দশমীর রাতে কোচবিহারের সিতাইয়ে গুলিতে খুন বিজেপি সমর্থক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Oct 2020 11:13 AM (IST)
ওই ব্যক্তির চোখের নীচে গুলির ক্ষত ছিল।
কোচবিহার: কোচবিহারের সিতাইয়ে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হল। মৃত বিজেপি সমর্থক বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। রাজনৈতিক কারণ, নাকি ব্যক্তিগত শত্রুতা, কী কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ। বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির নাম রুহিদাস বিশ্বাস। স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুজো উপলক্ষে দশমীর রাতে তাঁর বাড়িতে অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেইসময় পরিবারের সদস্যরা বাড়ি থেকে কিছুটা দূরে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই ব্যক্তির চোখের নীচে গুলির ক্ষত ছিল। দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।