পটনা: চাকরি থেকে স্বেচ্ছাবসর নিলেন বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে। রাজনীতির ময়দানে নামার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এর জন্য নিয়ম শিথিল করার অভিযোগ উঠেছে বিহার সরকারের বিরুদ্ধে। গতকালই, তাঁর স্বেচ্ছাবসরের আবেদনকে অনুমোদন দিয়েছেন রাজ্য়পাল ফাগু চৌহান।
বিহারের ভূমিপুত্র সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই শিরোনামে উঠে আসেন গুপ্তেশ্বর পাণ্ডে। মুম্বই পুলিশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ান। নিশানা করেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে।
কয়েকমাস ধরে গুপ্তেশ্বরকে নিয়ে জল্পনা ছিলই। তাঁর স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। বিহারের বিধানসভা ভোটে লড়ার জন্যই স্বেচ্ছাবসর বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
শোনা যাচ্ছে, তিনি বিজেপির টিকিটে বক্সা থেকে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে লড়তে পারেন। যদিও, গুপ্তেশ্বর নিজে জানিয়েছেন, এখনও কোনও সিদ্ধান্ত নেননি। কোনও রাজনৈতিক দলে যোগও দেননি।
এর আগে ২০০৯-এর লোকসভা নির্বাচনের আগেও স্বেচ্ছাবসর নেন গুপ্তেশ্বর। সেবার টিকিট না পাওয়ায় তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করেন।
তবে গুপ্তেশ্বরের দাবি, কোন রাজনৈতিক দলে নাম লেখানো কিম্বা ভোটে লড়া নিয়ে কোন সিদ্ধান্তের কথা তিনি জানাননি। তাঁর স্বেচ্ছাবসরের সঙ্গে সুশান্তের মৃত্যু তদন্তের কোন যোগ নেই বলেও গুপ্তেশ্বরের দাবি।