মুম্বই: দীর্ঘদিন একসঙ্গে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে কাটিয়েছেন। খুব কাছ থেকে একে অপরকে চেনেন। একজন বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। দ্বিতীয় জন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটিং কােচ। প্রথম জন রোহিত শর্মা, দ্বিতীয়জন বিক্রম রাঠোর। এবার রোহিতের সম্পর্কে অবাক করা তথ্য দিলেন বিক্রম রাঠোর। ভারতীয় ক্রিকেট দলের হিটম্য়ানের সতীর্থরা সবাই মোটামুটি মানেন যে রোহিত ভীষণ ভুলোমনের। এমনটাই মনে করেন বিক্রম রাঠোরও। কিন্তু প্রাক্তন ব্যাটিং কোচ ও প্রাক্তন ক্রিকেটার বিক্রম মনে করেন একটি বিষয় রোহিত কখনওই কোনও ভুল করবেন না। এমনকী একট বিষয় সম্পর্কে ভীষণ সচেতনও। কী জানেন সেটি? 


সম্প্রতি এক পডকাস্টে এসে রোহিতকে নিয়ে প্রশ্ন করা হলেন বিক্রম রাঠোর বলেন, ''রোহিত খুব ভুলোমনের। এটাই আমরা সবাই জানি। ওঁ হয়ত ভুলে যেতে পারে টস জিতে ব্যাটিং বা বোলিং কোনটা করার সিদ্ধান্ত নেবে। এছাড়া টিম বাসে তাঁর ফোন ও আইপ্যাডও ভুলে যেতে পারেন কিন্তু তিনি তাঁর গেমপ্ল্যান কখনও ভুলে যান না। ভীষণ বুদ্ধিমান একজন অধিনায়ক রোহিত।''


তবে অধিনায়ক ও ব্যাটার রোহিতে যে তিনি মুগ্ধ সে কথাও তুলে ধরেন বিক্রম। তিনি বলেন, ''ব্যাটার রোহিত অসাধারণ একজন প্লেয়ার। এমন একজন যে খেলাটা সত্যিই বোঝে ভীষণভাবে। কোন বোলারকে কীভাবে খেলতে হবে, পুরো পরিকল্পনা আগে থেকেই ওঁর মাথায় পরিষ্কার থাকে।'' ক্যাপ্টেন হিটম্য়ানকে নিয়ে রাঠোর বলেন, ''অধিনায়ক হিসেবে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। সতীর্থদের সামনে নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরতে হয়। রোহিত বরাবর যেই কাজটা করে এসেছে। অধিনায়ক হিসেবে ওঁ এককথায় দুর্দান্ত।''


এদিকে দলীপ ট্রফির দলে রোহিত ও বিরাটকে না দেখে প্রশ্ন তুলেছেন সুনীল গাওস্কর। একটি সংবাদপত্রে নিজের কলামে গাওস্কর লিখেছেন, 'দলীপ ট্রফির জন্য ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে রাখেননি নির্বাচকেরা। তার মানে সেভাবে কোনও ম্যাচ প্র্যাক্টিস ছাড়াই বাংলাদেশের বিরুদ্ধে নামবে ওরা।' কয়েক দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেছিলেন, 'রোহিত ও বিরাটকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলার কোনও মানে নেই। এতে ওদের চোট পাওয়ার ঝুঁকি থাকবে।' এরপর সূচি অনুযায়ী ১০টি টেস্ট ম্য়াচ রয়েছে সামনে, সে কথা ভেবেই নাকি এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিত ও বিরাট শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেই শেষ খেলেছেন।