দীপক ঘোষ, কলকাতা: আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে কৈলাস বিজয়বর্গীয় এবং পরে ডোনাকে ফোন করে সৌরভের খোঁজ নিয়েছেন অমিত শাহ। সৌরভের খোঁজ নিয়েছেন জয় শাহও। এদিকে, সৌরভ দ্বিতীয়বার অসুস্থ হতেই ফের মানসিক চাপ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।


ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। ফোনে খোঁজ নিলেন অমিত শাহ। শনিবার দু’দিনের রাজ্য সফরে আসছেন তিনি। এর আগেও সৌরভ যখন অসুস্থ হয়েছিলেন খোঁজ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাসপাতালে ভর্তির খবর পেয়েই, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে অমিত শাহ জানতে চান, সৌরভ গঙ্গোপাধ্যায় কেমন আছেন? তাঁর কী হয়েছে? কী চিকিৎসা চলছে?এরপর ফের সৌরভের স্ত্রীকে ডোনাকে ফোন করে মহারাজের শারীরিক অবস্থার খোঁজ নেন অমিত শাহ। সৌরভের খোঁজ নিয়েছেন অমিত শাহের ছেলে জয় শাহও। সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট। আর অমিত শাহের ছেলে জয় শাহ বিসিসিআই-এর সচিব।


প্রথমবার সৌরভ হওয়ার অসুস্থ হওয়ার পর তাঁকে দেখতে কলকাতায় এসেছিলেন বিজেপির প্রাক্তন সভাপতির ছেলে। এদিকে সৌরভ ফের হাসপাতালে ভর্তি হওয়ায় সবার মতোই উদ্বেগ রাজনৈতিক মহলেও। গতবার সৌরভ গঙ্গোপাধ্যায় যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তাঁকে দেখে বেরিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন সৌরভের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অশোক ভট্টাচার্য। তিনি বলেছিলেন, ‘‘সৌরভ অন্য জগতের মানুষ। সেখানে প্রিয় হয়ে থাকবে। হঠাৎ কেউ কেউ মনে করছে, তাঁকে ব্যবহার করে স্বার্থসিদ্ধি করা যাবে। এরকম যারা করছে, প্রেসার হয়, কাম্য নয়। এই মুহূর্তে কেউ যেন চাপ না দেয় ৷’’


দ্বিতীয়বার অসুস্থ হওয়ার পর বাম বিধায়কের ফের পরামর্শ, সৌরভের কোনওমতেই রাজনীতিতে আসা উচিত নয়। অশোক ভট্টাচার্যের মতে, ‘‘ব্যক্তিগতভাবে এখনও মনে করি রাজনীতি না করা উচিত ৷’’ সৌরভের ওপর কি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য কোনও চাপ তৈরি করা হচ্ছে? এই প্রশ্ন আগেও উঠেছিল। ফের অসুস্থ হয়েছেন মহারাজ। তাই ফের সেই পুরনো জল্পনা। তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, ‘‘মনে হয় চাপ আছে... সৌরভ কোনও দলে যাক আমরা চাই না। সবার গৌরব ও ৷’’ অবশ্য রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এর পাল্টা বলেছেন, ‘‘কংগ্রেস এবং সিপিএম বাংলার রাজনীতিতেই এখন এত অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে ৷ যে তাদের কথাবার্তাও দেখছি রাজনৈতিক কথাবার্তা নয় ৷ আর কাকে নিয়ে ওরা বলছেন ? সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ৷ ওয়াকার ইউনিস, ব্রেট লি, গ্লে ম্যাকগ্রার মতো সেরা বোলারদের সামলেছেন ৷ ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৷ তিনি অমিত শাহকে ভয় পেয়ে গিয়েছেন, বুকে ব্যথা হচ্ছে, এই সব কথাবার্তা বলছে ওরা !’’






যে লোকটা ব্রেট লি-কে সামলেছে, সে অমিত শাহকে ভয় পাবে? এদের রাজনৈতিক দৈন্য সামনে এসেছে ৷’’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, ‘‘মাঠে নেমে এত চাপ নিয়েছে। সে চাপে অসুস্থ হবে না ৷’’


সৌরভের ওপর রাজনৈতিক চাপ আছে কি নেই, তা নিয়ে বিতর্ক অব্যাহত। এরইমধ্যে চিকিৎসকরা বলছেন, মানসিক চাপ থেকেও অনেক সময় অসুস্থ হয়ে পড়ার জোরাল সম্ভাবনা থাকে। চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কথায়, ‘‘হ্যাঁ একটা চাপ রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায়। হার্টের প্রবলেম হতে পারে ৷’’ অন্যদিকে এসএসকেএমের ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির ডিরেক্টর প্রদীপকুমার সাহা বলেন, ‘‘মানসিক চাপ চললে সমস্যা হয়। ব্রেন কাজ করে না। হার্ট অ্যাটাকও হতে পারে ৷’’


তবে কারণ যাই হোক, সবার একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন সৌরভ গঙ্গোপাধ্যায়।