কলকাতা: এবার মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে সোশাল নেটওয়ার্কিং সাইটে অপপ্রচারের অভিযোগে ধৃত কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াল বিজেপি। তাঁর বিরুদ্ধে শনিবার সকালে কংগ্রেস নেতার আগরপাড়ার ইলিয়াস রোডের বাড়িতে যান বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পল, বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলা কমিটির সভাপতি কিশোর কর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অপপ্রচারের অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে। পুরুলিয়ায় মামলা দায়ের করা হয়েছিল। পুরুলিয়ার আদালত সন্ময়কে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
শুক্রবার সকালে সন্ময়ের গ্রেফতারির প্রতিবাদে খড়দা থানায় অভিযোগ জানাতে যান কংগ্রেস ও সিপিএম নেতারা। সেই সময় খড়দা থানার মূল ফটক বন্ধ করে দিয়েছিল পুলিশ। প্রতিবাদে গতকাল খড়দা থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস ও সিপিএম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। রাস্তা অবরোধও করা হয়।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ধৃত কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিজেপি নেতা-নেতৃত্ব
Web Desk, ABP Ananda
Updated at:
19 Oct 2019 12:51 PM (IST)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অপপ্রচারের অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -