সেই সঙ্গে প্রবীণ এনসিপি নেতা আরও বলেন, এখানেই শেষ নয়। বিজেপির হারের সিরিজ এখানেই বন্ধ হবে বলে মনে হয় না। পওয়ার বলেন, দিল্লির মানুষ বিজেপির বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। মহারাষ্ট্রেও এই একই ঘটনা ঘটেছিল। পরবর্তী লোকসভা ভোটেও এই ছবি দেখা যাবে। এনসিপি মুখপাত্র নবাব মালিক বলেন, 'ঘৃণা ও বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে। একতা ও ভ্রাতৃত্বের ভাবনাই জয় পেয়েছে। ঔদ্ধত্যের রাজনীতি পরাজিত হয়েছে। দিল্লির মানুষের জয় হয়েছে। ' মালিক আরও বলেন, মোদি বলেছিলেন দেশদ্রোহীদের বিরুদ্ধে ভোট দিন। দিল্লির মানুষ তাঁর কথা শুনেছেন। তাঁরা এবার বিজেপিকেই 'অ্যান্টি ন্যাশনাল' তকমা দিয়েছেন। 'বিজেপির হারের এখানেই শেষ নয়', দিল্লির ভোটের ফলের পর কটাক্ষ পওয়ারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Feb 2020 10:59 PM (IST)
পওয়ার লেখেন, দিল্লির মানুষ বিজেপির বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। মহারাষ্ট্রেও এই একই ঘটনা ঘটেছিল। পরবর্তী লোকসভা ভোটেও এই ছবি দেখা যাবে।
নয়াদিল্লি: ঝাড়ু ঝড়ে রাজধানীতে ধরাশায়ী বিজেপি। ৭০টি বিধানসভা কেন্দ্রের ৬২ তেই আপের দাপট। মাত্র ৮ আসনে এগিয়ে বিজেপি। এত প্রচারের পরও গেরুয়া শিবিরের এই শোচনীয় ফল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি বিরোধী দলগুলির নেতারা। এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারও আজ কেজরিবালকে শুভেচ্ছা জানিয়ে বিজেপির কড়া সমালোচনা করেন। জামিয়ায় গুলি, শাহিন বাগের আন্দোলন, জেএনইউ তাণ্ডব, ইত্যাদি ঘটনার আবহেই ছিল দিল্লির ভোট। বিজেপির নির্বাচনী প্রচারেও বারবার ফিরে এসেছে সিএএ প্রসঙ্গ, শাহিন বাগ। কেজরিবালকে শুভেচ্ছা জানিয়ে পওয়ার বলেন, মোদি-শাহ ম্যাজিক দিল্লিতে অসফল।