গুজরাতে পণের জন্য স্ত্রীকে মারধর স্বামীর, জোর করে ফ্লার্ট করানোর চেষ্টা বন্ধুদের সঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Aug 2020 10:54 AM (IST)
স্বামীর ব্যবসা লোকসানে চলায় ঋণ নিয়ে একটি ট্রাভেল এজেন্সি খোলেন তিনি। কিন্তু তাঁকে সাহায্য করা তো দূরের কথা, অভিযুক্ত নেশা করতে শুরু করে, সঙ্গে জুয়া খেলা।
আমদাবাদ: পণের দাবিতে শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি স্বামী। এবার সে তার পুরুষ বন্ধুদের সঙ্গে তাঁকে ফ্লার্ট করতে বাধ্য করার চেষ্টা করছে, যাতে সে পাল্টা তাদের স্ত্রীদের সঙ্গে ফ্লার্ট করতে পারে। গুজরাতের আমদাবাদের মহিলা পশ্চিম পুলিশ স্টেশনে এক মহিলা এই অভিযোগ করেছেন। ৪৩ বছরের ওই মহিলা বিয়ে করেন ২০০২-এ। পণ হিসেবে তাঁর পরিবার ৫০ তোলা সোনা দেয়। অভিযোগ, বিয়ের আগে শ্বশুর শাশুড়ি দাবি করেছিলেন, তাঁদের ছেলের এমবিএ ডিগ্রি রয়েছে, একাধিক কাপড়ের কল আছে। কিন্তু বিয়ের পর ধরেন আসল মূর্তি। গাড়ি চাইতে শুরু করেন তাঁরা, সঙ্গে আরও পণ। মহিলা বাড়িতে পণের কথা জানাতে অস্বীকার করলে তাঁকে মারধর করে তাঁর স্বামী। ২০০৫-এ তাঁর একটি ছেলে হয়, পরের বছর মহিলা জানতে পারেন, স্বামীর এমবিএ ডিগ্রির কথা ভুয়ো। স্বামীর ব্যবসা লোকসানে চলায় ঋণ নিয়ে একটি ট্রাভেল এজেন্সি খোলেন তিনি। কিন্তু তাঁকে সাহায্য করা তো দূরের কথা, অভিযুক্ত নেশা করতে শুরু করে, সঙ্গে জুয়া খেলা। এতেই শেষ নয়, তাঁকে নিজের বন্ধুদের সঙ্গে ফ্লার্ট করতে চাপ দেয় সে, যাতে পাল্টা তাদের স্ত্রীদের সঙ্গে সে ফ্লার্ট করতে পারে। এরপর গত বছর সে আমেরিকা চলে যায়। লকডাউনের জেরে মহিলার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি শ্বশুর শাশুড়িকে তাঁর গয়না ফেরত দেওয়ার কথা বললে, অভিযোগ, তাঁরা তো দেনইনি, উল্টে তাঁকে বাড়ি থেকে বার করে দেয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা।