বিহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে কথা বলে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথনের কথা ট্যুইট করে জানান প্রধানমন্ত্রী।
লাগাতার বৃষ্টি এবং তার জেরে বন্যা পরিস্থিতিতে বিধ্বস্ত গোটা বিহার। বহু মানুষ ঘরছাড়া। ফসলের জমি জলমগ্ন। বিহার সরকারের পাশে দাঁড়িয়ে উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারতীয় বায়ুসেনা।
বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছিল রাজ্যের উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদির বাড়িও। তাঁকে উদ্ধার করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
বিহারের ১৪টি জেলায় কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৯টি দল। এখনও অবধি ৪০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো সম্ভব হয়েছে। বন্যাবিধ্বস্ত অঞ্চলগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।