নয়াদিল্লি: শুধুমাত্র ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা নয়, 'ভারত জোড়ো যাত্রা'কে (Bharat Jodo Yatra) তাঁর রাজনৈতিক কৌশলের অঙ্গ হিসেবেও দেখছেন অনেকে। কিন্তু তাতে নিরাপত্তার প্রশ্ন উঠে এসেছে। রাহুল গান্ধীর (Rahul Gandhi) নিরাপত্তা নিয়ে দিল্লি পুলিশ ঢিলেমি দিচ্ছে বলে একদিকে যেমন অভিযোগ করছে কংগ্রেস (Congress), তেমনই আধা সামরিক বাহিনী সিআরপিএফ-এর দাবি, রাহুল খোদই নিরাপত্তা নিয়ে উদাসীন। সেই আবহে নিরাপত্তার প্রশ্নে মুখ খুললেন রাহুল। জানিয়ে দিলেন, বুলেট প্রুফ গাড়িতে পদযাত্রা সম্ভব নয়। 

রাহুল জানালেন, বুলেট প্রুফ গাড়িতে পদযাত্রা সম্ভব নয়

শনিবার 'ভারত জোড়ো যাত্রা' নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন রাহুল। সেখানে তিনি বলেন, "সরকার চায়, আমি বুলেট প্রুফ গাড়ি চেপে 'ভারত জোড়ো যাত্রা' চালাই! সেটা কী ভাবে সম্ভব? এটা তো পদযাত্রা! "

একই সঙ্গে নিরাপত্তাকে অজুহাত হিসেবে খাড়া করা হচ্ছে বলেও অভিযোগ করেন রাহুল। বিজেপি নেতারা যখন বুলেট প্রুফ গাড়ি ছেড়ে, নিরাপত্তা বিধি লঙ্ঘন করে ঘুরে বেড়ান, সেই সময় তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না, দল বিশেষে ভিন্ন আচরণ করা হচ্ছে বলেও দাবি করেন। রাহুল বলেন, "যখন ওঁদের নেতা হুডখোলা জিপে চেপে পথসভা করেন, নিরাপত্তা বিধি লঙ্ঘন করেন, কোনও চিঠি চালাচালি হয় না তা নিয়ে। আমার বেলায় শুধু রাহুল গান্ধী নিজের নিরাপত্তার পরোয়া করছেন না বলে তত্ত্ব খাড়া করা হচ্ছে।" মিথ্যা প্রচার, টাকার ক্ষমতা কখনও সত্যকে চাপা দিয়ে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন রাহুল। 

আরও পড়ুন: Lok Sabha Elections 2024: অক্সিজেন জোগাচ্ছে ‘ভারত জোড়ো যাত্রা’! ’২৪-এ রাহুলই বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী, জানিয়ে দিলেন কংগ্রেস নেতা

ভারত জোড়ো যাত্রা ভারতের আবেগের প্রতিফলন বলেও এ দিন দাবি করেন রাহুল। তিনি বলেন, "পদযাত্রা যখন শুরু করি, আগে থেকে কোনও ধারণা নিয়ে নামিনি। যত দিন যেতে লাগল, তত বেশি করে বুঝলাম যে, যে কোনও প্রাণীর মতো এই পদযাত্রারও নিজের অনুভূতি রয়েছে। ভারতের আবেগের প্রতিফলন এই পদযাত্রা। এতকিছু শিখেছি এই পদযাত্রা থেকে, যা আমার ভাবনাতেও ছিল না।"

কন্যাকুমারী থেকে জম্মু-কাশ্মীর পর্যন্ত ১৫০ দিনের পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন রাহুল

কন্যাকুমারী থেকে জম্মু-কাশ্মীর পর্যন্ত ১৫০ দিনের পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন রাহুল। ৭ সেপ্টেম্বর যাত্রা শুরু করেন তিনি। তাতে এ যাবৎ ভালই সাড়া মিলেছে। এই পদযাত্রার রাহুলের ভাবমূর্তি পুনরুদ্ধারে তো বটেই, কংগ্রেসকেও ঘুরে দাঁড়াতে অক্সিজেন জোগাচ্ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তাই কংগ্রেসের বর্ষীয়ান নেতা কমলনাথও কোনও রাখঢাক না করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সরাসরি রাহুলের নাম তুলে ধরেছেন।