নয়াদিল্লি: ভুলভাল ইমেল, মেসেজ মোবাইলে ঢোকে নিশ্চয়ই। নিঃসন্তান কোটিপতি সব সম্পত্তি আপনাকে দিতে চান, কোটি কোটি টাকার লটারি পেয়েছেন, যার টিকিট জীবনে কাটেননি- এমন সব কিছু। নিশ্চয়ই জানেন, এই সবই সাইবার ক্রাইম ছাড়া কিছু না। উদ্দেশ্য একটাই, শিকার যেন ফাঁদে পড়ে হাতছাড়া করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছে, করোনার আবহেও লোক ঠকানোর সুযোগ খুঁজছে জালিয়াতরা। পদ্ধতি অবশ্যই পুরনো- নির্দিষ্ট কিছু সফটওয়্যার দিয়ে লিঙ্ক পাঠানো, তাতে ক্লিক করলেই হাতছাড়া হয়ে যাবে যাবতীয় ব্যক্তিগত তথ্য। দেখুন কী ধরনের মেল বা মেসেজ পাঠাচ্ছে এরা ১. বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডোনেশন চাইছে- ইমেল দেখে মনে হবে একদম খাঁটি, করোনা রুখতে হু আপনার সাহায্য চায়। ভিয়েতনাম থেকে আসা একটি ইমেল আবার ডোনেশন চাইছে বিটকয়েনে। ২. করোনা পরীক্ষা ও টেস্ট কিট- এই ইমেলগুলি অনলাইনে টেস্ট কিট কেনার টোপ দেয়, বলে, নির্দিষ্ট কিছু হাসপাতালে এই পরীক্ষা করাতে পারবেন। ৩. তোলাবাজি- এধরনের ইমেলের সংখ্যা কম তবে ঘটছে না এমনটা নয়। বলা হচ্ছে, আপনার সব ব্যক্তিগত তথ্য ওদের কাছে রয়েছে, নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে করোনাভাইরাসে সংক্রমিত করা হবে আপনাকে। ৪. করোনার ওষুধ বা টিকা বেরিয়ে গিয়েছে বলে ভুয়ো তথ্য দেওয়া ইমেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম করে এই মেল আসে, সঙ্গে অ্যাটাচমেন্ট, ক্লিক করলেই এক মুহূর্তে হাতছাড়া সব ব্যক্তিগত তথ্য। করোনা নিয়ে জালিয়াতির সংখ্যা এখনও কম। কিন্তু এর ঝুঁকি অবশ্যই বেশি কারণ গোটা বিশ্বের মানুষ এই অতিমারী নিয়ে আতঙ্কে রয়েছেন। সাইবার নিরাপত্তা সংস্থাগুলি বলছে, এ ধরনের জালিয়াতি কিন্তু বাড়ছে। এই মুহূর্তে এই জালিয়াতদের ধরাও শক্ত। কিন্তু যদি প্রথম থেকে সাবধান হন, তাহলে সহজেই এদের হাত এড়াতে পারবেন।