নয়াদিল্লি: ওয়ার্ক ফ্রম হোম করতে হলে ইন্টারনেট খরচটা বেশ বেশি হয়। রোজ কাজ করতে হলে ২জিবি ডেটাও কম পড়ে যায়। চলুন, দেখে নেওয়া যাক এয়ারটেল, জিও এবং ভোডাফোনের কিছু বিশেষ প্ল্যান, যা এই পরিস্থিতিতে আপনার পক্ষে একদম ঠিকঠাক হবে।
এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যান
এই প্ল্যানে রোজ ১০০ ফ্রি এসএমএস আর আনলিমিটেড কলিংয়ের সুবিধে পাবেন। এর মেয়াদ ২৮ দিনের, রোজ পাবেন ৩জিবি করে ডেটা। সঙ্গে জি৫, এয়ারটেল এক্সট্রিম ও উইঙ্ক মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশন।
জিওর ৩৪৯ টাকার প্ল্যান
এতে রোজ ৩জিবি করে ডেটা পাবেন। ভ্যালিডিটি ২৮ দিনের। পাবেন জিও থেকে জিও আনলিমিটেড কলিংয়ের সুবিধে। আবার নন-জিও নেটওয়ার্কে ফোন করতে গেলে ফ্রি ১০০০ মিনিট। রোজ ১০০ ফ্রি এসএমএস করতে পারবেন। তা ছাড়া পাবেন জিও অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশন।
ভোডাফোনের ৩৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানের মেয়াদ ৫৬ দিনের। রোজ পাবেন ১০০ ফ্রি এসএমএসের সুবিধে, ১.৫জিবি+১.৫জিবি ডেটা। এছাড়া রয়েছে আনলিমিটেড কলিং। এর সঙ্গে পেয়ে যাবেন জি৫ ও ভোডাফোন প্লের ফ্রি সাবস্ক্রিপশন।
ওয়ার্ক ফ্রম হোম চলছে এখনও? জেনে নিন বেস্ট রিচার্জ প্ল্যান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jul 2020 12:09 PM (IST)
রোজ কাজ করতে হলে ২জিবি ডেটাও কম পড়ে যায়। চলুন, দেখে নেওয়া যাক এয়ারটেল, জিও এবং ভোডাফোনের কিছু বিশেষ প্ল্যান, যা এই পরিস্থিতিতে আপনার পক্ষে একদম ঠিকঠাক হবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -