নয়াদিল্লি: মানুষ চাইলে অভিন্ন দেওয়ানি বিধি ও জন্মনিয়ন্ত্রণ নিয়ে দুটি আইন প্রণয়নে প্রস্তুত বিজেপি। বিজেপির সাধারণ সম্পাদক তথা মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে দলের দায়িত্ব প্রাপ্ত নেতা সি টি রবি একথা জানান। শনিবার তিনি জানান, বিজেপি অভিন্ন দেওয়ানি বিধি, জন্ম নিয়ন্ত্রণ নিয়ে আইন কার্যকর করতে প্রস্তুত। মানুষ চাইলে সেই আইনের সুবিধা নিতে পারেন।
কর্ণাটকের বেলগাভিতে দলের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এদিন তিনি বলেন, একটা সময় বিজেপি কর্মীদের নিয়ে উপহাস করা হত। তাঁদের প্রশ্ন করা হত, কবে রাম মন্দির তৈরি হবে? কবে ৩৭০ ধারা প্রত্যাহার করা হবে? এই ধরনের কটাক্ষ শুনেই আমরা পার্টিতে থেকেছি। নরেন্দ্র মোদি, অটল বিহারী বাজপেয়ীর মতো নেতা পাওয়া আমাদের কাছে আশীর্বাদের সমান। নরেন্দ্র মোদি শুধু ৩৭০ ধারা প্রত্যাহার করেননি। উপরুন্তু রাম মন্দির নির্মাণ এর পথ প্রশস্ত করেছেন।
শনিবার সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিজেপি অভিন্ন দেওয়ানি বিধি, জন্ম নিয়ন্ত্রণ আইন তৈরির জন্য প্রস্তুত। ভবিষ্যতে দেশবাসীর এই আইনের প্রয়োজন পড়তে পারে।" এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অদূর ভবিষ্যতে দেশের মানুষ চাইলে অভিন্ন দেওয়ানি বিধি ও জন্মনিয়ন্ত্রণ নিয়ে দুটি আইন প্রণয়নে প্রস্তুত বিজেপি। দেশের স্বার্থই আমাদের অগ্রাধিকার। আমাদের কাছে জাতীয়তাবাদই সবকিছু। আমাদের কাছে, সবার আগে দেশ। একইসঙ্গে এদিন তিনি বলেন, কর্ণাটক সরকার লাভ জিহাদ বিরোধী আইন আনতে চলেছে। কর্ণাটকে বিজেপি এই আইন আনবে।"
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
অভিন্ন দেওয়ানি বিধি, জন্ম নিয়ন্ত্রণ আইন তৈরির প্রস্তুতি বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Dec 2020 03:32 PM (IST)
কর্ণাটকের বেলগাভিতে দলের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এদিন তিনি বলেন, একটা সময় বিজেপি কর্মীদের নিয়ে উপহাস করা হত। তাঁদের প্রশ্ন করা হত, কবে রাম মন্দির তৈরি হবে? কবে ৩৭০ ধারা প্রত্যাহার করা হবে?
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -