জামিয়ায় গুলি, শাহিন বাগের আন্দোলন, জেএনইউ তাণ্ডব, ইত্যাদি ঘটনার আবহেই ছিল দিল্লির ভোট। বিজেপির নির্বাচনী প্রচারেও বারবার ফিরে এসেছে সিএএ প্রসঙ্গ, শাহিন বাগ।
কেজরিবালকে শুভেচ্ছা জানিয়ে পওয়ার বলেন, মোদি-শাহ ম্যাজিক দিল্লিতে অসফল।
সেই সঙ্গে প্রবীণ এনসিপি নেতা আরও বলেন, এখানেই শেষ নয়। বিজেপির হারের সিরিজ এখানেই বন্ধ হবে বলে মনে হয় না।
পওয়ার বলেন, দিল্লির মানুষ বিজেপির বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। মহারাষ্ট্রেও এই একই ঘটনা ঘটেছিল। পরবর্তী লোকসভা ভোটেও এই ছবি দেখা যাবে।
এনসিপি মুখপাত্র নবাব মালিক বলেন, 'ঘৃণা ও বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে। একতা ও ভ্রাতৃত্বের ভাবনাই জয় পেয়েছে। ঔদ্ধত্যের রাজনীতি পরাজিত হয়েছে। দিল্লির মানুষের জয় হয়েছে। '
মালিক আরও বলেন, মোদি বলেছিলেন দেশদ্রোহীদের বিরুদ্ধে ভোট দিন। দিল্লির মানুষ তাঁর কথা শুনেছেন। তাঁরা এবার বিজেপিকেই 'অ্যান্টি ন্যাশনাল' তকমা দিয়েছেন।