কলকাতা: দুই দিনের সফরে আজ ভারতে আসছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়ের মাকরঁ (Emmanuel Macron)। দুপুর আড়াইটেয় রাজস্থানের জয়পুরে নামবে তাঁর বিমান। ঘুরে দেখবেন অম্বর প্যালেস, যন্তর মন্তর। হাওয়া মহল ঘুরে দেখবেন ফরাসি রাষ্ট্রপতি। পিঙ্ক সিটি জয়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ রোড শো করবেন মাকরঁ। এরপর দ্বি-পাক্ষিক বৈঠক রয়েছে। বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, ভারতীয় পড়ুয়াদের ভিসা, ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান ও সাব মেরিন কেনা নিয়ে আলোচনা হবে। এবারের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ফরাসি রাষ্ট্রপতি। আগামীকাল রাষ্ট্রপতি আয়োজিত ভোজসভায় যোগ দেওয়ার পাশাপাশি, দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে বৈঠকও করবেন ইম্যানুয়েল মাকরঁ। এরপর রাতেই দিল্লি ছাড়বে ফরাসি রাষ্ট্রপতি বিমান।
মাকরেঁর এই সফর এমন একটা সময় যখন ভারত-ফ্রান্সের কৌশলী সম্পর্কের ২৫ বছর পূর্তি হচ্ছে। মাকরেঁর সফরের জন্য সেজে উঠেছে জয়পুর শহর। মোদি ও মাকরেঁর ছবি ও পোস্টার দিয়ে সেজে উঠেছে গোটা জয়পুর শহর। অম্বর দুর্গ ঘুরে দেখে সফর শুরু করবেন ইমানুয়েল মাকরঁ। এএনআই সূত্রের খবর শিল্পীদের সঙ্গে কথা বলবেন তিনি, কথা বলবেন পড়ুয়াদের সঙ্গে। এই সফরের মধ্যেই দ্বি-পাক্ষিক বৈঠক হবে মোদি ও মাকরেঁর। তারপরে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এবারের সফরে মাকরেঁর সঙ্গে ভারতে আসছেন একাধিক উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি। এবার মাকরেঁর সফর একটি রেকর্ডও তৈরি করছে। ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই নিয়ে ষষ্ঠবারের জন্য অংশ নিচ্ছে ফ্রান্স। যা অন্য যে কোনও দেশের চেয়ে বেশি। এর আগে ২০১৮ সালে ভারত সফরে এসেছিলেন ইমানুয়েল মাকরঁ তারপরে ২০২৩ সালের সেপ্টেম্বরে দিল্লিতে G20 সামিটে এসেছিলেন তিনি। ২০২৩ সালের জুলাইয়ে বাস্তিল ডে-তে প্যারিস সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন বুলন্দশহরে প্রধানমন্ত্রী অনুষ্ঠান রয়েছে। ১৯১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, সড়ক, তেল ও গ্যাস সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস করা হবে। এছাড়াও নগরোন্নয়ন এবং আবাস সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন করা হবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়ান অয়েলের তুন্ডলা-গাওয়ারিয়া পাইপলাইনের উদ্বোধন করবেন। ৭০০ কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে ওই প্রকল্প। ২৫৫ কিলোমিটার লম্বা ওই পাইপলাইনের মাধ্যমে তুন্ডলা থেকে বারাউনি-কানপুর পাইপলাইনের গাওয়ারিয়া T Point পর্যন্ত পেট্রোপণ্য পরিবহনে সুবিধা হবে।
আরও পড়ুন: বাংলায় প্রবেশ করেই যাত্রায় কাটছাঁট, আচমকা দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল