আছড়ে পড়ল ক্রেন, কমল হাসানের ছবির সেটে দুর্ঘটনায় মৃত ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Feb 2020 08:18 AM (IST)
গতকাল রাতে ছবির শ্যুটিং হচ্ছিল চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে। সেট তৈরির সময় আচমকা কর্মীদের ওপর ওই ক্রেন ভেঙে পড়ে।
চেন্নাই: কমল হাসানের ইন্ডিয়ান ২ ছবির সেটে আচমকা ভেঙে পড়ল ক্রেন। হাসপাতালে ৩ জন প্রাণ হারিয়েছেন। হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছেন কমল। ইন্ডিয়ান ২ ছবির পরিচালক এস শঙ্কর, এটি কমলের আগের হিট ছবি ইন্ডিয়ান-এর সিকোয়েল। গতকাল রাতে ছবির শ্যুটিং হচ্ছিল চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে। সেট তৈরির সময় আচমকা কর্মীদের ওপর ওই ক্রেন ভেঙে পড়ে। চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়, জখম হন ৯ জন। এই ঘটনায় টুইট করে কমল শোকপ্রকাশ করেছেন। বলেছেন, তিনি বহু দুর্ঘটনা দেখেছেন কিন্তু তাঁর শোকের থেকে মৃতদের পরিবারের সদস্যদের দুঃখ অনেক বেশি। তাঁদের দুঃখ ভাগ করে নিচ্ছেন তিনি। কমল আরও জানিয়েছেন, আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। তাঁর আশা, তাঁরা দ্রুত সেরে উঠবেন।