নয়াদিল্লি: রাজনীতিতে পা রাখার পরও পিছু ছাড়েনি নিজের গাওয়া গান 'রিঙ্কিয়া কে পাপা'। অভিনেতা, গায়ক, রাজনীতিক মনোজ তিওয়ারির (Manoj Tiwari) নামের সঙ্গেও জুড়ে গিয়েছে 'রিঙ্কিয়া কে পাপা' পরিচয়। কিন্তু তৃতীয় বার সন্তানের আগমনের কথা জানাতেই ফের কটাক্ষের মুখে পড়ছেন বিজেপি সাংসদ মনোজ (BJP)। জনসংখ্যা নিয়ন্ত্রণেের পক্ষে সওয়াল করা মনোজের, ৫১ বছর বয়সে বাবা হওয়া নিয়ে কটাক্ষের বন্যা বইছে নেট দুনিয়ায় (Viral News)।
৫১ বছর বয়সে বাবা হচ্ছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি
উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ। দু'দিন আগে ইনস্টাগ্রামে খুশির খবর ভাগ করে নেন সকলের সঙ্গে। ইনস্টাগ্রামে লেখেন, 'কিছু কিছু সুখের মুহূর্ত কথায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়'। এর বেশি কিছু না লিখলেও, লেখার সঙ্গে যে ভিডিও পোস্ট করেন মনোজ, তাতেই তাঁর খুশির কারণ জানা যায়। কারণ ভিডিও-টি ছিল মনোজের স্ত্রীর সাধ-ভক্ষণ অনুষ্ঠানের।
ওই পোস্ট দেখে শুভাকাঙ্খীরা মনোজকে অভিনন্দ জানালেও, যত সময় এগোতে থাকে, ততই কটাক্ষের মুখে পড়েন মনোজ। ৫১ বছর বয়সে ফের বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়ে মনোজকে বিদ্রুপ করেন কেউ কেউ। কেউ কেউ আবার এ যাবৎ জন্ম নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল করে আসা মনোজের পরিবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। মনোজকে তাঁর পুরনো মন্তব্যও স্মরণ করিয়ে দেন অনেকে।
উল্লেখ্য, ২০২১ সালে বিজেপি শাসিত অসম এবং উত্তরপ্রদেশে পৃথক জন্ম নিয়ন্ত্রণ নীতির ঘোষণা করে। দুইয়ের বেশি সন্তান হলে সরকারি প্রকল্পের সুবিধা, এমনকি সরকারি চাকরি এবং নির্বাচনের টিকিট পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার কথা বলা হয় তাতে। ধাপে ধাপে এই নীতি কার্যকর করা হবে ববেল জানানো হয়।
সেই সময় দুই রাজ্যের সরকারই তীব্র সমালোচনার মুখে পড়ে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্যই ওই নীতি আনা হয়েছে বলে অভিযোগ ওঠে। তার মোকাবিলা করতে নিজের দলের হয়ে মাঠে নামেন মনোজ। তাঁর বক্তব্য ছিল, "
“এর সঙ্গে বিশেষ কোনও সম্প্রদায়ের যোগ নেই। জনসংখ্যা নিয়ন্ত্রণের পথে এটি সদর্থক পদক্ষেপ। বিষয়টিকে সে ভাবেই সকলের গ্রহণ করা উচিত।“ জনসংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে মনোজের বক্তব্য ছিল, “ভবিষ্যতের জন্যই জনসংখ্যা নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজন। দেশের আয়তনের কথা মাথায় রেখেই জনসংখ্যা নিয়ন্ত্রণ আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। অত্যধিক জনসংখ্যার কারণে বর্তমানে ভারত-সহ বেশ কিছু দেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রত্যেক নাগরিককে সঠিক পরিতকাঠামো, সুযোগ-সুবিধা প্রদান করা যাচ্ছে না।“
শুধু উত্তরপ্রদেশ এবং অসম নয়, উন্নয়নের পথ প্রশস্ত করতে গোটা দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন কার্যকর করার পক্ষেও সওয়াল করেন মনোজ।" তাই ফের বাবা হওয়ার কথা ঘোষণা করতেই বিদ্রুপ এবং কটাক্ষের শিকার হয়েছেন মনোজ।
দুই বার বিয়ে হয় মনোজের, দুই কন্যা রয়েছে
১৯৯ সালে রানি তিওয়ারির সঙ্গে বিয়ে হয় মনোজের। তাঁদের এক কন্যা রয়েছে, নাম রীতি। ২০১২ সালে মনোজ এবং রানির বিবাহবিচ্ছেদ ঘটে। এর পর সুরভিকে বিয়ে করেন মনোজ। তাঁদেরও এক কন্যাসন্তান, ২০২০-র ৩০ ডিসেম্বর তাঁদেরও এক কন্যাসন্তান হয়। তার দু'বছরের মাথায় তৃতীয় বার বাবা হওয়ার কথা জানালেন মনোজ।