কলকাতা : রাজ্যজুড়ে ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। কিন্তু, গ্রেট ক্যালকাটা কিলিংসের দিন রাজ্য সরকারের খেলা দিবস পালনে আপত্তি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই আপত্তির কথা রাজ্যপালের কাছে গিয়ে জানিয়ে এলেন শুভেন্দু। 


১৯৪৬-র কুখ্যাত ঘটনার দিনই যাতে খেলা দিবস পালিত না হয়, তার আবেদন জানিয়েছেন সনাতন সংগঠনের প্রতিনিধিরা। রাজভবনে শুভেন্দুর উপস্থিতিতে সংগঠনের সঙ্গে সাক্ষাতের পর ট্যুইট রাজ্যপালের। ওই দিনই খেলা দিবস পালিত হলে, তা মনে করিয়ে দেবে সেই কুখ্যাত ঘটনার কথা। তাই তাঁরা দিন বদলের আবেদন জানিয়েছেন। ট্যুইট রাজ্যপালের। 


এনিয়ে নিজের ফেসবুক পেজেও শুভেন্দু লেখেন, "শ্রদ্ধেয় সন্ন্যাসীদের সাথে, মাননীয় রাজ্যপাল শ্রী জগদীপ ধনকড়জিকে অনুরোধ করলাম পশ্চিমবঙ্গ সরকারকে প্রস্তাবিত খেলা হবে দিবসের দিনটি পরিবর্তন করার জন্য রাজি করাতে। ওই অভিশপ্ত দিনটি সংস্কৃতি মনস্ক বাঙালির মননে অতীতের যন্ত্রণাকে পুনরায় জাগিয়ে তুলবে। ১৬ অগাস্ট পশ্চিমবঙ্গের ইতিহাসে ও বাঙালির স্মৃতিতে একটি গভীর দগদগে ক্ষতচিহ্ন। দিনটিকে ডাইরেক্ট অ্যাকশন ডে বা গ্রেট কলকাতা হত্যাকাণ্ড হিসেবে স্মরণ করা হয়, সেদিন হাজার হাজার বাঙালিকে নৃশংসভাবে হত‍্যা করা হয়েছিল। অনেক মৃতদেহ বিনা সৎকারে বিনা চিহ্নিতকরণে দিনের পর দিন বেওয়ারিশভাবে রাস্তায় পড়েছিল, এ এক ইতিহাসের ভয়ঙ্করতম অধ্যায়। বাঙালির ভাবাবেগকে সম্মান জানিয়ে খেলা হবে দিবস তো অন্য কোনও দিনও উদযাপন করা যায়।"


প্রসঙ্গত, ২১ জুলাই কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার মাঝে রাজ্যজুড়ে ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালন করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। বার্তা দিয়েছিলেন, 'রাজ্যে রাজ্যে খেলা হবে'। দিনকয়েক আগে চারদিনের সফরে নয়া দিল্লি গিয়েছিলেন মমতা। আগামী ২০২৪ লোকসভা ভোটের জন্য বিরোধী জোটের শলতে পাকানোর কাজও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে সফর শেষের আগে জাভেদ আখতার ও শাবানা আজমির সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। যেখানে বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের কাছে খেলা হবে নিয়ে একটা গান বাঁধার আবেদনও রাখেন তিনি।