা গ্রেট এগেন। আর রয়েছে ট্রাম্পের বেশ কয়েকটি টুইট, কোনওটায় লেখা ফেক নিউজ, আবার কোনওটায় ইউ আর ফায়ার্ড। রয়েছে আই লাভ বার্লিন-ও। একটি ট্র্যাশ ব্যাগের ওপর নাকি বসিয়ে দেওয়া হয়েছে মেক আমেরিকা গ্রেট এগেন হ্যাট।
মিউজিয়ামের মার্কেটিং ম্যানেজার অর্কিডে ইয়ালসিনডাগ বলেছেন, ডাস্টবিনে ট্রাম্পের মূর্তি ফেলে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভোট নিয়ে মোমের জাদুঘর তাদের সুপ্ত ইচ্ছা প্রকাশ করেছে। তাই আগে থেকে ব্যবস্থামূলক পদক্ষেপ হিসেবে ট্রাম্পের মূর্তি ফেলে দিয়েছে তারা।
মার্কিন সময় মঙ্গলবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে সমীক্ষা বলছে, ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী জো বিডেন।
মাদাম ত্যুসোয় সাধারণত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টদের মূর্তি স্থাপিত হয়, তাই ট্রাম্প যদি হেরেও যান, তাঁর মূর্তি মিউজিয়ামে আবার ফেরত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -