বাঁকুড়া: ফের দলবদল করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য। বিজেপি ছেড়ে আজ তৃণমূলে যোগ দিলেন তিনি।
আদতে কংগ্রেস কর্মী তুষারকান্তি ২০১৬-র বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটপ্রার্থী হয়ে হাত চিহ্ন নিয়ে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন। সে বছরই ২১ জুলাই ব্রিগেডে তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দেন তৃণমূলে। ৩ বছর পর ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর দলে মতবিরোধের জেরে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। আজ আবার তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা ও চেয়ারম্যান শুভাশিস বটব্যালের হাত ধরে তিনি তৃণমূলে ফিরলেন।
তুষারকান্তির দাবি, বিজেপিতে তিনি ঠিকমত কাজ করতে পারছিলেন না। বিধায়ক হয়েছেন উন্নয়নের জন্য কিন্তু কাজ করতে সমস্যা হচ্ছিল। তাই তৃণমূলে ফিরে এসেছেন। দলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেছেন, বিজেপি শুধু স্বপ্ন দেখায় কিন্তু তৃণমূল উন্নয়ন করে। তাই তুষারকান্তি তৃণমূলে ফিরে এলেন। তাঁর দাবি, এর ফলে ২০২১-এর বিধানসভা ভোটের আগে দল শক্তিশালী হবে। যদিও বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার অভিযোগ করেছেন, ভোটের আগে ভয় দেখিয়ে বিজেপির কর্মী সমর্থকদের ভাঙানোর চেষ্টা করছে তৃণমূল। ২০২১-এর ভোটে মানুষ এর জবাব দেবে।
দাবি, উন্নয়নের কাজে সমস্যা হচ্ছিল, বিজেপি থেকে ফের তৃণমূলে বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Aug 2020 03:01 PM (IST)
বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার অভিযোগ করেছেন, ভোটের আগে ভয় দেখিয়ে বিজেপির কর্মী সমর্থকদের ভাঙানোর চেষ্টা করছে তৃণমূল। ২০২১-এর ভোটে মানুষ এর জবাব দেবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -