নয়াদিল্লি: বিহারে নীতীশ সাইক্লোনে উড়ে গেল RJD-কংগ্রেস-বামেদের মহাজোট। এসআইআরের টেস্ট কেসেই এনডিএর বাজিমাত। এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী বলেন, ' সুশাসন ও উন্নয়নের জয় হয়েছে। সামাজিক ন্যায়বিচারের জয় হয়েছে। পঁচিশের নির্বাচনে এনডিএ-কে ঐতিহাসিক জয় এনে দেওয়ার জন্য বিহারের মানুষকে কৃতজ্ঞতা জানাই। এটা জনগণ এবং বিহারবাসীর সেবা করার জন্য আমাদের নতুন শক্তি এনে দিয়েছে।' 

Continues below advertisement

Continues below advertisement

আরও পড়ুন, বিহারে ভোটের ফলের দিনই বাংলার ভোটপ্রস্তুতি, EVM পরীক্ষার জন্য বৈঠক ডাকল নির্বাচন কমিশন

তিনি আরও বলেন, আগামী বছরগুলিতে আমরা বিহারের উন্নয়ন জন্য আর বেশি কাজ করব। NDA রাজ্যে সর্বাত্মক উন্নয়ন এনেছে। জনগণ আমাদের বিশাল সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। আমাদের ট্র্যাক রেকর্ড ও রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আমাদের দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দিয়েছে। এই বিশাল জয়ের জন্য আমি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে অভিনন্দন জানাই। NDA পরিবারের সহযোগী চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঝি, উপেন্দ্র কুশওয়াহাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।'

বিহারে বিজেপি ও জেডিইউ জোটের ল্যান্ড স্লাইড ভিকট্রির পর উল্লাসে মাতলেন বঙ্গ বিজেপির কর্মী সমর্থকরা। মুরলি ধর সেন লেনে রাজ্য বিজেপির দফতর হোক বা রাজ্য বিজেপির সল্টলেকের অফিস, দুই জায়গাতেই দেখা গেল বিজেপি কর্মীদের উচ্ছ্বাস। ঢাক-ঢোল বাজিয়ে নাচানাচি, আবির খেলা- বাদ গেল না কিছুই। বিধানসভা চত্বরে লাড্ডু বিলি করলেন শুভেন্দু অধিকারী

তবে প্রশ্ন উঠল, বিহারের পর কি বাংলা? বিহার হয়ে গেল।এবার পশ্চিমবঙ্গ।বিহারে কংগ্রেস-আরজেডিক 'মহাগঠবন্ধন'কে হেলায় হারাল নীতীশ-বিজেপি জোট। এখন প্রশ্ন উঠছে, পড়শি রাজ্যের এই ফলাফলের প্রভাব কি পড়বে পশ্চিমবঙ্গের ভোটে? এই আবহেই বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য ইঙ্গিতপূর্ণভাবে মেট্রো স্টেশনের এই ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা রয়েছে কালীঘাট। এরপর বিজেপির রাজ্য সভাপতি লিখলেন, পরবর্তী স্টেশন, প্লাটফর্ম বা-দিকে! বিহারের এই বিপুল জনসমর্থনের ঢেউ এসে পৌঁছবে পশ্চিমবঙ্গেও।