ওরঙ্গাবাদ: গরমের জেরে বিহারে সরকারি হাসপাতালে মাত্র ২ ঘণ্টার মধ্যে মৃত্যু হল ১৬ জনের। বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের ওরঙ্গাবাদের জেলা হাসপাতালে (Bihar Hospital death)। বুধবার বিহারের সবথেকে গরম জায়গা হিসেবে চিহ্নিত হয়েছিল ওরঙ্গাবাদ। তাপমাত্রা ছিল ৪৮.২ ডিগ্রি। আর বৃহস্পতিবার সেখানে তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি। যা নতুন ইতিহাস তৈরি করেছিল গোটা রাজ্যে। তার জেরে বৃহস্পতিবার মৃত্যু হল ওই জেলার সরকারি হাসপাতালে থাকা ১৬ জন রোগী। তাঁদের পরিবারের সদস্যদের হাসপাতাল চত্বরে বসে কাঁদতে দেখে চলে জল এসেছে অনেকেরই।


আরও পড়ুন: Delhi Heatwave Death:ধুম জ্বর, থার্মোমিটারে পারদ ছুঁল ১০৭ ডিগ্রি! দিল্লির তাপপ্রবাহে মৃত্যু বিহারের বাসিন্দার


ওই হাসপাতালের একজন চিকিৎসক জানান, কমপক্ষে ৩৫ জন গরম জনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু, তাঁদের চিকিৎসার মতো পর্যাপ্ত ব্যবস্থাও রয়েছে। তা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটেছে। এপ্রসঙ্গে বলেন, আমাদের কাছে পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ এবং আইসপ্যাক রয়েছে। আরও কুলার জোগাড় করা হচ্ছে। 


এই ঘটনায় নীতীশ কুমারের সরকারে তীব্র সমালোচনা করেছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব। সরকারের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এপ্রসঙ্গে বলেন, "বিহার সরকারের মধ্যে কোনও গণতন্ত্র নেই। শুধু আমলাতন্ত্র রয়েছে। কেন মুখ্যমন্ত্রী এত দুর্বল। এখন তাপমাত্রা ৪৭ ডিগ্রি। চিকিৎসকরা বলছেন শিশুদের এই আবহাওয়ার থেকে বাঁচাতে হবে। সেখানে স্কুল খুলে রাখা হয়েছিল।"


তাপপ্রবাহের কারণে বুধবারই রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয় রাজ্য সরকার। সেই সঙ্গে সমস্ত কোচিং সেন্টারগুলিকেও আট জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। শেখপুরা জেলার একটি সরকারি স্কুলে গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছিল কমপক্ষে ১৬ জন ছাত্রী। যার পরে একটি অ্যাম্বুল্যান্স জোগাড় করা যায়নি তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। বাধ্য হয়ে বাইক ও টোটো করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার জেরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। তারপরই রাজ্যজুড়ে স্কুলগুলিকে আট জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Narendra Modi Meditation: 'ধ্যান করতে ক্যামেরা লাগে নাকি'? কমিশনেও নালিশ বিরোধীদের, সরব মমতা-খড়্গে-তেজস্বীরা