পটনা: ছোটবেলায় নামতা মুখস্থ করার নামেই যাদের গায়ে জ্বর আসত, এই ভিডিওটি দেখার পর আর নিশ্চয়ই ভয় করবে না। অঙ্ক বিষয়টাকে সোজা করে পড়ানোটা যে কত বড় চ্যালেঞ্জ, তা জানেন শিক্ষকরাই। আর অঙ্কভীতি কাটিয়ে ওঠাটা কয়েকজনের ক্ষেত্রে একপ্রকার এভারেস্ট জয়ের সামিল।
কচি কচি মাথা থেকে গণিত-আতঙ্ক কাটিয়ে তুলতে বিহারের এক শিক্ষিকা যে অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন, তা এক কথায় ভাইরাল! অনায়াসেই গড়গড় করে বলা যাবে নয়ের নামতা!
এই শিক্ষিকার ক্লাস নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অঙ্ক শেখার এই সহজ উপায় দেখে উচ্ছ্বসিত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। তিনি ভিডিওটি রিট্যুইট করে লিখেছেন, ‘ছোটবেলায় ইনি আমার অঙ্কের শিক্ষিকা হলে ওই বিষয়ে আরও ভালো ফল করতে পারতাম’!

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শাহরুখ খানও। তারিফ করেছেন অঙ্ক শেখার ওই সহজ পদ্ধতির।

এখনও অবধি ভিডিওটি সাড়ে তিন লাখ মানুষ দেখেছেন। শেয়ার হয়েছে দেড় লাখেরও বেশি।
বিহারের বাঁকা সরকারি স্কুলের শিক্ষিকা রুবি রাতারাতি এখন সোশ্যাল মিডিয়ার চেনা মুখ। এই বাঁকা থেকেই বিহারে  ‘উন্নয়ন বাঁকা’- ধারণাটি প্রচার পেয়েছিল। রুবি তাঁর ক্লাসের ভিডিওটি এভাবে প্রচার পাবে ভাবেননি। তাই তিনি ধন্যবাদ জানিয়েছেন, আনন্দ মাহিন্দ্রা ও শাহরুখকে।