ওয়াশিংটন: বিশ্ব স্বাস্থ্য ও শিক্ষা সহ সমাজসেবামূলক কাজে আরও বেশি করে জড়াতে চান। তাই মাইক্রোসফটের বোর্ড অব ডিরেকটরস থেকে পদত্যাগ করলেন সংস্থার প্রতিষ্ঠাতাদের অন্যতম বিল গেটস। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিশ্ব স্বাস্থ্য, উন্নয়ন, শিক্ষা সহ নিজের সমাজসেবামূলক কাজকর্ম এবং জলবায়ু বদল মোকাবিলায় নিজের ক্রমবর্ধমান অংশগ্রহণের জন্য আরও সময় দিতে চান তিনি। সেজন্য কোম্পানির পরিচালক বোর্ড থেকে সরে গেলেন তাদের সহ প্রতিষ্ঠাতা ও প্রযুক্তিগত উপদেষ্টা গেটস। তবে সিইও সত্য নাদেল্লা ও কোম্পানির বাকি কর্তাদের প্রযুক্তিগত পরামর্শদাতা হিসাবে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে মাইক্রোসফট তৈরি করেন গেটস। ২০০০ পর্যন্ত তিনি ছিলেন তার সিইও। ২০০৮-এ বিল অ্যান্ড গেটস ফাউন্ডেশনে নিজের কাজকর্মের পিছনে বেশি সময় দেওয়ার জন্য কোম্পানির প্রতিদিনের কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
নাদেল্লা বলেছেন, গেটসের সঙ্গে কাজ করা এক বিরাট সম্মান, দারুণ অভিজ্ঞতা। তাঁকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম বলেছে, বছরের পর বছর ধরে বিল গেটসের সঙ্গে কাজ করা, তাঁর কাছ থেকে শেখা একটা বিরাট ব্যাপার। সফটওয়্যারের ক্ষমতার গণতান্ত্রিকীকরণে বিশ্বাস এবং সমাজের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলি মোকাবিলার তাগিদ থেকে আমাদের কোম্পানি গঠন করেছিলেন বিল। মাইক্রোসফট ও বিশ্ব তার জন্যই ভাল আছে। তিনি আরও বলেছেন, বিলের নেতৃত্ব, দৃষ্টিভঙ্গির ফলে লাভবান হয়েছে বোর্ড। বিলের প্রযুক্তির প্রতি লাগাতার তীব্র আবেগ ও আমাদের পণ্য ও পরিষেবা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ থেকে মাইক্রোসফট উপকৃত হয়েই চলবে। বিলের বন্ধুত্বের জন্য আমি ওঁর কাছে কৃতজ্ঞ, এই দুনিয়ার প্রতিটি মানুষ ও সংগঠনের ক্ষমতায়নে আমাদের লক্ষ্যপূরণে ওঁর পাশাপাশি কাজ করে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি।
সমাজসেবায় আরও সময় দিতে চান, মাইক্রোসফটের বোর্ড অব ডিরেকটরস থেকে ইস্তফা গেটসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Mar 2020 04:05 PM (IST)
নাদেল্লা বলেছেন, গেটসের সঙ্গে কাজ করা এক বিরাট সম্মান, দারুণ অভিজ্ঞতা। তাঁকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম বলেছে, বছরের পর বছর ধরে বিল গেটসের সঙ্গে কাজ করা, তাঁর কাছ থেকে শেখা একটা বিরাট ব্যাপার।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -