ভারতের পতাকা বহন করবেন, রিও অলিম্পিকেই অবসর অভিনব বিন্দ্রার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jun 2016 02:36 PM (IST)
নয়াদিল্লি: অলিম্পিকে ভারতের হয়ে পতাকা হাতে দেখা যাবে শ্যুটার অভিনব বিন্দ্রাকে। আগামী ৫ অগাস্ট রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের হয়ে পতাকা বাহক হিসেবে দেখা যাবে ২০০৮-এ বেজিং অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় শ্যুটার অভিনব বিন্দ্রাকে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনই এই নির্বাচন চূড়ান্ত করেছে। পাশাপাশি, এদিনই বিন্দ্রা জানিয়েছেন, রিও অলিম্পিকের পরই অবসর নেবেন তিনি৷ ২০০৮-এ বেজিং অলিম্পিকে সোনা জেতেন অভিনব বিন্দ্রা৷ ২০ বছরের দীর্ঘ কেরিয়ারে রয়েছে বহু উত্থান-পতন৷ রয়েছে বহু কীর্তিও৷ এই নিয়ে পঞ্চমবার অলিম্পিকের অঙ্গনে দেখা যাবে তাঁকে। এর আগে ২০১২-এ লন্ডন গেমস্-এও ছিলেন তিনি। ২০০৮-এ বেজিং গেমস্-এ ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বিন্দ্রার ঐতিহাসিক জয় সোনার মেডেল এনে দিয়েছিল। সেবছর সেটাই ছিল ভারতের পাওয়া ব্যক্তিগত ইভেন্টে একমাত্র সোনার মেডেল। বিন্দ্রার এই খবরে স্বভাবতই খুশি ন্যাশানাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া(এনআরএআই)। এনআরএআই-এর প্রেসিডেন্ট রনিন্দর সিংহ জানিয়েছেন, শ্যুটিংয়ে বিন্দ্রাই ভারতের অদ্বিতীয় সোনাজয়ী। ইন্টারন্যাশানাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশন(আইএসএসএফ)-এর এক্সিকিউটিভ বোর্ডেও রয়েছেন তিনি। তিনি বলেন, আমার মনে হয়, এটা শুধুমাত্র একটা সিদ্ধান্ত নয়, একটা বিচক্ষণ সিদ্ধান্ত। মন থেকে সমর্থন করছি। বহু আন্তর্জাতিক প্রতিযোগিতা যেমন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস্, ওয়ার্ল্ড কাপ, এশিয়ান গেমস্, কমনওয়েলথ গেমস্-এর চ্যাম্পিয়ন বিন্দ্রা রিও গেমস্-এ ভারতের শুভেচ্ছা দূতও। তাঁর খেলা অনুপ্রাণিত করবে দেশীয় প্রতিযোগীদের।