নয়াদিল্লি : যমুনার জলস্তর বেড়ে যাওয়ায় জলমগ্ন দিল্লির বিস্তীর্ণ এলাকা। নাজেহাল অবস্থায় সাধারণ মানুষের। বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ায় তার প্রভাব পড়েছে যান চলাচলেও। বিকল্প রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হলেও, জ্যামে কার্যত স্তব্ধ রাজধানীর অনেক অংশ। এই পরিস্থিতিতে দিল্লির কেজরিওয়াল সরকারকে একহাত নিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। দিল্লিবাসীর উদ্দেশে বার্তা দিলেন সমাজমাধ্যমে।


ট্যুইটারে বিজেপি সাংসদ লেখেন, "এবার জেগে উঠুন দিল্লিবাসী। নর্দমায় পরিণত হয়েছে দিল্লি। কিছুই বিনামূল্যে পাওয়া যায় না, এটাই মূল্য।" প্রসঙ্গত, দিল্লিবাসীর জন্য বিনামূল্যে বিভিন্ন সুবিধার ব্যবস্থা করেছে কেজরিওয়াল সরকার। সেই প্রসঙ্গ তুলেই আপ সরকারকে বিঁধলেন দিল্লি পূর্বের সাংসদ। 


 






দিল্লিতে বন্যা পরিস্থিতির মত অবস্থা হওয়ায় আপ সরকারকে দুষছেন বিজেপি নেতারা। তাঁদের অভিযোগ, দিল্লিতে অব্যবস্থা এবং প্রস্তুতির অভাবে আজ এই পরিণতি। আপ সরকার বলছে, এটা একটা অভাবনীয় পরিস্থিতি। কারণ, যমুনার জলস্তর কোনও দিন এত বাড়েনি। এখন মানুষের জীবন বাঁচানোটাই অগ্রাধিকার।


এদিকে দিল্লির এই পরিস্থিতির মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার। দিল্লি বিধানসভা ও মুখ্যমন্ত্রীর বাসভবন এলাকা-সহ বিভিন্ন ভিআইপি জোনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।


গত কয়েকদিন ধরে দিল্লিতে ভারী বৃষ্টিপাত হয়নি। তা সত্ত্বেও দিল্লি বিভিন্ন এলাকার রাস্তা, জনবসতিপূর্ণ এলাকায় জল জমে গেছে। কার্যত স্তব্ধ হয়ে উঠেছে ওইসব এলাকা। হরিয়ানার একট ব্যারাজ থেকে প্রচুর পরিমাণ জল ছাড়ায় এই অবস্থা দিল্লির। এই পরিস্থিতিতে হরিয়ানার এই হারে জল ছাড়া থামাতে কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতা দাবি করেছে দিল্লির আপ সরকার।  এদিকে জরুরি এই অবস্থায় দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে বৈঠকে বসেন কেজরিওয়াল। দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। কোনও রকম অপ্রীতিকর অবস্থা যাতে তৈরি না হয়, তার জন্য রবিবার পর্যন্ত রাজধানীর সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।


আরও পড়ুন ; ছোট্ট বয়স থেকে ছিল যাতায়াত, প্রিয় মানুষ না থাকলেও, তাঁর বাড়িতেই আশ্রয় পাচ্ছেন রাহুল!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial