বীরভূম: বূীরভূমের কাঁকরতলায় দুষ্কৃতীদের বোমায় গ্রামবাসীর মৃত্যুর পর ঘটনাস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়ল পুলিশ আধিকারিকের গাড়ি। বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র গুরুতর আহত হয়েছেন। জখম এক নিরাপত্তা রক্ষী আর পুলিশের গাড়ির চালকও।

গতকাল রাতে কাঁকরতলার হজরতপুরে দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হয় তপন দাস নামে এক গ্রামবাসীর। মৃতদেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাস্থল থেকে ফেরার পথে, ইলামবাজারে গাছে ধাক্কা মেরে দু’ বার উল্টে যায় পুলিশের গাড়িটি। মাথা ও বাঁ পায়ে গুরুতর আঘাত পান বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র। আহত হন তাঁর গাড়ি চালক ও এক নিরাপত্তা রক্ষী। তিনজনকেই বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এলাকার দুই দুষ্কৃতী লক্ষ্মীকান্ত পাল ও কৃষ্ণ দাসের মধ্যে মারামারিকে কেন্দ্র করে গতকাল রাতে গ্রামে বোমাবাজি শুরু হয়। বাড়ি ফেরার পথে তার মাঝে পড়ে যান বছর ছত্রিশের তপন। বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর শরীর। এরপরই মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা। রাত দেড়টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।