নয়াদিল্লি: দলের নেতা হার্দিক পটেলকে ‘ক্রমাগত হয়রান’ করে চলেছে বিজেপি। এমনটাই অভিযোগ তুললেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী।
২০১৫ সালের একটি দেশদ্রোহিতার মামলায় আদালত অবমাননার দায়ে গতকালই হার্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। এরপরই আমদাবাদ জেলার অন্তর্গত বিরমগাম থেকে গ্রেফতার করা হয় হার্দিককে।
এই প্রসঙ্গে এদিন প্রিয়ঙ্কা ট্যুইটারে লেখেন, তরুণ হার্দিক পটেলকে বিজেপি ক্রমাগত হয়রান করছে। তিনি যুবসম্প্রদায়ের কর্মসংস্থান ও কৃষকদের অধিকারের দাবিতে আন্দোলন করছেন। তিনি সমাজে বসবাসকারী বিভিন্ন শ্রেণির মানুষের আওয়াজ হয়ে উঠেছেন। তাঁদের জন্য চাকরি দাবি করেছেন। স্কলারশিপ চেয়েছেন। তিনি কৃষকদের আন্দোলনকে নেতৃত্বা দিয়েছেন। বিজেপি এটাকে দেশদ্রোহিতা বলছে।



প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ অগাস্ট আমদাবাদে পটেল সম্প্রদায়ের একটি জনসভায় হিংসা ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় আমদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দায়ের করা দেশদ্রোহিতার মামলায় অভিযুক্ত হন হার্দিক। সেই সময় তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। পরে, ২০১৬ সালের জুলাই মাসে তিনি জামিন পান। ২০১৮ সালের নভেম্বর মাসে হার্দিক সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করে পুলিশ। গত বছর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন হার্দিক।