মুম্বই: ২০১৮-তে ক্যানসারে আক্রান্ত বলে ধরা পড়েছিল। এরপর চিকিত্সার জন্য লন্ডনে চলে গিয়েছিলেন তিনি। প্রায় বছর খানেক চিকিত্সার পর দেশে ফিরে আসেন ইরফান খান। মৃত্যুর সঙ্গে কয়েকবারই পাঞ্জা লড়ে ফিরে আসেন এবং সিনেমায় কাজও শুরু করেছিলেন। কিন্তু এবার জীবন-যুদ্ধে হার মানতে হল তাঁকে। মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান।
আজ ইরফান নেই। কিন্তু রূপোলি পর্দায় তাঁর অভিনয় দর্শকদের মনে স্থায়ী আসন পেতে নিয়েছে। তাঁর স্মৃতি অনুরাগীদের মনে অমলিন থাকবে চিরদিন। যে সিনেমাতেই অভিনয় করতেন, তাঁর অভিনয়ের দক্ষতায় সেই চরিত্র জীবন্ত হয়ে উঠত। এরইমধ্যে কিছু সিনেমার কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। দেখে নেওয়া যাক, ইরফানের সেরা কয়েকটি সিনেমা।
১. পান সিংহ তোমর-২০১২-র এই সিনেমায় ইরফানের অভিনয় সবার প্রশংসা আদায় করে নেয়। তাঁর সেরা সিনেমাগুলির মধ্যে এই সিনেমা থাকবে সবার আগে। শুধু সমালোচক মহলেই নয়, বক্সঅফিসেও সাফল্য পেয়েছিল এই সিনেমা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার ইরফান পেয়েছিলেন এই সিনেমায় অভিনয়ের জন্য।
২. দ্য লাঞ্চ বক্স-ইরফান অভিনীত সবচেয়ে আলোচিত সিনেমাগুলির মধ্যে অন্যতম লাঞ্চ বক্স। দর্শকরা এই সিনেমা দারুণ উপভোগ করেছিলেন। এই সিনেমায় ইরফান ও নওয়াজউদ্দিন সিদ্দিকির যুগলবন্দি দেখা গিয়েছিল।
৩. মকবুল-২০০৩-এর এই সিনেমায় ইরফান তাঁর অভিনয়ের নতুন দিক তুলে ধরেছিলেন। শেক্সপিয়রের ম্যাকবেথ-এর কাহিনী অবলম্বনে বিশাল ভরদ্বাজ পরিচালিত এই সিনেমায় দুরন্ত অভিনয় করেছিলেন ইরফান। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন তব্বু ও পঙ্কজ কপূর।
৪. ইয়ে সালি জিন্দেগি-ইরফানের সেরা সিনেমাগুলি নিয়ে আলোচনায় এই ছবির প্রসঙ্গ অবশ্যই আসবে। জীবনের ওঠা-পড়া নিয়ে এই গ্যাংস্টার ড্রামা তাঁর সেরা ছবিগুলির মধ্যে অন্যতম। ইয়ে সালি জিন্দেগি-তে তাঁর সঙ্গে অভিনয় করেন চিত্রঙ্গদা সিংহ। পরিচালক সুধীর মিশ্র।
৫. করিব করিব সিঙ্গল-এই সিনেমায় সংলাপের থেকে চোখের ভাষাতেই যেন বেশি কথা বলেছিলেন ইরফান। অসাধারণ একটি প্রেমের কাহিনী। সিনেমায় ইরফানের স্ক্রিন প্রেজেন্স দর্শকদের মনে এখনও উজ্জ্বল।
৬. হিন্দি মিডিয়াম-ইরফান অভিনীত অন্যতম জনপ্রিয় ২০১৭-র মুক্তিপ্রাপ্ত এই সিনেমা। এই সিনেমার পরই তাঁর বিরল অসুখ ধরা পড়ে। সিনেমায় ইরফান এমন এক বাবার চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি তাঁর সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত। এর সিকোয়েল আংরেজি মিডিয়াম সদ্যই মুক্তি পেয়েছিল। এটাই ইরফানের শেষ সিনেমা।
৭. হায়দার-লিড রোলই হোক বা ক্যামিও-যে ভূমিকাতেই অভিনয় করুন, ইরফান তাঁর অভিনীত সিনেমায় স্বকীয়তা তুলে ধরার জন্যই পরিচিত। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই সিনেমায় ছোট্ট একটি ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু সেই ভূমিকাকেই অভিনয় দক্ষতার মাধ্যমে স্মরণীয় করে তুলেছিলেন।
৮. পিকু-দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চনের সঙ্গে ইরফান এই সিনেমায় অভিনয় করেছিলেন। দীপিকা ও অমিতাভের সঙ্গে তাঁর কেমিস্ট্রি দর্শকরা দারুণ উপভোগ করেছিলেন।
দর্শকদের মন ইরফান জিতে নিয়েছেন অভিনয় দক্ষতায়, দেখে নেওয়া যাক তাঁর সেরা কিছু সিনেমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2020 03:13 PM (IST)
২০১৮-তে ক্যানসারে আক্রান্ত বলে ধরা পড়েছিল। এরপর চিকিত্সার জন্য লন্ডনে চলে গিয়েছিলেন তিনি। প্রায় বছর খানেক চিকিত্সার পর দেশে ফিরে আসেন ইরফান খান। মৃত্যুর সঙ্গে কয়েকবারই পাঞ্জা লড়ে ফিরে আসেন এবং সিনেমায় কাজও শুরু করেছিলেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -