কলকাতা: সমস্যা লেগেই রয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নিয়ে। ব্রাজিলের ওষুধ প্রস্তুতকারক  সংস্থার সঙ্গে টিকা চুক্তি বাতিল করল ভারত বায়োটেক। কেন এই চুক্তি খারিজ করেছে দেশিয় সংস্থাটি, এর কোনও কারণ এখনও জানা যায়নি। তবে এই টিকা চুক্তি বাতিলের পর ব্রাজিলে বন্ধ হয়েছে কোভ্যাক্সিন টিকার ট্রায়াল। করোনা আবহে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।


ব্রাজিলের প্রেসিসা মেডিকামেন্টোস নামের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে কোভ্যাক্সিন বিক্রির চুক্তি দিয়েছিল ভারত বায়োটেক। সেই মোতাবেক মৌ স্বাক্ষরিতও হয়। যদিও শুক্রবার ভারত বায়োটেকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'ভারত বায়োটেক ব্রাজিলের সংস্থার সঙ্গে MoU চুক্তি বাতিল করছে। যদিও ব্রাজিলের ড্রাগ রেগুলেটরি বডির সঙ্গে কাজ করবে ভারত বায়োটেক। ব্রাজিল যাতে কোভ্যাক্সিনকে ব্যবহারের অনুমতি দেয় তার জন্য পুরো প্রক্রিয়া শেষ করতে চায় সংস্থা।'


এদিকে এই ঘটনার পরই  ব্রাজিলের স্বাস্থ্য দফতরের তরফে একটি বিবৃতিতে জানানো হয় যে ভারত বায়োটেক ব্রাজিলের সংস্থার সঙ্গে চুক্তি খারিজ করায় সরকারের তরফে দেশে কোভ্যাক্সিন টিকার ট্রায়াল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


প্রসঙ্গত, কোভ্যাক্সিনের চুক্তি ঘিরে নাম জড়িয়েছিল প্রেসিডেন্ট বলসোনারোর। অস্বচ্ছতার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। চুক্তি অনুসারে ২৪ মিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে ভারত বায়োটেকের ২০ মিলিয়ন ডোজ কোভ্যাক্সিন কেনার কথা ছিলো ব্রাজিলের। অভিযোগ ওই চুক্তিতে ভ্যাকসিনের দাম ১০০০ গুণ বাড়িয়ে দেখানো হয়েছিল। প্রেসিডেন্টের চাপেই এই মৌ স্বাক্ষরিত হইয়, এমনই একটি সংবাদ প্রকাশিত হয়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।


অন্যদিকে, কেন্দ্রকে ৫০০ মিলিয়ান কোভ্যাক্সিনের ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত বায়োটেক। শুক্রবার ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে যে, গোটা দেশজুড়ে চলা ঠিকাকরণ প্রক্রিয়াতে সামিল হতেই কেন্দ্রকে দ্রুত এই ভ্যাকসিন দেওয়া হবে।  পশ্চিমবঙ্গে যেমন কোভ্যাক্সিন টিকা না থাকায় বৃহস্পতিবার এই টিকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকে। কেন্দ্র কোভ্যাক্সিন পাঠানোর পরই ফের টিকাকরণ শুরু করবে কলকাতা পুরসভা এমনটাই জানান হয়।