নয়াদিল্লি: আগামী ২১ অক্টোবর ১৩ রাজ্যে উপনির্বাচনের জন্য ৩২ জনের প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি। রবিবার বিজেপির কার্যকরী সমিতির বৈঠকের পর প্রার্থীতালিকা প্রকাশ করা হয়। বৈঠকে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৪ অক্টোবর উপনির্বাচনের ফল ঘোষিত হবে।


উত্তর প্রদেশের গঙ্গো থেকে কিরাট সিংহ, রামপুর থেকে ভরত ভূষণ গুপ্তা, ইগলাস থেকে রাজকুমার সহযোগী, লখনউ ক্যান্টনমেন্ট থেকে সুরেশ তিওয়ারি, গোবিন্দগর থেকে সুরেন্দ্র মৈথানি, মানিকপুর থেকে আনন্দ শুক্ল, জায়েদপুর থেকে অম্বরীশ রাওয়াত, জব্বলপুর থেকে রাজেশ সিংহ, ভল্লা থেকে সরোজ সোনকর এবং ঘোসি থেকে বিজয় রাজভরকে প্রার্থী করা হয়েছে।

তেলেঙ্গানার হুজুরনগর থেকে প্রার্থী হয়েছেন কোটা রামা রাও। সিকিমের মার্টাম-রুমটেকে সোনম শেরিং, গ্যাংটকে ইয়ং শেরিং লেপচা প্রার্থী হয়েছেন। বিজেপির হয়ে পঞ্জাবের দুই আসনে লড়াই করবেন রাজেশ বগ্গা ও জাঙ্গিলাল মহাজন। রাজস্থানের একটি কেন্দ্রে প্রার্থী হয়েছেন সুশীলা সিগড়া। এছাড়া কেরলের পাঁচ কেন্দ্রে, হিমাচল প্রদেশের দুই কেন্দ্রে, অসমের চারটি ও বিহার, ছত্তীসগঢ়, মধ্য প্রদেশ ও মেঘালয় ও ওড়িশার একটি করে কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।