কলকাতা: রাসায়নিক রং মেশানো জল স্প্রের বিরুদ্ধে কেন্দ্রের কাছে নালিশ করা হবে এবং তদন্তের দাবি করা হবে বলে জানালেন দক্ষিণের তরুণ বিজেপি সাংসদ তেজস্বী সূর্য।


বৃহস্পতিবার বিজেপির মিছিলে নীল রঙের জল স্প্র করে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ। জলের ঘায়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও বিক্ষোভ কর্মসূচি সামলাতে জলকামান থেকে রঙিন জল স্প্রে করল পুলিশ। হাওড়ায় বিজেপির মিছিল থামাতে এদিন বেগুনি রঙের জল স্প্রে করা হয়। পরে বিজেপির নেতা-কর্মীদের গায়েও দেখা যায় এই রঙ।


এর আগে দিল্লির বিক্ষোভে রঙিন জল স্প্রে করতে দেখা গিয়েছিল পুলিশকে। ঢাকাতেও একটি বিক্ষোভ মিছিলে রঙিন জল ছুড়েছিল পুলিশ। প্রথমবার পশ্চিমবঙ্গে রঙিন জল দেখা গেল।

আর এই নিয়েই রাজ্য রাজনীতর সংঘাত নতুন মাত্রা পেল। বিজেপি সদর দফতরে সাংবাদিক সম্মেলনে বিজেপি জানিয়ে দেয়, এর বিরুদ্ধে কেন্দ্রের কাছে নালিশ করা হবে।


গেরুয়া শিবিরের তরুণ তুর্কি নেতা তেজস্বী সূর্য শাসক দলের পদক্ষেপকে বাংলার রাজনৈতিক ইতিহাসে আজ কালো দিন হিসেবে উল্লেখ করেন। বলেন, ‘দিনের আলোয় প্রকাশ্যে গণতন্ত্র হত্যা করেছেন মমতা।’


তেজস্বী সূর্য বলেন, ‘যুব মোর্চা শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছিল। পুলিশ-তৃণমূলের গুন্ডারা একসঙ্গে মিছিলে হামলা চালিয়েছে। হাজারের উপর বিজেপি কর্মী আহত হয়েছেন।’


তিনি যোগ করেন, ৫০০-র বেশি বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শহরে ঢোকার আগে বিজেপির বাস আটকেছে পুলিশ। রাজু বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ মেনন হাসপাতালে ভর্তি।



সাঁতরাগাছিতে বাঁশের ব্যারিকেড ধরে টানাটানি বিজেপি কর্মীদের। সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে ফেলেন বিজেপি কর্মীরা। এরপরই জলকামান ব্যবহার করে পুলিশ। রং মেশানো জল স্পে করা হয়।

তাঁর মতে, নীল রাসায়নিক ভরে জলকামান ব্যবহার করা হয়েছে। বলেন, ‘বিশ্বের কোথাও রাসায়নিক মেশানো জলকামান ব্যবহার হয় না। কেন্দ্রের কাছে তদন্তের দাবি জানাচ্ছি।’


বেঙ্গালুরুর সাংসদের মতে, ‘বাংলায় সিন্ডিকেট-কাটমানি বেকারত্ব বৃদ্ধি করছে। প্রতিবাদ করলে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে। রাজ্যে ১২০ জনেরও বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন।’


সূর্য বলেন, ‘বাংলায় অন্ধকার সরিয়ে সূর্যের উদয় হবে। এই স্বৈরতান্ত্রিক, দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করবে বিজেপি।’