সঞ্চয়ন মিত্র, কলকাতা: আগামীকাল বাগবাজারে ভগিনী নিবেদিতার বাড়ির প্রদর্শশালার উদ্বোধন। গোটা বাড়িটি আগে যেমন ছিল ঠিক সেভাবেই মেরামত হয়েছে। তারপর সেখানে গড়ে উঠেছে ভগিনীর জীবন ও কাজ নিয়ে প্রদর্শশালা।


এই বাড়িতে আসতেন স্বামী বিবেকানন্দ। শ্রী শ্রী সারদা দেবী এখানে পুজো করেছিলেন। পা পড়েছে জানা অজানা বিপ্লবীদের, বাংলা রেনেসাঁর অসংখ্য দিকপালের। বাগবাজার অঞ্চলের ১৬ নম্বর বোসপাড়া লেনের বহু ইতিহাস জড়িত নিবেদিতার বসতবাড়িটি ২০১৩ সালে রামকৃষ্ণ সারদা মিশনের হাতে তুলে দেয় রাজ্য সরকার। সংস্কারের পর সেখানে গড়ে উঠেছে এই প্রদর্শশালা। রামকৃষ্ণ সারদা মিশনের সন্ন্যাসিনী প্রব্রাজিকা অশেষপ্রাণা জানিয়েছেন, আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে এখানে প্রাণবন্ত করে তোলা হচ্ছে ইতিহাসকে। স্ক্যান কোডের মাধ্যমে দর্শকরা নানা ঘটনার বিবরণ শুনতে পারবেন। নিবেদিতার পড়াশোনার ঘর, স্বামীজির বসার বারান্দা, শ্রীমা সারদাদেবীর পুজো করার ঠাকুরদালান, সবই আগের মতো গড়ে তোলা হয়েছে।

আগামীকাল  শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণার হাতে এর উদ্বোধন হবে। আগামী দিনে শুক্র, শনি ও  রবি-  সপ্তাহে তিনদিন খোলা থাকবে নিবেদিতার বাড়ির প্রদর্শশালা।