নয়াদিল্লি: ভূমিধসে বিপর্যস্ত কেরলের ওয়েনাড। মৃতের সংখ্যা ৩৫০ পার করে গিয়েছে। এখনও নিখোঁজ প্রায় ৩০০ মানুষ। সেই আবহে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। কেরলে গোহত্যা হয় বলেই প্রকৃতি ধ্বংসলীলা চালিয়েছে বলে দাবি করলেন তিনি। যতদিন গোহত্যা চলবে, এমন প্রাকৃতিক বিপর্যয়ের প্রকোপও চলবে বলে দাবি তাঁর। (Wayanad Landslide)
রাজস্থানের প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা এই মন্তব্য করেছেন। ওয়েনাডের ভূমিধসকে সরাসরি গোহত্যার সঙ্গে সংযুক্ত বলে দাবি করেছেন তিনি। যতদিন গোহত্যা চলবে, এমন বিপর্যয় আরও নেমে আসবে বলে মন্তব্য করেছেন তিনি। প্রকৃতির রুদ্ররূপ থেকে রক্ষা পেতে হলে কেরলবাসীকে গোহত্যা থেকে সরে আসতে হবে বলে মত তাঁর। ( Gyandev Ahuja)
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমন দাবি করেন প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞানদেব। তাঁর বক্তব্য, "২০১৮ সাল থেকে দেখছি, যেখানেই গোহত্যা হয়, সেখানেই এমন বিপর্যয় নেমে আসে। গোহত্যা বন্ধ না হলে, এমন আরও বিপর্যয় নেমে আসবে কেরলে।" জ্ঞানদেবের দাবি, মেঘভাঙা বৃষ্টি হোক বা ভূমিধস, উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশেও এমন বিপর্যয় ঘটে, কিন্তু তা কেরলের মতো ভয়াবহ হয় না। কেরলে গোহত্যা হয় বলেই পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে।
গত ৩০ জুলাই কেরলের একাধিক গ্রাম ভূমিধসে চাপা পড়ে। শনিবার দুপুর পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৩৫৮টি দেহ উদ্ধার করা গিয়েছে। এখনও নিখোঁজ প্রায় ৩০০ মানুষ আহতের সংখ্যাও কয়েকশো। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকার্য চালাচ্ছেন স্থানীয় মানুষজন, স্বেচ্ছাসেবীরা। উদ্ধারকার্য চালাচ্ছে সেনাও। কয়েক হাজার মানুষকে উদ্ধার করেছেন তাঁরা। সেই আবহে জ্ঞানদেবের মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে।
এই প্রথম বার নয় যদিও, বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত জ্ঞানদেব। সংবাদমাধ্যের সামনে এর আগে পাঁচ মুসলিম যুবককে লোক দিয়ে পিটিয়ে মেরেছেন বলে দাবি করেছিলেন তিনি। শুধু তাই নয়, ওই যুবকদের যারা খুন করে, তাদের তিনি জামিন করিয়ে জেল থেকে বের করিয়ে আনেন বলে প্রকাশ্যে জানান। এবার কেরলের বিপর্যয়ের সঙ্গে গোহত্যাকে মেলালেন তিনি। এ নিয়ে বিজেপি-র তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে জ্ঞানদেবের মন্তব্যে আপত্তি জানিয়েছেন নেটিজেনরা।