নয়াদিল্লি: রাজধানীতে ‘হিংসায় উস্কানি’ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কিন্তু তাঁর বিরুদ্ধে এফআইআর তো হলই না। বরং ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন বিজেপি নেতা কপিল মিশ্র। তাঁর প্রাণহানির আশঙ্কা আছে বলে নিরাপত্তা দাবি করেন কপিল। তারপরই সর্বক্ষণের জন্য কপিলের সঙ্গে পুলিশি নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়।
উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৪৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২০০-র বেশি মানুষ। ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। এর ঠিক দিন কয়েক আগেই জাফরাবাদে বক্তৃতা দিতে গিয়ে সিএএ-এনআরসির বিরোধীদের হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা কপিল মিশ্র। অভিযোগ, ওই বক্তব্যের পরেই সন্ধ্যা থেকেই গোষ্ঠী সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা উত্তর-পূর্ব দিল্লি জুড়ে।
দিল্লি হিংসায় কপিল মিশ্র-সহ কয়েকজন বিজেপিনেতাদের উস্কানিমূলক মন্তব্যকেই দায়ী করে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত কয়েকজন। তাতে বলা হয়, উস্কানিমূলক মন্তব্যের জন্য বিজেপি নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর এবং প্রবেশ বর্মার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে।
কিন্তু এফআইআর, গ্রেফতার তো দূরের কথা, সেই কপিলকেই এখন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিচ্ছে দিল্লি পুলিশ।