ফের ভাটপাড়া পুরসভায় ১৯-০ ভোটে জয় তৃণমূলের, ভোট দিতেই এল না বিজেপি
Web Desk, ABP Ananda | 07 Jan 2020 02:36 PM (IST)
বিজেপি কাউন্সিলররা ভোট দিতে আসেননি। জেলাশাসকের তত্ত্বাবধানে হয় ভোটাভুটি। সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, মঙ্গলবার ভাটপাড়া পুরসভার আস্থা ভোট হবে।
কলকাতা: ১৯-০ ভোটে ভাটপাড়া পুরসভা পুনর্দখল করল তৃণমূল। সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, মঙ্গলবার ভাটপাড়া পুরসভার আস্থা ভোট হবে। সেই নির্দেশ অনুসারে, ভাটপাড়া পুরসভায় আজ আস্থা ভোট হয়। নির্বিঘ্নে ভোট করাতে পুর ভবন এলাকায় দুপুর থেকে জারি করা হয় ১৪৪ ধারা। মোতায়েন করা হয় র্যাফ। বিজেপি কাউন্সিলররা ভোট দিতে আসেননি। জেলাশাসকের তত্ত্বাবধানে হয় ভোটাভুটি। সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, মঙ্গলবার ভাটপাড়া পুরসভার আস্থা ভোট হবে। বিজেপির দাবি, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবে দল। তবে জয়ের ব্যাপারে প্রথম থেকে আত্মবিশ্বাসী তৃণমূল। জ্যোতিপ্রিয় মল্লিক জানান, ১৯ জনই তাঁদের পক্ষে, তাঁরা আমাদেরই ভোট দেবেন। ২ জানুয়ারি ভাটপাড়া পুরসভার আস্থা ভোট হয় । ওই দিনই বিজেপির আবেদনের ভিত্তিতে, ভোটাভুটি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় তৃণমূল। যে মামলার শুনানিতে সোমবার, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দেয়, মঙ্গলবার ভাটপাড়া পুরসভায় ভোট হবে।