হলদিয়া: দল বদলের পর একের পর এক সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন শুভেন্দু অধিকারী।  কাঁথির পর হলদিয়া, ফের তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুর থেকে তৃণমূলকে উপড়ে ফেলব। হুঙ্কার নন্দীগ্রামের প্রাক্তন বিধায়কের। পাল্টা উত্তর দিয়েছে রাজ্যের শাসকদল।


বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, এখানে তৃণমূলের ঝান্ডা লাগানোর লোক ছিল না। আমি দলকে দাঁড় করিয়েছিলাম। আর এখন বিজেপির সদস্য হয়ে আমিই এই পার্টিকে উপড়ে ফেলব। এর আগে ডায়মন্ডহারবারের সভা থেকে শুভেন্দু অধিকারীকে আলাদা দল গড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন যার জবাব দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি ভাইপো অস্ত্রে ফের আক্রমণ করেন। শুভেন্দুর সুরে সুর মিলিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

বিজেপিতে যোগদানের পর থেকে চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করে চলেছেন শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কাছে দ্বারিবেরার সভা থেকেও যার অন্যথা হল না। এদিন শুভেন্দু বলেন, অভিষেক আমি যদি আঞ্চলিক দল গড়তাম তাহলে আমি মরে গেলে ভাইপো হয়ত মালিক হত। ভাইপোর পুলিশ ফোন ট্যাপ করছে।

উল্লেখ্য, শনিবার স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মী শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। শুভেন্দু অধিকারীর পাশাপাশি এদিন ‘ভাইপো’ অস্ত্রে শাণ দিয়ে তৃণমূলকে আক্রমণ করেন বাবুল সুপ্রিয়ও। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কথায়, তোমাকে সবাই ভাইপো বলে কেন? কারণ ওটাই তোমার পরিচয়। দিদি শব্দটার সংজ্ঞাই বদলে দিয়েছেন। এখন দিদি বললে লোকে বিরক্ত হয়। কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।