সুস্মিতা মুখোপাধ্যায়, যাদবপুর বিদ্যাপীঠ, কলকাতা: পলিটিক্যাল সায়েন্সের ৮০ নম্বরের মধ্যে ৪০ নম্বর বরাদ্দ এমসিকিউ ও অতি সংক্ষিপ্ত উত্তরের জন্য। এগুলি থাকবে প্রশ্নপত্রের পার্ট বি-তে, পার্ট এ-র জন্য পরীক্ষার্থীদের সাধারণত অতিরিক্ত কাগজ লাগে। অতিরিক্ত কাগজে অবশ্যই সিরিয়াল নাম্বার দিতে হবে, খাতা জমা দেওয়ার আগে বেঁধে দিতে হবে মূল উত্তরপত্রের সঙ্গে।



পার্ট বি-র ৪০ নম্বরের মধ্যে ২৪ নম্বরের এমসিকিউ, বাকি ১৬ নম্বর অতি সংক্ষিপ্ত উত্তরের জন্য থাকছে। এই নম্বর অতি মূল্যবান, অসাবধানতার জন্য যেন ভুল না হয়। এমসিকিউয়ে ডানদিকের বক্সে কেবল সঠিক নম্বর লিখতে হয়। কোনওভাবে ভুল লিখলে পরে সঠিক লিখতে কাটাকুটি করা ঠিক নয়। প্রথমে ভুল নম্বর পরিষ্কারভাবে কাটতে হবে। তারপর বক্সে জায়গা না থাকলে উত্তরপত্রের একদম শেষ পৃষ্ঠায় যেখানে এক্সট্রা পেজ ফর কারেকশন লেখা থাকে, সেখানে প্রশ্নের নম্বর উল্লেখ করে উত্তর লিখতে হবে। বিকল্প প্রশ্ন বা অর থাকলে সতর্কতার সঙ্গে দেখতে হবে। ১৬ নাম্বারে ক্ষেত্রে শুধু উত্তরটিই লিখতে হবে, অন্য কিছু নয়।

পার্ট এ-তে থাকছে ৮ নম্বরের ৫টি উত্তর। উত্তর হবে অবশ্যই যথাযথ ও পরিমিত। যদি ৮ নম্বরের বিভাজন হয় ৪+৪ বা ৩+৫ অথবা ২+৬-এ, তবে প্রশ্ন ভালভাবে বুঝে দুটি অংশে আলাদা আলাদা প্যারাগ্রাফ করে লিখতে হবে। উত্তরের শেষে সামান্য দু’চার কথায় থাকবে মূল্যায়ন বা গুরুত্ব। পাঠ্যক্রমের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং শেষ অধ্যায় অর্থাৎ স্থানীয় স্বায়ত্বশাসন থেকে বড় প্রশ্ন বা ৮ নম্বরের প্রশ্ন থাকবে না। পলিটিক্যাল সায়েন্সের পুরো সিলেবাস খুব ভালভাবে জানা জরুরি।

Education Loan Information:

Calculate Education Loan EMI