করোনার জেরে দীর্ঘ ৭ মাস বন্ধ ছিল এই গ্র্যান্ড মসজিদ। অক্টোবরেই প্রার্থনার জন্য খুলে দেওয়া হয়েছে মসজিদ, করোনার জেরে উমরাহ বা মুসলিম ধর্মাবলম্বীদের তীর্থযাত্রা বন্ধ ছিল, তাও চালু হয়েছে, ২০,০০০ ধর্মবিশ্বাসী এখানে এখন প্রার্থনা করতে পারবেন। জুলাইয়ের শেষে এখানে যে বার্ষিক হজ তীর্থযাত্রা হয়, তা দীর্ঘ সময়ের মধ্যে সংক্ষিপ্ততম। গত বছরও এতে যোগ দেন দেশ বিদেশ থেকে আসা ২৫ লক্ষ মুসলিম, এবার সংখ্যাটি সীমাবদ্ধ ছিল মাত্র ১০,০০০-এ। তাও তাঁরা সকলে সৌদির বাসিন্দা। মক্কার গ্র্যান্ড মসজিদের দেওয়ালে গাড়ির ধাক্কা এই সৌদি নাগরিকের, গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Nov 2020 09:48 AM (IST)
অভিযুক্ত দুটি বাধা টপকে প্রচণ্ড গতিতে সোজা গাড়ি চালিয়ে এসে মসজিদের দক্ষিণের দরজায় গাড়ির ধাক্কা দেন।
রিয়াধ: মক্কার বিখ্যাত গ্র্যান্ড মসজিদের বাইরের দেওয়ালে সজোরে নিজের গাড়ির ধাক্কা দিলেন সৌদি আরবের এক বাসিন্দা। এই মসজিদ ইসলাম ধর্মের পবিত্রতম স্থল। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দুটি বাধা টপকে প্রচণ্ড গতিতে সোজা গাড়ি চালিয়ে এসে মসজিদের দক্ষিণের দরজায় গাড়ির ধাক্কা দেন। ঘটনার ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। নিরাপত্তারক্ষীরা গ্রেফতার করেছেন তাঁকে। মসজিদ কর্তৃপক্ষ তাঁর নাম প্রকাশ করেনি, তবে জানিয়েছে, তিনি সম্ভবত স্বাভাবিক অবস্থায় ছিলেন না। দেখুন ভিডিও