নয়াদিল্লি: কার্যত লোকসভা ভোটের ডঙ্কা বাজিয়ে দিল বিজেপি। প্রকাশ্যে এল আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রচার-স্লোগান। বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রকাশ্যে আনেন বিজেপির অফিসিয়াল ক্যাম্পেন (BJP Official Campaign)। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নতুন ভোটারদের জন্য প্রধানমন্ত্রীর বার্তা অনুষ্ঠানে এই প্রচার সামনে আনা হয়। ২০১৪ সাল থেকে বরবার মোদিকে সামনে রেখেই ভোট বৈতরণী পার হয়েছে বিজেপি। ২০১৯ সালেও সেই ফর্মুলাতেই সাফল্য় মিলেছে। এবারও ২০২৪ সালে মসনদে ফেরার জন্য মোদির ক্যারিশমাতেই ভরসা রাখছে পদ্মশিবির।
স্লোগানেও সেটাই ফুটে উঠেছে 'সপনে নহি হকিকত বুনতে হ্যায়, তবহি তো সব মোদি কো চুনতে হ্যায়' --- যার কাছাকাছি বাংলা তর্জমা করলে দাঁড়ায়- 'স্বপ্ন নয় বাস্তব তৈরি করেন, তাই সবাই মোদিকে বেছে নেন'
সম্প্রতি বিজেপির তরফে একটি প্রচার শুরু হয়েছে- নাম 'মোদি কি গ্যারান্টি'। আসন্ন লোকসভা ভোটের প্রচারের অন্যতম অস্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছিল এটিই। তার আগে সম্প্রতি হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনগুলিতে এই প্রচারে ভরসা রেখে ভাল ফলে পেয়েছিল বিজেপি। পদ্মশিবিরের তরফে কী কী কথা দেওয়া হয়েছে, কী কী করার কথা ভাবা হচ্ছে-- সেসবই থাকছে এই প্রচারে। মূলত কেন্দ্রের মোদি সরকারের তরফে কী কী প্রকল্প নেওয়া হয়েছে সেগুলির ঢালাও প্রচার চলেছে এই শিরোনামে। এবার আসন্ন লোকসভা প্রচারের থিমেও রইলেন মোদি।